বেলঘরিয়া, 4 জুলাই: যত কাণ্ড বেলঘরিয়ায়! ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে উত্তাল এলাকা ! এই ঘটনায় নাম জড়াল তৃণমূলের তারকা কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্যের । বেলঘরিয়ার নির্মাণ-ব্যবসায়ী অমিত কুমার সাহার কাছে টাকা চেয়ে তিনি হুমকি দেন বলে অভিযোগ। ব্যবসায়ীর অভিযোগ, দিনের পর দিন এই বেআইনি কাজ করে চলেছেন শাসকদলের ওই তারকা কাউন্সিলর। টাকা না দিলে তাঁর ব্যবসার ক্ষতি করা হবে বলেও শ্রীতমা তাঁকে হুমকি দিয়েছেন বলে জানান অভিযোগকারী । বাধ্য হয়ে লোক মারফত তিনি কাউন্সিলরের বাড়িতে টাকাও পাঠিয়েছিলেন বলে দাবি করেছেন ওই নির্মাণ-ব্যবসায়ী।
তবে, কাউন্সিলরের অনুপস্থিতিতে সেই টাকা শ্রীতমা'র মায়ের হাতে তুলে দেন ব্যবসায়ীর পরিচিতরা। টাকা দেওয়ার একটি ভিডিয়ো-ও সামনে এনেছেন ব্যবসায়ী অমিত কুমার সাহা। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। গোটা ঘটনার পিছনে চক্রান্ত রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য।
জানা গিয়েছে, কামারহাটি পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের শ্রীপল্লী এলাকার বাসিন্দা অমিত কুমার সাহা । এই ওয়ার্ডেরই আবার কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা। শ্রীপল্লী এলাকাতেই নির্মাণ ব্যবসা রয়েছে অমিতের। তাঁর আরও একটি পরিচয় রয়েছে, তিনি শাসকদলের নেতা। সেই সুবাদে পৌরসভার নির্বাচনে অমিত এই ওয়ার্ডের দলীয় প্রার্থী শ্রীতমা'র হয়ে প্রচারও করেছিলেন। পরবর্তীতে তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের সঙ্গে দুরত্ব তৈরি হয় তাঁর। সম্প্রতি সরকারি জমি জবরদখলের প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় একটি ক্লাবের সদস্যদের হাতে হেনস্থা হতে হয়েছিল 28 নম্বর ওয়ার্ডের এই তারকা কাউন্সিলরকে। সে সময় শ্রীতমার মূলত অভিযোগের তীর ছিল ক্লাবের সভাপতি তথা তৃণমূল নেতা অমিত কুমার সাহার দিকেই। সেই অমিতই এবার অভিনেত্রী-কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্যের বিরুদ্ধে টাকা চেয়ে হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগ আনলেন ।
অমিত কুমার সাহার দাবি, "শ্রীতমা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাঁর থেকে টাকা আদায়ের চেষ্টা করেছেন। টাকা না দেওয়ার কথা বললেই কাউন্সিলর ও তাঁর অনুগামীরা অফিসে এসে ব্যবসায় ক্ষতি করে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়ে যেতেন । কাউন্সিলরের বাড়িতে গিয়ে ওনার মা'কে টাকা দিয়ে আসার ভিডিয়ো আমার কাছে আছে । পুলিশ চাইলে সেই ভিডিয়ো জমা দেব । ওনার এভাবে বারবার টাকা চেয়ে হুমকি দেওয়ায় ভীতসন্ত্রস্ত হয়ে রয়েছি । বেলঘরিয়া থানায় অভিযোগ জানিয়েছি । আশা করছি, পুলিশ কোনও ব্যবস্থা নেবে ।"
এদিকে, ব্যবসায়ীর সমস্ত অভিযোগ নস্যাৎ করে শ্রীতমার পাল্টা দাবি, "উনি নিজেকে দলের কর্মী বলে দাবি করেন। তাই, পৌর নির্বাচনে ওনার সহযোগিতা চাওয়া হয়েছিল । এটা আমার টাকা নয়। উনি কেন বারবার বলছেন আমি টাকা চেয়ে হুমকি দিয়েছি, সেটাই বুঝতে পারছি না ! আসলে ওনার অন্যায় কাজের প্রতিবাদ করেছিলাম কিছুদিন আগে । সে কারণেই আমার বিরুদ্ধে এই চক্রান্ত করা হচ্ছে । পুলিশকে জানাব বিষয়টি ।"
প্রসঙ্গত, এর আগে টাকা চেয়ে হুমকি ফোন এসেছিল ব্যারাকপুরের একের পর এক ব্যবসায়ীর কাছে । সেই টাকা দিতে রাজি না হওয়ায় দিন কুড়ি আগে প্রকাশ্যে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয় বেলঘরিয়ার বিটি রোডে । সেই গুলি-কাণ্ড-সহ হুমকি ফোনের ঘটনায় নাম জড়িয়েছে বিহারের গ্যাংস্টার সুবোধ সিংয়ের । তবে, এবার বেলঘরিয়ায় ব্যবসায়ীকে হুমকি দিয়ে ফের টাকা চাওয়ার ঘটনায় নাম জড়াল শাসকদলের একজন তারকা জনপ্রতিনিধির ! এই অভিযোগকে ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজনীতির অন্দরে ।