ETV Bharat / state

রামমন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 5, 2024, 10:55 AM IST

Controversy over Ram Mandir Between TMC and BJP: জনগর্জন সভায় রামমন্দির নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক ৷ এমনই অভিযোগে থানায় এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক ৷ সেই মন্তব্যের ভিডিয়ো পোস্ট করে সোশাল মিডিয়ায় কী লিখলেন শুভেন্দু অধিকারী ?

Etv Bharat
Etv Bharat
রামমন্দির নিয়ে বিতর্তিক মন্তব্য নিয়ে বিজেপি ও তৃণমূল বিধায়কের বক্তব্য

আরামবাগ, 5 মার্চ: অসমাপ্ত রামমন্দিরে পুজো না দেওয়ার বিধান তৃণমূল বিধায়কের । এরপরই সামাজিক মাধ্যমে বিধায়কের বিরুদ্ধে হিন্দু অনুভূতিতে আঘাত করার অভিযোগ করে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । এহেন মন্তব্য করায় তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ । এই নিয়ে তৃণমূল বিধায়কের পালটা দাবি, ভিডিয়ো ক্লিপের একটি অংশ ভাইরাল করে নোংরা রাজনীতি করছে বিজেপি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)৷

ঘটনার সূত্রপাত রবিবার। তারকেশ্বর বিধানসভার বালিগড়ির একটি স্কুল মাঠে ব্রিগেড চলোর সমর্থনে জনগর্জন সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । সেখানেই তারকেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অপবিত্র এই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায় । ওটা শুধু একটা শো-পিস তৈরি হয়েছে ।" এরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিয়ো ক্লিপ । এরপর তা নিয়েই রাজনৈতিক ময়দানে নেমে পড়ে বিজেপি। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এটি পোস্ট করে প্রতিবাদ জানান।

পোস্টে তিনি লেখেন,"আমি শুধুমাত্র তাঁর অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করি না, বরং সারা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত করে এমন ঘৃণ্য বিবৃতি দেওয়ার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছি ।" এরপরই সোমবারই পুরশুড়ার বিধায়ক ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান তৃণমূল বিধায়কের বিরুদ্ধে । তারকেশ্বর ও বৈদ্যবাটি রোডে বিক্ষোভ করা হয় বিজেপির পক্ষ থেকে ।

এই বিষয়ে বিজেপি বিধায়ক ও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে মোদিজীর উদ্যোগে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে । আর তাঁকে তাচ্ছিল্য এবং অপমান করা হয়েছে । হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে । এর প্রতিবাদে আগামিদিনে আমরা রাস্তায় নামব । আমরা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছি ।"

অভিযুক্ত তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন, "আমার বক্তব্যের সিংহভাগ অংশ বাদ দিয়ে সামান্য একটু অংশকে তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন । বিজেপির এই নোংরা রাজনীতি ও ধর্মীয় সুড়সুড়ি মানুষকে মিথ্যা প্রচারের মধ্যে রেখে বিভ্রান্ত করছে । এদেরকে চিনে নিন । আমার মূল বক্তব্য ছিল হিন্দুধর্মের চার শংকরাচার্য বিধান দিয়েছিলেন অসমাপ্ত মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করা যাবে না । তাদের এই বিধান অগ্রাহ্য করে অপমান করে ওখানে নরেন্দ্র মোদি বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করলেন শুধু রাজনৈতিক কারণে ।

তিনিও আরও বলেন, "আমরা হিন্দুরা শংকরাচার্যদের দেখানো পথে হিন্দু ধর্মকে সমৃদ্ধ করি। যেখানে শংকরাচার্যের বিধানকে অগ্রাহ্য করে নিজেদের পেশী ও অর্থ বলে এই রাজনীতি করার জন্য মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠা করল । এতে শংকরাচার্যদের অপমান করা হয়েছে । এটাই আমার বক্তব্যের মধ্যে উঠে এসেছে । আর সেখানে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি করার জন্য নোংরা প্রকৃতির শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে অরাজকতার সৃষ্টি করছেন।"

আরও পড়ুন :

  1. সুভাষ-সুকান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিয়ো ক্লিপ; অভিযুক্ত পদ্মেরই বিধায়ক
  2. আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির ? ভোটের মুখে নয়া তরজা মালদায়
  3. 'সিয়ারাম নেই, সীতা নেই ! ভয়ঙ্কর ফ্যাসিবাদ', রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য কৌশিক সেনের

রামমন্দির নিয়ে বিতর্তিক মন্তব্য নিয়ে বিজেপি ও তৃণমূল বিধায়কের বক্তব্য

আরামবাগ, 5 মার্চ: অসমাপ্ত রামমন্দিরে পুজো না দেওয়ার বিধান তৃণমূল বিধায়কের । এরপরই সামাজিক মাধ্যমে বিধায়কের বিরুদ্ধে হিন্দু অনুভূতিতে আঘাত করার অভিযোগ করে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । এহেন মন্তব্য করায় তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ । এই নিয়ে তৃণমূল বিধায়কের পালটা দাবি, ভিডিয়ো ক্লিপের একটি অংশ ভাইরাল করে নোংরা রাজনীতি করছে বিজেপি (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)৷

ঘটনার সূত্রপাত রবিবার। তারকেশ্বর বিধানসভার বালিগড়ির একটি স্কুল মাঠে ব্রিগেড চলোর সমর্থনে জনগর্জন সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস । সেখানেই তারকেশ্বরের বিধায়ক তথা তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, "অপবিত্র এই রামমন্দিরে ভারতবর্ষের কোনও হিন্দু যেন পুজো দিতে না যায় । ওটা শুধু একটা শো-পিস তৈরি হয়েছে ।" এরপরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এই ভিডিয়ো ক্লিপ । এরপর তা নিয়েই রাজনৈতিক ময়দানে নেমে পড়ে বিজেপি। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এটি পোস্ট করে প্রতিবাদ জানান।

পোস্টে তিনি লেখেন,"আমি শুধুমাত্র তাঁর অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা করি না, বরং সারা বিশ্বের হিন্দুদের অনুভূতিতে আঘাত করে এমন ঘৃণ্য বিবৃতি দেওয়ার জন্য এই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করার প্রস্তুতি নিচ্ছি ।" এরপরই সোমবারই পুরশুড়ার বিধায়ক ও বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান তৃণমূল বিধায়কের বিরুদ্ধে । তারকেশ্বর ও বৈদ্যবাটি রোডে বিক্ষোভ করা হয় বিজেপির পক্ষ থেকে ।

এই বিষয়ে বিজেপি বিধায়ক ও আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বলেন, "সুপ্রিম কোর্টের রায়ে মোদিজীর উদ্যোগে রাম মন্দিরের প্রতিষ্ঠা হয়েছে । আর তাঁকে তাচ্ছিল্য এবং অপমান করা হয়েছে । হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে । এর প্রতিবাদে আগামিদিনে আমরা রাস্তায় নামব । আমরা আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেছি ।"

অভিযুক্ত তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বলেন, "আমার বক্তব্যের সিংহভাগ অংশ বাদ দিয়ে সামান্য একটু অংশকে তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করেছেন । বিজেপির এই নোংরা রাজনীতি ও ধর্মীয় সুড়সুড়ি মানুষকে মিথ্যা প্রচারের মধ্যে রেখে বিভ্রান্ত করছে । এদেরকে চিনে নিন । আমার মূল বক্তব্য ছিল হিন্দুধর্মের চার শংকরাচার্য বিধান দিয়েছিলেন অসমাপ্ত মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করা যাবে না । তাদের এই বিধান অগ্রাহ্য করে অপমান করে ওখানে নরেন্দ্র মোদি বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করলেন শুধু রাজনৈতিক কারণে ।

তিনিও আরও বলেন, "আমরা হিন্দুরা শংকরাচার্যদের দেখানো পথে হিন্দু ধর্মকে সমৃদ্ধ করি। যেখানে শংকরাচার্যের বিধানকে অগ্রাহ্য করে নিজেদের পেশী ও অর্থ বলে এই রাজনীতি করার জন্য মন্দিরে এই বিগ্রহ প্রতিষ্ঠা করল । এতে শংকরাচার্যদের অপমান করা হয়েছে । এটাই আমার বক্তব্যের মধ্যে উঠে এসেছে । আর সেখানে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে রাজনীতি করার জন্য নোংরা প্রকৃতির শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলের মাধ্যমে বিভ্রান্ত ছড়িয়ে অরাজকতার সৃষ্টি করছেন।"

আরও পড়ুন :

  1. সুভাষ-সুকান্তের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য, ভাইরাল অডিয়ো ক্লিপ; অভিযুক্ত পদ্মেরই বিধায়ক
  2. আদিনা মসজিদ নাকি আদিনাথ মন্দির ? ভোটের মুখে নয়া তরজা মালদায়
  3. 'সিয়ারাম নেই, সীতা নেই ! ভয়ঙ্কর ফ্যাসিবাদ', রাম মন্দির প্রসঙ্গে মন্তব্য কৌশিক সেনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.