ETV Bharat / state

বেআইনি প্রোমোটিংয়ে প্রতিবাদ করায় দলের যুব নেতাকে মার তৃণমূল কাউন্সিলরের - TMC Councillor beats party leader

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 3:27 PM IST

Updated : Jul 16, 2024, 4:41 PM IST

TMC Councillor beats party leader: বেআইনি প্রোমোটিং ও অসামাজিক কাজের প্রতিবাদ করায় দলের যুব নেতা কেদার দাসকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে । এই ঘটনার তীব্র নিন্দা করেছে বিরোধীরা ৷

ETV BHARAT
দলের যুব নেতাকে মার তৃণমূল কাউন্সিলরের (নিজস্ব চিত্র)

কলকাতা, 16 জুলাই: খাস কলকাতায় এবার দলের যুব নেতাকেই বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে । তিনি কলকাতা পুরনিগমের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । অভিযোগ, বেআইনি প্রোমোটিং ও অসামাজিক কাজের প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কেদার দাসকে তিনি মারধর করেছেন ৷ এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা ।

সম্প্রতি বেহালা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, চার্চ ও নার্সিং কলেজে ঢুকে হুমকি দিচ্ছেন তাঁর অনুগামীরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর কলকাতার সিঁথি এলাকায় কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ঘনিষ্ঠ দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে স্থানীয় প্রোমোটারকে মারধর করার । এবার বেআইনি প্রোমোটিং ও নানা অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেসেরই যুব সভাপতি কেদার দাসকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে এলাকার একের পর এক বেআইনি প্রোমোটিং-সহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান যুব নেতা কেদার দাস । সেই ঘটনার খবর পেয়েই কাউন্সিলর সুনন্দা ঘোষ তাঁর দলবল নিয়ে হাজির হন ঘটনাস্থলে ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও আরও সাঙ্গোপাঙ্গোরা । যুব নেতার উদ্দেশে বিভিন্ন ধরনের কটূক্তি করার পাশাপাশি তাঁকে হুমকিও দিতে শুরু করেন সুনন্দা । উত্তপ্ত বাক্য বিনিময় থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা ৷

এরপরেই কাউন্সিলর চড়াও হন যুব নেতা কেদার দাসের উপর । ধাক্কাধাক্কি থেকে শুরু করে চড় ও ঘুসিও মারেন তিনি । তৃণমূলেরই দুই গোষ্ঠীর মুখোমুখি ঝামেলায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় । এই ঘটনার প্রেক্ষিতে আক্রান্ত কেদার দাস বটতলা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে । পালটা কাউন্সিলরও কলকাতা পুলিশের নর্থ ডিসি দফতরে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে ।

কেদার দাস জানান, "আমি এই সমস্ত বেআইনি নির্মাণ ও এলাকা জুড়ে চলা বেআইনি কর্মকাণ্ড ও এলাকায় সমাজবিরোধীদের আখড়া তৈরি হওয়া নিয়ে প্রতিবাদ করাতেই আমার উপর চড়াও হন আমাদের কাউন্সিলর সুনান্দা সরকার । এর আগেও আমার উপরে আক্রমণ করেছিলেন তিনি, মাস তিন-চার আগে । এই নিয়ে অভিযুক্ত কাউন্সিলর সুনন্দা সরকারের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

কলকাতা, 16 জুলাই: খাস কলকাতায় এবার দলের যুব নেতাকেই বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে । তিনি কলকাতা পুরনিগমের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । অভিযোগ, বেআইনি প্রোমোটিং ও অসামাজিক কাজের প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেসের যুব নেতা কেদার দাসকে তিনি মারধর করেছেন ৷ এই ঘটনায় নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা ।

সম্প্রতি বেহালা তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুদীপ পোল্লের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, চার্চ ও নার্সিং কলেজে ঢুকে হুমকি দিচ্ছেন তাঁর অনুগামীরা ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই উত্তর কলকাতার সিঁথি এলাকায় কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ ঘনিষ্ঠ দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ ওঠে স্থানীয় প্রোমোটারকে মারধর করার । এবার বেআইনি প্রোমোটিং ও নানা অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তৃণমূল কংগ্রেসেরই যুব সভাপতি কেদার দাসকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে এলাকার একের পর এক বেআইনি প্রোমোটিং-সহ বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান যুব নেতা কেদার দাস । সেই ঘটনার খবর পেয়েই কাউন্সিলর সুনন্দা ঘোষ তাঁর দলবল নিয়ে হাজির হন ঘটনাস্থলে ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্বামী ও আরও সাঙ্গোপাঙ্গোরা । যুব নেতার উদ্দেশে বিভিন্ন ধরনের কটূক্তি করার পাশাপাশি তাঁকে হুমকিও দিতে শুরু করেন সুনন্দা । উত্তপ্ত বাক্য বিনিময় থেকে দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা ৷

এরপরেই কাউন্সিলর চড়াও হন যুব নেতা কেদার দাসের উপর । ধাক্কাধাক্কি থেকে শুরু করে চড় ও ঘুসিও মারেন তিনি । তৃণমূলেরই দুই গোষ্ঠীর মুখোমুখি ঝামেলায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় । এই ঘটনার প্রেক্ষিতে আক্রান্ত কেদার দাস বটতলা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর ও তাঁর দলবলের বিরুদ্ধে । পালটা কাউন্সিলরও কলকাতা পুলিশের নর্থ ডিসি দফতরে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । এলাকায় উত্তেজনা থাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে ।

কেদার দাস জানান, "আমি এই সমস্ত বেআইনি নির্মাণ ও এলাকা জুড়ে চলা বেআইনি কর্মকাণ্ড ও এলাকায় সমাজবিরোধীদের আখড়া তৈরি হওয়া নিয়ে প্রতিবাদ করাতেই আমার উপর চড়াও হন আমাদের কাউন্সিলর সুনান্দা সরকার । এর আগেও আমার উপরে আক্রমণ করেছিলেন তিনি, মাস তিন-চার আগে । এই নিয়ে অভিযুক্ত কাউন্সিলর সুনন্দা সরকারের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

Last Updated : Jul 16, 2024, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.