ETV Bharat / state

দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন বন্ধু - THREE FRIENDS DROWNED

বুধবার ঘটনাটি ঘটেছে বুদবুদ থানা এলাকার রণডিহাতে ৷ তিনজনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

Three Friends Drowned
দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন বন্ধু (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 4, 2025 at 9:33 PM IST

2 Min Read

দুর্গাপুর, 4 জুন: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন বন্ধু ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার রণডিহায় ৷ যে তিনজন তলিয়ে গিয়েছে, তাদের নাম - সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারী ও অভিজিৎ গায়েন । বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তিনজনের কোনও হদিশ মেলেনি ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছে না, তারা পশ্চিম বর্ধমানের পানাগড়ের দু’নম্বর কলোনির বাসিন্দা ৷ আরও পাঁচ বন্ধুর সঙ্গে ওই তিনজন বুধবার দুপুরে বুদবুদের রণডিহায় এসেছিল ৷ তাদের প্রত্যেকেরই বয়স 16 থেকে 18 বছরের মধ্যে ৷

Three Friends Drowned
শোকার্ত পরিবার (নিজস্ব ছবি)

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটজনের মধ্যে সাতজন দামোদরে স্নান করতে নামে ৷ স্নানের সময় হঠাৎই তলিয়ে যায় তারা ৷ কোনোমতে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনকে উদ্ধার করা যায়নি ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বুদবুদ থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে আসে ৷ উদ্ধার কাজের জন্য ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ শুরু হয় তল্লাশি৷

এই নিয়ে আসানসোল-দুর্গাপুরের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, "তিনজন তলিয়ে গিয়েছে । তাদের খোঁজ চালানো হচ্ছে । রণডিহা ড্যামের গেট বন্ধ করা হয়েছে । বিপর্যয় মোকাবেলা দফতরকে খবর দেওয়া হয়েছে । তলিয়ে যাওয়ার কারণ নিয়েও তদন্ত শুরু হয়েছে ।"

Three Friends Drowned
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় (নিজস্ব ছবি)

পুলিশের অনুমান, যে বন্ধুটি স্নান করতে নামেনি এবং যে চারজনকে উদ্ধার করা গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে ঠিক কী ঘটেছিল ৷ এদিকে তিনজনের তলিয়ে যাওয়ার খবর পৌঁছাতেই পানাগড় দু’নম্বর কলোনি থেকে বহু মানুষ আসেন রণডিহায় ৷ ওই তিনজনের পরিজনরাও আসেন ৷ অনেককে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷

যদিও দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে ৷ পুলিশ ও প্রশাসনের তরফে বারবার এই সতর্কবার্তা দেওয়া হয় ৷ স্নানের সময় গভীরে না-যাওয়ার পরামর্শও দেওয়া হয় বারবার ৷ তার পরও অসতর্কতার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ ঠিক যেমন বুধবার ঘটল ৷

আরও পড়ুন -

  1. দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বাবা ও দুই ছেলে
  2. দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পড়ুয়া

দুর্গাপুর, 4 জুন: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন বন্ধু ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার রণডিহায় ৷ যে তিনজন তলিয়ে গিয়েছে, তাদের নাম - সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারী ও অভিজিৎ গায়েন । বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তিনজনের কোনও হদিশ মেলেনি ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছে না, তারা পশ্চিম বর্ধমানের পানাগড়ের দু’নম্বর কলোনির বাসিন্দা ৷ আরও পাঁচ বন্ধুর সঙ্গে ওই তিনজন বুধবার দুপুরে বুদবুদের রণডিহায় এসেছিল ৷ তাদের প্রত্যেকেরই বয়স 16 থেকে 18 বছরের মধ্যে ৷

Three Friends Drowned
শোকার্ত পরিবার (নিজস্ব ছবি)

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটজনের মধ্যে সাতজন দামোদরে স্নান করতে নামে ৷ স্নানের সময় হঠাৎই তলিয়ে যায় তারা ৷ কোনোমতে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনকে উদ্ধার করা যায়নি ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বুদবুদ থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে আসে ৷ উদ্ধার কাজের জন্য ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ শুরু হয় তল্লাশি৷

এই নিয়ে আসানসোল-দুর্গাপুরের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, "তিনজন তলিয়ে গিয়েছে । তাদের খোঁজ চালানো হচ্ছে । রণডিহা ড্যামের গেট বন্ধ করা হয়েছে । বিপর্যয় মোকাবেলা দফতরকে খবর দেওয়া হয়েছে । তলিয়ে যাওয়ার কারণ নিয়েও তদন্ত শুরু হয়েছে ।"

Three Friends Drowned
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় (নিজস্ব ছবি)

পুলিশের অনুমান, যে বন্ধুটি স্নান করতে নামেনি এবং যে চারজনকে উদ্ধার করা গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে ঠিক কী ঘটেছিল ৷ এদিকে তিনজনের তলিয়ে যাওয়ার খবর পৌঁছাতেই পানাগড় দু’নম্বর কলোনি থেকে বহু মানুষ আসেন রণডিহায় ৷ ওই তিনজনের পরিজনরাও আসেন ৷ অনেককে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷

যদিও দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে ৷ পুলিশ ও প্রশাসনের তরফে বারবার এই সতর্কবার্তা দেওয়া হয় ৷ স্নানের সময় গভীরে না-যাওয়ার পরামর্শও দেওয়া হয় বারবার ৷ তার পরও অসতর্কতার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ ঠিক যেমন বুধবার ঘটল ৷

আরও পড়ুন -

  1. দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেলেন বাবা ও দুই ছেলে
  2. দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন পড়ুয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.