ETV Bharat / state

নাট্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ'-এর বিরুদ্ধে বিক্ষোভ নাট্যকর্মীদের - Theater workers protest

Theater workers protest: নাট্য আকাদেমির সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ৷ আর সেই অভিযোগে, আজ আসানসোল রবীন্দ্র ভবনের নাটকের শোয়ের আগে তুমুল বিক্ষোভ দেখালেন একাংশ নাট্যকর্মী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2024, 9:20 PM IST

Theater workers protest
নাট্য অ্যাকাডেমির 'সিন্ডিকেট রাজ'-এর বিরুদ্ধে বিক্ষোভ নাট্যকর্মীদের (নিজস্ব চিত্র)

আসানসোল, 14 সেপ্টেম্বর: একদিকে যখন আরজি কর-কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড়, তখন রাজ্য নাট্য আকাদেমির সিন্ডিকেট রাজ নিয়ে বিক্ষোভে সামিল হলেন আসানসোলের একাংশের নাট্যকর্মীরা ৷ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে তাঁরা এই বিক্ষোভে সামিল হন ৷ দীর্ঘক্ষণ ধরে স্লোগান ও বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ নাট্যকর্মীদের অভিযোগ, সন্দীপ ঘোষদের মতো 'সিন্ডিকেড রাজ' নাট্য আকাদেমিও চলছে ৷ যাঁরা এই 'সিন্ডিকেটে' যুক্ত, তাঁরাই রাজ্য নাট্য আকাদেমির অনুদান থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন ৷

আরজি কর-কাণ্ড নিয়ে যখন মালদার একটি নাট্যদল রাজ্য আকাদেমির অনুদান ফিরিয়েছে ৷ ঠিক তখনই রাজ্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ' নিয়ে প্রতিবাদে সামিল হলেন আসানসোলের বেশ কিছু নাট্যকর্মী ৷ শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে একটি নাট্যোৎসব ছিল ৷ সেই নাট্য উৎসব চলাকালীন রবীন্দ্র ভবনের বাইরে একাংশ নাট্যকর্মী রাজ্য নাট্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ' নিয়ে বিক্ষোভে সামিল হন ৷ রবীন্দ্র ভবনের মূল দরজার বাইরে তাঁরা বিক্ষোভ দেখান ৷

রবীন্দ্র ভবনের নাটক দেখতে আসা দর্শকরা গেট দিয়ে যখন প্রেক্ষাগৃহে ঢোকেন, তখন সেই বিক্ষোভের মাঝখান দিয়ে তাঁদের ঢুকতে হয় ৷ নাট্যকর্মী অর্ণব মুখোপাধ্যায় বলেন, "আরজি করে যেমন সন্দীপ ঘোষদের সিন্ডিকেট চলত ৷ তেমনি রাজ্য নাট্য আকাদেমিতেও 'সিন্ডিকেট' চলছে ৷ আর এই 'সিন্ডিকেটে' যারা সামিল হয়েছে, তাঁরাই অনুদান, উপঢৌকন এবং পুরস্কার পান ৷ আমাদের দাবি সেই 'সিন্ডিকেট রাজ'কে ভাঙতে হবে ৷"

আরেক নাট্যকর্মী পলি ভট্টাচার্য বলেন, "আমরা প্রতিবাদে একটি প্রতীকী শিরদাঁড়ার মডেল নিয়ে আজকের এই বিক্ষোভ সামিল হয়েছি ৷ আমরা দেখতে পাচ্ছি নাট্ট আকাদেমির বহু মানুষের এই শিরদাঁড়াটি নেই ৷ আমাদের বিক্ষোভ শুধুমাত্র সেই খারাপ মানুষগুলির বিরুদ্ধে ৷ যাঁরা নিজেদের শিড়দাঁড়া খুঁজে পাচ্ছেন না ৷" দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভে চাঞ্চল্য ছড়ায় শহরে ৷ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যাতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না-হয় ৷

আসানসোল, 14 সেপ্টেম্বর: একদিকে যখন আরজি কর-কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড়, তখন রাজ্য নাট্য আকাদেমির সিন্ডিকেট রাজ নিয়ে বিক্ষোভে সামিল হলেন আসানসোলের একাংশের নাট্যকর্মীরা ৷ আসানসোল রবীন্দ্র ভবনের সামনে তাঁরা এই বিক্ষোভে সামিল হন ৷ দীর্ঘক্ষণ ধরে স্লোগান ও বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা ৷ নাট্যকর্মীদের অভিযোগ, সন্দীপ ঘোষদের মতো 'সিন্ডিকেড রাজ' নাট্য আকাদেমিও চলছে ৷ যাঁরা এই 'সিন্ডিকেটে' যুক্ত, তাঁরাই রাজ্য নাট্য আকাদেমির অনুদান থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা পাচ্ছেন ৷

আরজি কর-কাণ্ড নিয়ে যখন মালদার একটি নাট্যদল রাজ্য আকাদেমির অনুদান ফিরিয়েছে ৷ ঠিক তখনই রাজ্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ' নিয়ে প্রতিবাদে সামিল হলেন আসানসোলের বেশ কিছু নাট্যকর্মী ৷ শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে একটি নাট্যোৎসব ছিল ৷ সেই নাট্য উৎসব চলাকালীন রবীন্দ্র ভবনের বাইরে একাংশ নাট্যকর্মী রাজ্য নাট্য আকাদেমির 'সিন্ডিকেট রাজ' নিয়ে বিক্ষোভে সামিল হন ৷ রবীন্দ্র ভবনের মূল দরজার বাইরে তাঁরা বিক্ষোভ দেখান ৷

রবীন্দ্র ভবনের নাটক দেখতে আসা দর্শকরা গেট দিয়ে যখন প্রেক্ষাগৃহে ঢোকেন, তখন সেই বিক্ষোভের মাঝখান দিয়ে তাঁদের ঢুকতে হয় ৷ নাট্যকর্মী অর্ণব মুখোপাধ্যায় বলেন, "আরজি করে যেমন সন্দীপ ঘোষদের সিন্ডিকেট চলত ৷ তেমনি রাজ্য নাট্য আকাদেমিতেও 'সিন্ডিকেট' চলছে ৷ আর এই 'সিন্ডিকেটে' যারা সামিল হয়েছে, তাঁরাই অনুদান, উপঢৌকন এবং পুরস্কার পান ৷ আমাদের দাবি সেই 'সিন্ডিকেট রাজ'কে ভাঙতে হবে ৷"

আরেক নাট্যকর্মী পলি ভট্টাচার্য বলেন, "আমরা প্রতিবাদে একটি প্রতীকী শিরদাঁড়ার মডেল নিয়ে আজকের এই বিক্ষোভ সামিল হয়েছি ৷ আমরা দেখতে পাচ্ছি নাট্ট আকাদেমির বহু মানুষের এই শিরদাঁড়াটি নেই ৷ আমাদের বিক্ষোভ শুধুমাত্র সেই খারাপ মানুষগুলির বিরুদ্ধে ৷ যাঁরা নিজেদের শিড়দাঁড়া খুঁজে পাচ্ছেন না ৷" দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভে চাঞ্চল্য ছড়ায় শহরে ৷ বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ যাতে আইনশৃঙ্খলার কোনও অবনতি না-হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.