দুর্গাপুর, 4 জুন: দামোদরে স্নান করতে নেমে তলিয়ে গেল তিন বন্ধু ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের বুদবুদ থানা এলাকার রণডিহায় ৷ যে তিনজন তলিয়ে গিয়েছে, তাদের নাম - সুরজিৎ বিশ্বাস, জিৎ অধিকারী ও অভিজিৎ গায়েন । বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয় ৷ তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই তিনজনের কোনও হদিশ মেলেনি ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে তিনজনের সন্ধান পাওয়া যাচ্ছে না, তারা পশ্চিম বর্ধমানের পানাগড়ের দু’নম্বর কলোনির বাসিন্দা ৷ আরও পাঁচ বন্ধুর সঙ্গে ওই তিনজন বুধবার দুপুরে বুদবুদের রণডিহায় এসেছিল ৷ তাদের প্রত্যেকেরই বয়স 16 থেকে 18 বছরের মধ্যে ৷

প্রত্যক্ষদর্শীদের দাবি, আটজনের মধ্যে সাতজন দামোদরে স্নান করতে নামে ৷ স্নানের সময় হঠাৎই তলিয়ে যায় তারা ৷ কোনোমতে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজনকে উদ্ধার করা যায়নি ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বুদবুদ থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে আসে ৷ উদ্ধার কাজের জন্য ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ৷ শুরু হয় তল্লাশি৷
এই নিয়ে আসানসোল-দুর্গাপুরের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল বলেন, "তিনজন তলিয়ে গিয়েছে । তাদের খোঁজ চালানো হচ্ছে । রণডিহা ড্যামের গেট বন্ধ করা হয়েছে । বিপর্যয় মোকাবেলা দফতরকে খবর দেওয়া হয়েছে । তলিয়ে যাওয়ার কারণ নিয়েও তদন্ত শুরু হয়েছে ।"

পুলিশের অনুমান, যে বন্ধুটি স্নান করতে নামেনি এবং যে চারজনকে উদ্ধার করা গিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যাবে ঠিক কী ঘটেছিল ৷ এদিকে তিনজনের তলিয়ে যাওয়ার খবর পৌঁছাতেই পানাগড় দু’নম্বর কলোনি থেকে বহু মানুষ আসেন রণডিহায় ৷ ওই তিনজনের পরিজনরাও আসেন ৷ অনেককে রীতিমতো কান্নায় ভেঙে পড়তে দেখা যায় ৷
যদিও দামোদরে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় ৷ প্রায়ই এই ধরনের ঘটনা ঘটে ৷ পুলিশ ও প্রশাসনের তরফে বারবার এই সতর্কবার্তা দেওয়া হয় ৷ স্নানের সময় গভীরে না-যাওয়ার পরামর্শও দেওয়া হয় বারবার ৷ তার পরও অসতর্কতার জেরে প্রায়ই দুর্ঘটনা ঘটে ৷ ঠিক যেমন বুধবার ঘটল ৷