ETV Bharat / state

বোমাবাজি-কাণ্ডে গ্রেফতার পঞ্চায়েত সদস্য, আইসি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের - PANCHAYAT MEMBER ARRESTED

বোমাবাজি-কাণ্ডে পুলিশের জালে বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য । আইসি'র বিরুদ্ধে ইটিভি ভারতের কাছে বিস্ফোরক অভিযোগ আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ।

ETV BHARAT
বোমাবাজি-কাণ্ডে গ্রেফতার পঞ্চায়েত সদস্য (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 11, 2025 at 6:38 PM IST

3 Min Read

বারাসত, 11 এপ্রিল: পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ! দীর্ঘ সাত মাস ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে 'বিধায়ক ঘনিষ্ঠ' তৃণমূলের সেই পঞ্চায়েত সদস্য । রাকিবুল ইসলাম নামে ওই পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই শুক্রবার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান ।

ইটিভি ভারতকে তিনি বললেন, "রাকিবুল ক্রিমিনাল নন ! ও অত‍্যন্ত ভালো ছেলে । পুলিশ বলছে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে । কিন্তু, আমার কাছে খবর আছে, পুলিশ তাঁকে মাদক কেসে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে । এটা আমরা মেনে নেব না । এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে ।"

আইসি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের (নিজস্ব ভিডিয়ো)

এর পরেই আমডাঙা থানার আইসি রাজকুমার সরকারের নাম নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শাসকদলের এই বিধায়ক । রফিকুর বলেন, "সব পুলিশের বিরুদ্ধে আমার ক্ষোভ নেই । ক্ষোভ একমাত্র আমডাঙা থানার আইসি'র বিরুদ্ধে । ওঁর মদতে আমডাঙা থানা এলাকায় সাট্টা, জুয়ার ঠেক চলছে । আইসি রাজকুমার সরকার হল ক্রিমিনালদের সর্দার । ওঁর সঙ্গে ক্রিমিনালদের ভালো সম্পর্ক রয়েছে । এ নিয়ে বহুবার আমি অভিযোগ করেছি ।"

ETV BHARAT
আইসি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ (নিজস্ব চিত্র)

তৃণমূল বিধায়কের কথায়, "যখনই আমি কোনও অভিযোগ করি, তখনই পুলিশ আগে থেকে ক্রিমিনালদের সতর্ক করে দেয় । যাতে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ প্রকাশ্যে না আসে । আইসি নিজে ক্রিমিনালদের মদত দিচ্ছে । আবার নিজেই আগে থেকে তাদের পালানোর সুযোগ করে দিচ্ছে । পুলিশ ও দুষ্কৃতীর যোগসাজশে অসামাজিক কার্যকলাপ বাড়ছে আমডাঙা থানা এলাকায় । সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই আইসি'র । দুষ্কৃতী ধরতে পারছে না । অথচ, সাধারণ মানুষকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে । এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।"

কিন্তু, আমডাঙার বিধায়ক কেন হঠাৎ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ?

জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে আমডাঙার খুড়িগাছি গ্রাম । সংঘর্ষ চলাকালীন মুড়ি মুড়কির মতো বোমা পড়তে শুরু করে গ্রামে । চলে গুলিও । সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হন । খবর পেয়ে আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে । যান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারও । অভিযোগ, এর পরেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় এলোপাথাড়ি বোমাবাজি । তাতে নাম জড়িয়েছিল বোদাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিবুল ইসলামের । পুলিশের দাবি, 'তাঁর প্রত্যক্ষ মদতেই সেদিন বোমা ছোড়া হয়েছিল কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে ।' ঘটনার পর অবশ্য তিনি পালিয়ে যান ।

ETV BHARAT
বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের (নিজস্ব চিত্র)

এই ঘটনায় রাকিবুলের বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তৈয়বের লোকজন । পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে । তবে, অভিযোগ দায়ের হলেও এতদিন তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি । বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ফেরার ওই তৃণমূল নেতা বারাসতের কদম্বগাছি এলাকায় ঘোরাফেরা করছেন । সেই খবর পেয়েই তড়িঘড়ি পুলিশের একটি টিম পৌঁছয় সেখানে । এরপর, হাতেনাতে পাকড়াও করা হয় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে । আর তার পরেই আইসি'র বিরুদ্ধে বোমা ফাটালেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ।

এদিকে, বিধায়কের এই অভিযোগ প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, "যে কেউ অভিযোগ করতেই পারে ।তবে, সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা দরকার । মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে, এই অভিযোগ ঠিক নয় । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রাকিবুলকে গ্রেফতার করা হয়েছে ।"

অন‍্যদিকে, ধৃত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবার দুপুরে তাঁকে বারাসত জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

বারাসত, 11 এপ্রিল: পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ! দীর্ঘ সাত মাস ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে 'বিধায়ক ঘনিষ্ঠ' তৃণমূলের সেই পঞ্চায়েত সদস্য । রাকিবুল ইসলাম নামে ওই পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই শুক্রবার পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান ।

ইটিভি ভারতকে তিনি বললেন, "রাকিবুল ক্রিমিনাল নন ! ও অত‍্যন্ত ভালো ছেলে । পুলিশ বলছে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে । কিন্তু, আমার কাছে খবর আছে, পুলিশ তাঁকে মাদক কেসে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছে । এটা আমরা মেনে নেব না । এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামবে ।"

আইসি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের (নিজস্ব ভিডিয়ো)

এর পরেই আমডাঙা থানার আইসি রাজকুমার সরকারের নাম নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন শাসকদলের এই বিধায়ক । রফিকুর বলেন, "সব পুলিশের বিরুদ্ধে আমার ক্ষোভ নেই । ক্ষোভ একমাত্র আমডাঙা থানার আইসি'র বিরুদ্ধে । ওঁর মদতে আমডাঙা থানা এলাকায় সাট্টা, জুয়ার ঠেক চলছে । আইসি রাজকুমার সরকার হল ক্রিমিনালদের সর্দার । ওঁর সঙ্গে ক্রিমিনালদের ভালো সম্পর্ক রয়েছে । এ নিয়ে বহুবার আমি অভিযোগ করেছি ।"

ETV BHARAT
আইসি'র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ (নিজস্ব চিত্র)

তৃণমূল বিধায়কের কথায়, "যখনই আমি কোনও অভিযোগ করি, তখনই পুলিশ আগে থেকে ক্রিমিনালদের সতর্ক করে দেয় । যাতে এই সমস্ত অসামাজিক কার্যকলাপ প্রকাশ্যে না আসে । আইসি নিজে ক্রিমিনালদের মদত দিচ্ছে । আবার নিজেই আগে থেকে তাদের পালানোর সুযোগ করে দিচ্ছে । পুলিশ ও দুষ্কৃতীর যোগসাজশে অসামাজিক কার্যকলাপ বাড়ছে আমডাঙা থানা এলাকায় । সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই আইসি'র । দুষ্কৃতী ধরতে পারছে না । অথচ, সাধারণ মানুষকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে । এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।"

কিন্তু, আমডাঙার বিধায়ক কেন হঠাৎ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ?

জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে আমডাঙার খুড়িগাছি গ্রাম । সংঘর্ষ চলাকালীন মুড়ি মুড়কির মতো বোমা পড়তে শুরু করে গ্রামে । চলে গুলিও । সংঘর্ষে দু'পক্ষের বেশ কয়েকজন জখম হন । খবর পেয়ে আমডাঙা থানার বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে । যান বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারও । অভিযোগ, এর পরেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় এলোপাথাড়ি বোমাবাজি । তাতে নাম জড়িয়েছিল বোদাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রাকিবুল ইসলামের । পুলিশের দাবি, 'তাঁর প্রত্যক্ষ মদতেই সেদিন বোমা ছোড়া হয়েছিল কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে ।' ঘটনার পর অবশ্য তিনি পালিয়ে যান ।

ETV BHARAT
বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের (নিজস্ব চিত্র)

এই ঘটনায় রাকিবুলের বিরুদ্ধে আমডাঙা থানায় অভিযোগ দায়ের করেন তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তৈয়বের লোকজন । পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তৃণমূল নেতা রাকিবুল ইসলামের বিরুদ্ধে । তবে, অভিযোগ দায়ের হলেও এতদিন তাঁকে গ্রেফতার করা সম্ভব হয়নি । বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে ফেরার ওই তৃণমূল নেতা বারাসতের কদম্বগাছি এলাকায় ঘোরাফেরা করছেন । সেই খবর পেয়েই তড়িঘড়ি পুলিশের একটি টিম পৌঁছয় সেখানে । এরপর, হাতেনাতে পাকড়াও করা হয় বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যকে । আর তার পরেই আইসি'র বিরুদ্ধে বোমা ফাটালেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান ।

এদিকে, বিধায়কের এই অভিযোগ প্রসঙ্গে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া বলেন, "যে কেউ অভিযোগ করতেই পারে ।তবে, সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা দরকার । মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে, এই অভিযোগ ঠিক নয় । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রাকিবুলকে গ্রেফতার করা হয়েছে ।"

অন‍্যদিকে, ধৃত তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবার দুপুরে তাঁকে বারাসত জেলা আদালতে পেশ করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.