ETV Bharat / state

বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু! গেরুয়া শিবিরকে হুঁশিয়ারি তৃণমূল জেলা সভাপতির - TMC Protest on Migrant Death

Malda Labour Death in Rajasthan: মালদার এক শ্রমিকের মৃত্যু হয়েছে রাজস্থানের জয়পুরে ৷ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে পরিবার ৷ এর আগে হরিয়ানায় বাংলার এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে ৷ এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2024, 9:12 PM IST

Malda TMC Protest Rally
মালদায় তৃণমূলের প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

মালদা, 8 সেপ্টেম্বর: পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ক্রমেই তাপ বাড়ছে জেলার রাজনীতিতে ৷ মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর গ্রামের মতি আলিকে রাজস্থানের জয়পুরে তাঁর সহকর্মীরা পিটিয়ে খুন করেছেন, তা নিয়ে নিশ্চিত সবাই ৷ যদিও রাজস্থানের পুলিশ এই ঘটনায় কী মামলা করেছে, তা এখনও জানা যায়নি ৷ রবিবার জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুরে একটি মিছিল করে ৷

মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে তৃণমূলের প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

বুকে কালো ব্যাজ আটকে মিছিলে পা মেলান দলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, মন্ত্রী তজমুল হোসেন, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল-সহ অন্যান্য নেতা-নেত্রীরা ৷ এদিন প্রকাশ্যেই তৃণমূলের জেলা সভাপতি এই ঘটনায় বদলার দাবি তোলেন ৷

হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামের বাসিন্দা মতি আলি দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে কাজ করতেন ৷ পরিবারের দাবি, সেই দোকানের কোনও কর্মীর সঙ্গে মতির ঝামেলা হয় ৷ তার জেরে ওই সহকর্মী ও তার সঙ্গীরা তাঁকে বেধড়ক মারধর করে ৷ তারা বিহার ও ওড়িশার বাসিন্দা ৷ মারের চোটে মতি আলী গুরুতর আহত হন ৷ হাসপাতালে ভর্তি করার পর অস্ত্রোপচার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ ময়নাতদন্তের পর রবিবার তাঁর দেহ গ্রামে ফিরে এসেছে ৷ এদিনই মতির শেষকৃত্য সম্পন্ন হয় ৷

এই ঘটনার প্রতিবাদে এদিন হরিশ্চন্দ্রপুরে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম বকসি বলেন, “আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আমরা দুঃখিত, মর্মাহত৷ মুখ্যমন্ত্রী ওই ঘটনায় ফাঁসির দাবি করেছেন ৷ দোষীদের ফাঁসির দাবিতে আমরাও মিটিং-মিছিল করছি ৷ দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷ ওই মেয়েটি আমাদের বাড়ির মেয়ে ৷ কিন্তু মতিভাইও আমাদের বাড়ির ছেলে ছিল ৷ আরজি করের মেয়েটির জন্য যদি মোমবাতি মিছিল হয়, রাত জাগা হয়, ঝান্ডা নিয়ে ঘোরা হয়, তাহলে মতিভাইয়ের জন্য কেন সেসব হবে না ? বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এমন ঘটনা ঘটছে ৷"

পরে সংবাদমাধ্যমের রহিম বকসি বলেন, "এর আগে হরিয়ানায় মালদার সাব্বিরকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ সেই ছবি আবার ভাইরালও হয়েছে ৷ তার আগে রাজস্থানেই আফরাজুলকে প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়েছে ৷ এবার মতিভাইকে মারা হল ৷ সাব্বিরের ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন, তিনি মামলা করবেন না ৷ গোরক্ষকদের নিরাপত্তা দেবেন ৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদি এধরনের ঘটনা বন্ধ না হয়, তবে পশ্চিমবঙ্গে যেসব বিজেপির লোকজন আছে, তাদেরও ছেড়ে কথা বলব না ৷"

প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, “হরিশ্চন্দ্রপুরে ইটভাটা কিংবা মাখনার জমিতে বিহার ও উত্তর প্রদেশের প্রচুর মানুষ কাজ করে ৷ কলকাতা তো বিহার, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের লোকজনে ভর্তি ৷ আজ পর্যন্ত এই বাংলায় ভিনরাজ্যের কোনও শ্রমিক আক্রান্ত হননি ৷ কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে ৷” বিজেপির জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, “এখানে কর্মসংস্থান না থাকায় বাংলার শিক্ষিত ও অশিক্ষিত মানুষজন ভিনরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন ৷ এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ৷"

মালদা, 8 সেপ্টেম্বর: পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে ক্রমেই তাপ বাড়ছে জেলার রাজনীতিতে ৷ মালদার হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুর গ্রামের মতি আলিকে রাজস্থানের জয়পুরে তাঁর সহকর্মীরা পিটিয়ে খুন করেছেন, তা নিয়ে নিশ্চিত সবাই ৷ যদিও রাজস্থানের পুলিশ এই ঘটনায় কী মামলা করেছে, তা এখনও জানা যায়নি ৷ রবিবার জেলা তৃণমূল নেতৃত্ব এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুরে একটি মিছিল করে ৷

মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে তৃণমূলের প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)

বুকে কালো ব্যাজ আটকে মিছিলে পা মেলান দলের জেলা সভাপতি আবদুর রহিম বকসি, মন্ত্রী তজমুল হোসেন, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল-সহ অন্যান্য নেতা-নেত্রীরা ৷ এদিন প্রকাশ্যেই তৃণমূলের জেলা সভাপতি এই ঘটনায় বদলার দাবি তোলেন ৷

হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মিসকিনপুর গ্রামের বাসিন্দা মতি আলি দীর্ঘ 20 বছর ধরে রাজস্থানের জয়পুরে একটি সোনার দোকানে কাজ করতেন ৷ পরিবারের দাবি, সেই দোকানের কোনও কর্মীর সঙ্গে মতির ঝামেলা হয় ৷ তার জেরে ওই সহকর্মী ও তার সঙ্গীরা তাঁকে বেধড়ক মারধর করে ৷ তারা বিহার ও ওড়িশার বাসিন্দা ৷ মারের চোটে মতি আলী গুরুতর আহত হন ৷ হাসপাতালে ভর্তি করার পর অস্ত্রোপচার করা হলেও তাঁকে বাঁচানো যায়নি ৷ ময়নাতদন্তের পর রবিবার তাঁর দেহ গ্রামে ফিরে এসেছে ৷ এদিনই মতির শেষকৃত্য সম্পন্ন হয় ৷

এই ঘটনার প্রতিবাদে এদিন হরিশ্চন্দ্রপুরে মৌন মিছিল ও প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ সভায় বক্তব্য রাখতে গিয়ে আবদুর রহিম বকসি বলেন, “আরজি করে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তাতে আমরা দুঃখিত, মর্মাহত৷ মুখ্যমন্ত্রী ওই ঘটনায় ফাঁসির দাবি করেছেন ৷ দোষীদের ফাঁসির দাবিতে আমরাও মিটিং-মিছিল করছি ৷ দোষীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ৷ ওই মেয়েটি আমাদের বাড়ির মেয়ে ৷ কিন্তু মতিভাইও আমাদের বাড়ির ছেলে ছিল ৷ আরজি করের মেয়েটির জন্য যদি মোমবাতি মিছিল হয়, রাত জাগা হয়, ঝান্ডা নিয়ে ঘোরা হয়, তাহলে মতিভাইয়ের জন্য কেন সেসব হবে না ? বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এমন ঘটনা ঘটছে ৷"

পরে সংবাদমাধ্যমের রহিম বকসি বলেন, "এর আগে হরিয়ানায় মালদার সাব্বিরকে পিটিয়ে খুন করা হয়েছে ৷ সেই ছবি আবার ভাইরালও হয়েছে ৷ তার আগে রাজস্থানেই আফরাজুলকে প্রকাশ্যে পুড়িয়ে মারা হয়েছে ৷ এবার মতিভাইকে মারা হল ৷ সাব্বিরের ঘটনায় হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছেন, তিনি মামলা করবেন না ৷ গোরক্ষকদের নিরাপত্তা দেবেন ৷ বিজেপি শাসিত রাজ্যগুলিতে যদি এধরনের ঘটনা বন্ধ না হয়, তবে পশ্চিমবঙ্গে যেসব বিজেপির লোকজন আছে, তাদেরও ছেড়ে কথা বলব না ৷"

প্রতিমন্ত্রী তজমুল হোসেন বলেন, “হরিশ্চন্দ্রপুরে ইটভাটা কিংবা মাখনার জমিতে বিহার ও উত্তর প্রদেশের প্রচুর মানুষ কাজ করে ৷ কলকাতা তো বিহার, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যের লোকজনে ভর্তি ৷ আজ পর্যন্ত এই বাংলায় ভিনরাজ্যের কোনও শ্রমিক আক্রান্ত হননি ৷ কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতেই এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে ৷” বিজেপির জেলা সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, “এখানে কর্মসংস্থান না থাকায় বাংলার শিক্ষিত ও অশিক্ষিত মানুষজন ভিনরাজ্যে যেতে বাধ্য হচ্ছেন ৷ এটা পশ্চিমবঙ্গের জন্য লজ্জার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.