ETV Bharat / state

এই রাজ্যপাল মানুষের কষ্ট দেখে উল্লসিত, অ-আ-ক-খ শিখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে: হিরণ - MURSHIDABAD VIOLENCE

রাজ্যের খারাপ পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস চিন্তিত নন, অভিযোগ খড়গপুরের বিধায়কের ৷ বাংলার সুদিন আনতে রাজ্যপালের অপসারণ দাবি হিরণের ৷

MURSHIDABAD VIOLENCE
খড়গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 13, 2025 at 1:39 PM IST

2 Min Read

মেদিনীপুর, 13 এপ্রিল: সুতি, ধুলিয়ান ও জঙ্গিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা খড়গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ৷ রাজ্যের মানুষের কষ্ট দেখে রাজ্যপাল উল্লসিত হচ্ছেন ৷ এমনই বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ সঙ্গে তাঁর কটাক্ষ, সেই কারণেই রাজ্যপাল অ-আ-ক-খ শিখতে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন ৷

মেদিনীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন খড়গপুরের বিধায়ক তথা কাউন্সিলর ৷ হিরণ কটাক্ষের সুরে বলেন, "বাংলার মানুষের যে আজকে এই দুঃখ-কষ্ট, তা দেখে উনি বোধহয় উল্লসিত হচ্ছেন ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে অ-আ শিখতে যাচ্ছেন ৷"

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা হিরণ চট্টোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত)

সেখানেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে তিনি বলেন, "রাজ্যে যিনি রাজ্যপাল তিনি কেরল নামে একটি রাজ্য থেকে এসেছেন ৷ তাঁর সময় নেই বাংলার মানুষের কষ্টের জন্য ৷ বাংলার মা-বোনেরা যে কাঁদছেন, বাংলার মা-বোনেদের ইজ্জত লুটিয়ে যাচ্ছে, বাংলার ভাই-বোনদের রক্ত বইছে, গরিব মানুষের ঘর জ্বলছে, সেদিকে তাকানোর সময় নেই ৷ বরং তিনি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে যাচ্ছেন অ-আ-ক-খ শিখতে ৷"

হিরণের অভিযোগ, বাংলার মানুষের কথা ভাবার সময় বর্তমান রাজ্যপালের নেই ৷ এ প্রসঙ্গে রাজ্যের পূর্ব রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রশংসা করেন হিরণ ৷ তিনি বলেন, "এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, জগদীপ ধনখড়, তিনি তবুও চেষ্টা করে গিয়েছেন বাংলার সুদিন ফিরিয়ে আনার ৷ বাংলার মানুষের কষ্টের কথা দিল্লিতে গিয়ে বলেছেন ৷ কিন্তু, এই রাজ্যপালের সেই সময় নেই ৷"

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি ও জঙ্গিপুরে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে ৷ সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় অভিযোগ করেছেন, ধুলিয়ানের প্রায় চারশোর বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন ৷ তাঁরা স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ৷ তাঁদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷

মেদিনীপুর, 13 এপ্রিল: সুতি, ধুলিয়ান ও জঙ্গিপুরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা খড়গপুরের বিজেপির বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের ৷ রাজ্যের মানুষের কষ্ট দেখে রাজ্যপাল উল্লসিত হচ্ছেন ৷ এমনই বিতর্কিত মন্তব্য করলেন তিনি ৷ সঙ্গে তাঁর কটাক্ষ, সেই কারণেই রাজ্যপাল অ-আ-ক-খ শিখতে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছেন ৷

মেদিনীপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন খড়গপুরের বিধায়ক তথা কাউন্সিলর ৷ হিরণ কটাক্ষের সুরে বলেন, "বাংলার মানুষের যে আজকে এই দুঃখ-কষ্ট, তা দেখে উনি বোধহয় উল্লসিত হচ্ছেন ৷ সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছে অ-আ শিখতে যাচ্ছেন ৷"

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা হিরণ চট্টোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত)

সেখানেই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিতে তিনি বলেন, "রাজ্যে যিনি রাজ্যপাল তিনি কেরল নামে একটি রাজ্য থেকে এসেছেন ৷ তাঁর সময় নেই বাংলার মানুষের কষ্টের জন্য ৷ বাংলার মা-বোনেরা যে কাঁদছেন, বাংলার মা-বোনেদের ইজ্জত লুটিয়ে যাচ্ছে, বাংলার ভাই-বোনদের রক্ত বইছে, গরিব মানুষের ঘর জ্বলছে, সেদিকে তাকানোর সময় নেই ৷ বরং তিনি মুখ্যমন্ত্রীর কাছে ছুটে যাচ্ছেন অ-আ-ক-খ শিখতে ৷"

হিরণের অভিযোগ, বাংলার মানুষের কথা ভাবার সময় বর্তমান রাজ্যপালের নেই ৷ এ প্রসঙ্গে রাজ্যের পূর্ব রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রশংসা করেন হিরণ ৷ তিনি বলেন, "এর আগে যিনি রাজ্যপাল ছিলেন, জগদীপ ধনখড়, তিনি তবুও চেষ্টা করে গিয়েছেন বাংলার সুদিন ফিরিয়ে আনার ৷ বাংলার মানুষের কষ্টের কথা দিল্লিতে গিয়ে বলেছেন ৷ কিন্তু, এই রাজ্যপালের সেই সময় নেই ৷"

উল্লেখ্য, ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ান, সুতি ও জঙ্গিপুরে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে ৷ সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ৷ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় অভিযোগ করেছেন, ধুলিয়ানের প্রায় চারশোর বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন ৷ তাঁরা স্থানীয় একটি স্কুলে আশ্রয় নিয়েছেন ৷ তাঁদের বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.