ETV Bharat / state

প্রস্তুত তালিকা, হুইপ অমান্য করা বিধায়ক-মন্ত্রীদের নাম শৃঙ্খলারক্ষা কমিটিতে পাঠাল তৃণমূল - WEST BENGAL LEGISLATIVE ASSEMBLY

হুইপ জারি সত্ত্বেও যারা আসেননি সেই সমস্ত বিধায়কদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিচ্ছে শাসকদল ৷ তেমনই আভাস দিলেন পরিষদীয় দলের সদস্য শোভনদেব ৷

West Bengal Assembly
পশ্চিমবঙ্গ বিধানসভা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 24, 2025 at 10:22 PM IST

2 Min Read

কলকাতা, 24 মার্চ: বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দু'দিনে অনুপস্থিত থাকা বিধায়ক ও মন্ত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে তৃণমূল । দলীয় হুইপ উপেক্ষা করায় ইতিমধ্যেই বিধায়কদের তালিকা প্রস্তুত করছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ।

সোমবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের উপস্থিতিতে বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত হয়েছে, হুইপ অমান্যকারী সমস্ত বিধায়ক ও মন্ত্রীরা 19 ও 20 মার্চ অনুপস্থিত ছিলেন, তাঁদের কারণ দর্শানোর জন্য ডাকা হবে । তবে সরাসরি পরিষদীয় দল কোনও পদক্ষেপ নিতে পারে না । আর সে কারণেই বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে ।

শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, 19 মার্চ মুখ্যমন্ত্রীর ভাষণের সময় 215 জন তৃণমূল বিধায়ক উপস্থিত থাকলেও 20 মার্চ সেই সংখ্যা নেমে আসে মাত্র 90-এ । এমনকি, গুরুত্বপূর্ণ অর্থ বিল পাসের দিনও দলীয় নির্দেশ উপেক্ষা করেন অনেকে । এই অনুপস্থিতির ফলে ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । দলীয় হুইপ লঙ্ঘনের ঘটনায় পরিষদীয় দলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিধায়কদের জবাবদিহি করতে হবে ।শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুতর বিষয় ৷ হুইপ অমান্য করা দলবিরোধী কাজ । অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে । শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে তাঁদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে । আগামী 29 মার্চ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে, যেখানে অনুপস্থিত বিধায়কদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।সূত্রের খবর, শুধুমাত্র বিধায়ক নন, কয়েকজন মন্ত্রীও শেষ দু'দিন অনুপস্থিত ছিলেন । তাঁদেরও হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে । কমিটির সদস্যরা তাঁদের যুক্তি শুনবেন, তারপরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এখনই কিছু বলা যাবে না । তবে সঠিক সময়েই দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে ।প্রসঙ্গত, সংসদ ও বিধানসভায় দলের বিধায়কদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারির প্রথা রয়েছে । দলীয় নির্দেশ উপেক্ষা করলে সাধারণত কড়া শাস্তির মুখে পড়তে হয় । তৃণমূলের ক্ষেত্রে এবারের বিধায়কদের অনুপস্থিতি নজিরবিহীন । এই বিষয়ে কড়া বার্তা দিতেই শৃঙ্খলারক্ষা কমিটির কাছে বিষয়টি পাঠানো হচ্ছে বলে খবর ।

কলকাতা, 24 মার্চ: বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দু'দিনে অনুপস্থিত থাকা বিধায়ক ও মন্ত্রীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথে এগোচ্ছে তৃণমূল । দলীয় হুইপ উপেক্ষা করায় ইতিমধ্যেই বিধায়কদের তালিকা প্রস্তুত করছে তৃণমূল কংগ্রেস পরিষদীয় দল ।

সোমবার রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের উপস্থিতিতে বৈঠক হয় । সেখানেই সিদ্ধান্ত হয়েছে, হুইপ অমান্যকারী সমস্ত বিধায়ক ও মন্ত্রীরা 19 ও 20 মার্চ অনুপস্থিত ছিলেন, তাঁদের কারণ দর্শানোর জন্য ডাকা হবে । তবে সরাসরি পরিষদীয় দল কোনও পদক্ষেপ নিতে পারে না । আর সে কারণেই বিষয়টি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হয়েছে ।

শোভনদেব চট্টোপাধ্যায়ের বক্তব্য (ইটিভি ভারত)
বিধানসভা সূত্রে জানা গিয়েছে, 19 মার্চ মুখ্যমন্ত্রীর ভাষণের সময় 215 জন তৃণমূল বিধায়ক উপস্থিত থাকলেও 20 মার্চ সেই সংখ্যা নেমে আসে মাত্র 90-এ । এমনকি, গুরুত্বপূর্ণ অর্থ বিল পাসের দিনও দলীয় নির্দেশ উপেক্ষা করেন অনেকে । এই অনুপস্থিতির ফলে ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব । দলীয় হুইপ লঙ্ঘনের ঘটনায় পরিষদীয় দলের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট বিধায়কদের জবাবদিহি করতে হবে ।শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটি অত্যন্ত গুরুতর বিষয় ৷ হুইপ অমান্য করা দলবিরোধী কাজ । অনুপস্থিত বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে । শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকে তাঁদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে । আগামী 29 মার্চ শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক ডাকা হয়েছে, যেখানে অনুপস্থিত বিধায়কদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।সূত্রের খবর, শুধুমাত্র বিধায়ক নন, কয়েকজন মন্ত্রীও শেষ দু'দিন অনুপস্থিত ছিলেন । তাঁদেরও হাজিরা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরে । কমিটির সদস্যরা তাঁদের যুক্তি শুনবেন, তারপরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে । পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এখনই কিছু বলা যাবে না । তবে সঠিক সময়েই দলীয় সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে ।প্রসঙ্গত, সংসদ ও বিধানসভায় দলের বিধায়কদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারির প্রথা রয়েছে । দলীয় নির্দেশ উপেক্ষা করলে সাধারণত কড়া শাস্তির মুখে পড়তে হয় । তৃণমূলের ক্ষেত্রে এবারের বিধায়কদের অনুপস্থিতি নজিরবিহীন । এই বিষয়ে কড়া বার্তা দিতেই শৃঙ্খলারক্ষা কমিটির কাছে বিষয়টি পাঠানো হচ্ছে বলে খবর ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.