ঘাটাল, 6 জুন: স্বামী না-থাকার সুযোগে এক বধির গৃহবধূকে গণধর্ষণ করে সিগারেটের ছ্যাঁকায় হাত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । তদন্ত নেমে তিন জনকে গ্রেফতার করে পুলিশ । জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা সকলেই শ্রমিক । কাজের সূত্রে ভাড়া থাকত । শনিবার তাদের ঘাটাল আদালতে তোলা হবে । বর্তমানে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ ।
নির্যাতিতার স্বামীর বয়ান অনুযায়ী, ঘাটাল শহর এলাকায় একটি বাড়িতে দম্পতি ভাড়া থাকেন । স্ত্রী কানে একদমই শুনতে পান না । সে কারণে অন্যদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বামী বছর পঞ্চাশের ওই মহিলাকে বাড়িতে রেখে বাইরে থেকে লক করে বাজারের দিকে গিয়েছিলেন । কিছুটা রাতে বাড়ি ফিরে এসে দেখেন, তাঁর স্ত্রী অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন । শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া রয়েছে । দ্রুত তাঁকে নিয়ে হাসপাতালে যান । সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরলে সব ঘটনা সামনে আসে ।
স্ত্রীকে জিজ্ঞাসা করতেই জানতে পারেন তিন যুবকের কুকীর্তির কথা । তাঁদের পাশেই ভাড়ায় থাকত ওই যুবকরা । তারাই একলা গৃহবধূকে পেয়ে গণধর্ষণ করেছে বলে জানান নির্যাতিতার স্বামী । যদিও এই বিষয়ে ঘাটালের এক পুলিশ আধিকারিক বলেন, "এই ঘটনায় তিন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর আমরা গ্রেফতার করেছি । শনিবার ধৃতদের ঘাটাল আদালতে তোলা হবে ।ওরা শ্রমিক হিসেবে এখানে অন্য জেলা থেকে এখানে ভাড়া এসেছিল । পুরো বিষয়টা তদন্ত শেষ না হলে আমরা কিছুই বলতে পারব না ।