ETV Bharat / state

দুরন্ত এক্সপ্রেসে চুরির চেষ্টা, কোচেই ধরা পড়ল দুষ্কৃতী; উদ্ধার সব জিনিস - THIEF ARRESTED IN DURONTO EXPRESS

দুরন্ত এক্সপ্রেসে চুরির চেষ্টায় কোচেই ধরা পড়ল দুষ্কৃতী ৷ তৎপর টিকিট পরীক্ষকের তৎপরতায় উদ্ধার হল সব জিনিস ৷

Thief Arrested In Duronto Express
দুরন্ত এক্সপ্রেসে চুরির চেষ্টায় কোচেই ধরা পড়ল দুষ্কৃতী ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 14, 2025 at 7:55 AM IST

1 Min Read

কলকাতা, 14 এপ্রিল: চলন্ত ট্রেনে চুরি! কিন্তু, কোচেই ধরা পড়ল চোর। আর সেই চোর ধরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিয়ালদা রেল বিভাগের চিফ ইনস্পেক্টর অব টিকিটস (CIT) মানস অধিকারী। উদ্ধার হল চুরি যাওয়া মোবাইল, পার্স ও সোনার হার। ঘটনাটি ঘটেছে শিয়ালদাগামী দুরন্ত এক্সপ্রেসে (ট্রেন নম্বর 12260)।

রেল সূত্রে জানা গিয়েছে, 12 এপ্রিল দুরন্ত এক্সপ্রেসের B/10 কোচে, বার্থ নম্বর 05-এ যাত্রী ছিলেন স্বর্ণলতা জোশী (45)। এই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পার্স, মোবাইল ও সোনার হার ছিনতাই করে পালানোর চেষ্টা করে। যাত্রীর চিৎকার শুনে সঙ্গেই টিকিট পরীক্ষক সাড়া দেন এবং দুষ্কৃতীকে ধরে ফেলেন।

শিয়ালদা রেল বিভাগের চিফ ইনস্পেক্টর অব টিকিটস (CIT) দ্রুত পদক্ষেপ নেন। সহযাত্রী, কোচ অ্যাটেনডেন্ট ও চেকিং স্টাফদের সাহায্যে দুষ্কৃতীকে কোচের মধ্যেই আটকে রাখা হয়। ফলে পালানোর সুযোগ পায়নি ওই দুষ্কৃতী ৷ ফলে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে আবার মিসেস জোশীর হাতে ফিরিয়ে দেওয়া হয়।

ধৃত ব্যক্তিকে শিয়ালদা (SDAH)-এর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (GRP) হাতে তুলে দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় 12 এপ্রিলের GD নম্বর 568 অনুযায়ী মামলা রুজু হয়েছে। শিয়ালদা রেল বিভাগের ডিআরএম দীপক নিগম জানান, "একটি কার্যকর নেতৃত্ব এবং সচেতনতা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।" এত দ্রুত তাঁর হারানো পার্স, মোবাইল ও সোনার হার ফিরিয়ে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দুরন্ত এক্সপ্রেসের যাত্রী স্বর্ণলতা জোশী।

কলকাতা, 14 এপ্রিল: চলন্ত ট্রেনে চুরি! কিন্তু, কোচেই ধরা পড়ল চোর। আর সেই চোর ধরে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিয়ালদা রেল বিভাগের চিফ ইনস্পেক্টর অব টিকিটস (CIT) মানস অধিকারী। উদ্ধার হল চুরি যাওয়া মোবাইল, পার্স ও সোনার হার। ঘটনাটি ঘটেছে শিয়ালদাগামী দুরন্ত এক্সপ্রেসে (ট্রেন নম্বর 12260)।

রেল সূত্রে জানা গিয়েছে, 12 এপ্রিল দুরন্ত এক্সপ্রেসের B/10 কোচে, বার্থ নম্বর 05-এ যাত্রী ছিলেন স্বর্ণলতা জোশী (45)। এই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁর পার্স, মোবাইল ও সোনার হার ছিনতাই করে পালানোর চেষ্টা করে। যাত্রীর চিৎকার শুনে সঙ্গেই টিকিট পরীক্ষক সাড়া দেন এবং দুষ্কৃতীকে ধরে ফেলেন।

শিয়ালদা রেল বিভাগের চিফ ইনস্পেক্টর অব টিকিটস (CIT) দ্রুত পদক্ষেপ নেন। সহযাত্রী, কোচ অ্যাটেনডেন্ট ও চেকিং স্টাফদের সাহায্যে দুষ্কৃতীকে কোচের মধ্যেই আটকে রাখা হয়। ফলে পালানোর সুযোগ পায়নি ওই দুষ্কৃতী ৷ ফলে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করে আবার মিসেস জোশীর হাতে ফিরিয়ে দেওয়া হয়।

ধৃত ব্যক্তিকে শিয়ালদা (SDAH)-এর গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (GRP) হাতে তুলে দেওয়া হয়েছে। উক্ত ঘটনায় 12 এপ্রিলের GD নম্বর 568 অনুযায়ী মামলা রুজু হয়েছে। শিয়ালদা রেল বিভাগের ডিআরএম দীপক নিগম জানান, "একটি কার্যকর নেতৃত্ব এবং সচেতনতা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।" এত দ্রুত তাঁর হারানো পার্স, মোবাইল ও সোনার হার ফিরিয়ে দেওয়ার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দুরন্ত এক্সপ্রেসের যাত্রী স্বর্ণলতা জোশী।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.