কলকাতা, 23 জুন: বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার তড়িঘড়ি মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন ৷ তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তাঁর শারীরিক অবস্থা ৷ সোমবার সকালে তাঁর বেশ কিছু পরীক্ষা করা হয়েছে । স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বৈভব শেঠ তৃণমূল সাংসদকে ইইজি (ইলেক্ট্রোএনসেফালোগ্রাম) এবং এমআরআই পরীক্ষার পরামর্শ দিয়েছেন ।
সোমবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, রক্তচাপ, পালস ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক রয়েছে । জ্ঞানও রয়েছে । সন্ধ্যায় চা ও হালকা খাবার খেয়েছেন । রাতে খেয়েছেন তরল বা গলা জাতীয় খাবার । সোমবারও একই খাবার রয়েছে ৷ হাসপাতাল সূত্রে খবর, সোমবার তাঁর প্রস্রাবের সমস্যা আর নেই ৷ রক্তচাপের পরিমাপ একটু বেশি হলেও চিন্তার নয়।
মিন্টো পার্কের এক বেসরকারি হাসপাতালের 609 নম্বর কেবিনে ভর্তি রয়েছেন 77 বছর বয়সি তৃণমূল সাংসদ। চিকিৎসক মনোজ সাহার তত্ত্বাবধানে রয়েছে তিনি । রবিবার বাড়িতে পেট খারাপের সমস্যায় ভুগছিলেন । হাসপাতাল সূত্রে খবর, বাড়িতে পড়েও যান তিনি । সেই সময় সাময়িকভাবে জ্ঞান হারিয়ে ফেলেন ৷ হাসপাতালে ভর্তির সময় তন্দ্রাচ্ছন্নভাব ছিল তাঁর । সেই কারণে 24 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে । চিকিৎসকরা নিয়মিতভাবে পর্যবেক্ষণ করছেন । এছাড়াও তাঁর শরীরের বাকি বিষয়গুলির উপরও নজর রাখা হচ্ছে।
প্রবীণ সাংসদের টাইপ-2 ডায়াবেটিস রয়েছে । সেই সঙ্গে, উচ্চ রক্তচাপ এবং সর্দি কাশির সমস্যায় ভুগছেন ৷ কয়েক মাস আগেই তাঁর বুকে পেসমেকার প্রতিস্থাপন করা হয়েছে । রবিবার হাসপাতালে ভর্তির পর তাঁর মাথায় সিটি স্ক্যান করা হয় । হাসপাতাল সূত্র খবর, স্ক্যানের রিপোর্টে গুরুত্বপূর্ণ কোনও সমস্যা ধরা পড়েনি ৷ তবে প্রস্রাবের সমস্যা রয়েছে । সেই কারণে আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷
চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌগত রায় । মার্চ মাসে লোকসভা অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি । তখন সংসদ ভবন থেকেই হুইলচেয়ারে করে বের করে আনা হয় তাঁকে । সেই সময়ও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বর্ষীয়ান তৃণমূল সাংসদকে । তারপর মে মাসে নিজের লোকসভা কেন্দ্রে এক মন্দির উদ্বোধনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তৃণমূলের প্রবীণ সাংসদ । তখনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল । হৃদযন্ত্রে কিছু সমস্যা থাকায় সেদিন অস্ত্রোপচার করে বসানো হয় পেসমেকার ৷