কলকাতা, 16 মার্চ: টাকাপয়সা নিয়ে প্রথমে বচসা শুরু হয় । কিছুক্ষণের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়। তা থেকেই খুন শহরে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নিউ মার্কেট এলাকায়। স্থানীয়দের কথায়, 4-5 জনের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হয় ৷ তার মধ্যে এক ব্যক্তি অপর একজনকে ভারী কিছু দিয়ে আঘাত করে 'খুন' করে বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে । মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷
নিউ মার্কেটের মতো ব্যস্ত এলাকায় খুনের ঘটনার খবর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ খবর পেয়েই ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ ও লালবাজারের হোমিসাইড শাখার তদন্তকারীরা। সংজ্ঞাহীন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে ভারী কোনও বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে ৷ তারপরই ওই ব্যক্তি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, এদিন সন্ধ্যায় 4-5 জন ব্যক্তির মধ্যে দীর্ঘক্ষণ টাকা-পয়সা সংক্রান্ত লেনদেন নিয়ে অশান্তি চলছিল ৷ তখনই তাদের মধ্যে একজন অপর এক ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে আঘাত করে ৷ তারপরই সংজ্ঞাহীন ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি ৷ ঘটনাস্থলের অদূরেই নিউ মার্কেট থানা ৷ নিউমার্কেট থানার পুলিশ প্রথমে খবর দেয় হোমিসাইড শাখায়। এরপরেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আওতাধীন হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করেন। সেটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট এলেই তদন্ত আরও এগোবে ৷
নামপ্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ঘটনায় যে 3 জনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে ৷ পাশাপাশি তদন্তের স্বার্থে এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই ঠিক কী হয়েছিল, তা বোঝার চেষ্টা করছে পুলিশ ৷ ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছে পুলিশ।
আরও পড়ুন: