ETV Bharat / state

তাপপ্রবাহের মাঝেই প্রচারে টেক্কা কীর্তি আজাদের, ক্লান্তি কাটাতে আশ্রয় গাছতলায় - Lok Sabha Election 2024

Kirti Azad: চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী তালিকায় একের পর এক চমক দেওয়া হয়েছে। সেই তালিকায় নজরকাড়া নাম কীর্তি আজাদ। বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হয়ে ইতিমধ্যেই নানা মন্তব্যে সংবাদ শিরোনামে এসেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্যান্য দলের প্রার্থীদের টেক্কা দিয়ে কীর্তি আজাদ গ্রামে গ্রামে চষে ফেলছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 5, 2024, 2:14 PM IST

Kirti Azad
Kirti Azad

দুর্গাপুর, 5 এপ্রিল: 40 ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার মাঝেই দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সামান্য ক্লান্ত হলেই গাছতলায় দলের কর্মীদের নিয়েই ক্ষণিকের বিশ্রাম নিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে গল্পও করছেন। প্রবল হিট ওয়েভকে উপেক্ষা করে এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের গ্রামে শহরে প্রচার।

শুক্রবার কাঁকসার বিদবিহারের জাঠগড়িয়ার মন্দিরে, মসজিদে গিয়ে এবং পদযাত্রা করে শুরু করেন। তারপর বিদবিহারের শিবপুর হয়ে বাসুদেবপুরে তৃণমূলের চার শহীদের মূর্তিতে মালা পরান। শহিদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাস্তায় গাড়ি থামিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এলাকার মানুষদের জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদনও করেন। তারপরেই কাঁকসার বনকাটির তেপান্তরে পৌঁছে যান। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, "নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টি মানুষ মানছে না। মমতা দিদির ওয়ারেন্টিকেই ভরসা করছেন। গরমকে উঅপেক্ষা করেই হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর সঙ্গে মিছিলে পা মেলাচ্ছেন। তৃণমূলের উন্নয়নকে তুলে ধরছেন।"

1983 বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ষাটোর্ধ্ব বয়সেও নিজের ফিটনেসকে বজায় রেখে মাইলের পর মাইল অবলীলায় হাঁটছেন ৷ এই তীব্র খরতাপকে উপেক্ষা করে গ্রামে গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে জনসংযোগ করছেন ৷ পুষ্পবৃষ্টি কিংবা ফুলের মালা গলায় পরিয়ে তাঁকে বরণ করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রার্থী নিজেই। এভাবেই প্রচারে আট থেকে আশি সকলের মন জয় করতে মরিয়া তিনবারের সাংসদ ও একবারের বিধায়ক। তবে প্রচারে অন্যান্য দলের প্রার্থীদের টেক্কা দিয়ে কীর্তি আজাদ গ্রামে গ্রামে চষে ফেলছেন ৷ এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন:

  1. আজাদের পালটা ব্যাট হাতে দিলীপও, বর্ধমান-দুর্গাপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার
  2. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  3. প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারামারি, কর্মীদের ‘কীর্তি’তে অসুস্থ আজাদ !

দুর্গাপুর, 5 এপ্রিল: 40 ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রার মাঝেই দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী। সামান্য ক্লান্ত হলেই গাছতলায় দলের কর্মীদের নিয়েই ক্ষণিকের বিশ্রাম নিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে গল্পও করছেন। প্রবল হিট ওয়েভকে উপেক্ষা করে এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের গ্রামে শহরে প্রচার।

শুক্রবার কাঁকসার বিদবিহারের জাঠগড়িয়ার মন্দিরে, মসজিদে গিয়ে এবং পদযাত্রা করে শুরু করেন। তারপর বিদবিহারের শিবপুর হয়ে বাসুদেবপুরে তৃণমূলের চার শহীদের মূর্তিতে মালা পরান। শহিদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাস্তায় গাড়ি থামিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। এলাকার মানুষদের জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদনও করেন। তারপরেই কাঁকসার বনকাটির তেপান্তরে পৌঁছে যান। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বলেন, "নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টি মানুষ মানছে না। মমতা দিদির ওয়ারেন্টিকেই ভরসা করছেন। গরমকে উঅপেক্ষা করেই হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর সঙ্গে মিছিলে পা মেলাচ্ছেন। তৃণমূলের উন্নয়নকে তুলে ধরছেন।"

1983 বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ষাটোর্ধ্ব বয়সেও নিজের ফিটনেসকে বজায় রেখে মাইলের পর মাইল অবলীলায় হাঁটছেন ৷ এই তীব্র খরতাপকে উপেক্ষা করে গ্রামে গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে জনসংযোগ করছেন ৷ পুষ্পবৃষ্টি কিংবা ফুলের মালা গলায় পরিয়ে তাঁকে বরণ করে নেওয়ায় উচ্ছ্বসিত প্রার্থী নিজেই। এভাবেই প্রচারে আট থেকে আশি সকলের মন জয় করতে মরিয়া তিনবারের সাংসদ ও একবারের বিধায়ক। তবে প্রচারে অন্যান্য দলের প্রার্থীদের টেক্কা দিয়ে কীর্তি আজাদ গ্রামে গ্রামে চষে ফেলছেন ৷ এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন:

  1. আজাদের পালটা ব্যাট হাতে দিলীপও, বর্ধমান-দুর্গাপুরে জমজমাট রবিবাসরীয় প্রচার
  2. মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ
  3. প্রার্থীর সামনেই দুই গোষ্ঠীর মারামারি, কর্মীদের ‘কীর্তি’তে অসুস্থ আজাদ !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.