ETV Bharat / state

ঘর থেকে উদ্ধার শিশুকন্যা-সহ দম্পতির দেহ - Body Found Incident

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 10, 2024, 4:55 PM IST

Body Found in Baharampur: ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল দম্পতি ও এক শিশুকন্যার দেহ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বহরমপুর থানার সৈদাবাদ চুরাশিপাড়া এলাকায় ৷

Bodies Found
দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (ইটিভি ভারত)

বহরমপুর, 10 অগস্ট: একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বহরমপুরে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার সৈদাবাদ চুরাশিপাড়া এলাকায় ৷ চুরাশিপাড়ার একটি বাড়ি থেকে দম্পতি ও শিশুকন্যার দেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকালই দম্পতি পাঁচ বছরে শিশুকন্যা-সহ চুরাশিপাড়ার ওই বাড়িতে ভাড়া আসেন ৷ শনিবার দুপুরে ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুজয় মণ্ডল (28), তাঁর স্ত্রী শোভা মণ্ডল (23) ও আরাধ্যা মণ্ডলের (5) দেহ ৷

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ খুন না আত্মহত্যা জানার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অনুমান স্ত্রী ও শিশুকন্যাকে খুন করেই আত্মঘাতী হয়েছেন সুজয় মণ্ডল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভা মণ্ডলের স্বামী মারা যাওয়ার পর মাস চারেক আগে তাঁকে বিয়ে করেন সুজয় মণ্ডল ৷ আরাধ্যা মণ্ডল শোভা মণ্ডলের প্রথম পক্ষের স্বামীর সন্তান ৷ শুক্রবার দুপুরে চুরাশিপাড়ায় ঘর ভাড়া নিয়ে উঠে আসেন সুজয় মণ্ডল ৷

প্রতিবেশীরা সুজয় মণ্ডল সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না ৷ কী করতেন, কোথায় বাড়ি, কিছুই জানা ছিল না ৷ শনিবার অনেক বেলা পর্যন্ত ঘর বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশী ও বাড়ি মালিক বহরমপুর থানায় খবর দেন ৷

বহরমপুর থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখেন সুজয়ের দেহ ঝুলছে ৷ মেঝেয় পড়ে রয়েছে শোভা মণ্ডল ও আরাধ্যা মণ্ডলের নিথর দেহ ৷ তিন জনের মৃতদেহ দেখে চমকে ওঠেন প্রতিবেশীরা ৷ শোভা মণ্ডলের আত্মীয় সৌরভ মণ্ডল বলেন, "শোভা মণ্ডল আমার ভাইয়ের স্ত্রী ৷ ভাইয়ের মৃত্যুর পর ওই ছেলেকে বিয়ে করেছিল ৷ মেয়েটা, আমার ভাইয়ের ৷ ওই ছেলে সম্পর্কে আমরা কিছুই জানি না ৷"

বহরমপুর, 10 অগস্ট: একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বহরমপুরে ৷ শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার সৈদাবাদ চুরাশিপাড়া এলাকায় ৷ চুরাশিপাড়ার একটি বাড়ি থেকে দম্পতি ও শিশুকন্যার দেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকালই দম্পতি পাঁচ বছরে শিশুকন্যা-সহ চুরাশিপাড়ার ওই বাড়িতে ভাড়া আসেন ৷ শনিবার দুপুরে ওই বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুজয় মণ্ডল (28), তাঁর স্ত্রী শোভা মণ্ডল (23) ও আরাধ্যা মণ্ডলের (5) দেহ ৷

ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷ খুন না আত্মহত্যা জানার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ ৷ পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের অনুমান স্ত্রী ও শিশুকন্যাকে খুন করেই আত্মঘাতী হয়েছেন সুজয় মণ্ডল ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শোভা মণ্ডলের স্বামী মারা যাওয়ার পর মাস চারেক আগে তাঁকে বিয়ে করেন সুজয় মণ্ডল ৷ আরাধ্যা মণ্ডল শোভা মণ্ডলের প্রথম পক্ষের স্বামীর সন্তান ৷ শুক্রবার দুপুরে চুরাশিপাড়ায় ঘর ভাড়া নিয়ে উঠে আসেন সুজয় মণ্ডল ৷

প্রতিবেশীরা সুজয় মণ্ডল সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না ৷ কী করতেন, কোথায় বাড়ি, কিছুই জানা ছিল না ৷ শনিবার অনেক বেলা পর্যন্ত ঘর বন্ধ থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয় ৷ ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশী ও বাড়ি মালিক বহরমপুর থানায় খবর দেন ৷

বহরমপুর থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে দেখেন সুজয়ের দেহ ঝুলছে ৷ মেঝেয় পড়ে রয়েছে শোভা মণ্ডল ও আরাধ্যা মণ্ডলের নিথর দেহ ৷ তিন জনের মৃতদেহ দেখে চমকে ওঠেন প্রতিবেশীরা ৷ শোভা মণ্ডলের আত্মীয় সৌরভ মণ্ডল বলেন, "শোভা মণ্ডল আমার ভাইয়ের স্ত্রী ৷ ভাইয়ের মৃত্যুর পর ওই ছেলেকে বিয়ে করেছিল ৷ মেয়েটা, আমার ভাইয়ের ৷ ওই ছেলে সম্পর্কে আমরা কিছুই জানি না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.