শিলিগুড়ি, 20 মার্চ: শ্রমিকদের থাকার জন্য চা বাগানের পাঁচ ডেসিমেল জমি বরাদ্দ করেছে প্রশাসন। তাছাড়া 30 শতাংশ জমিতে 'টি ট্যুরিজম' হবে বলেও সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন শ্রমিকরা। নিজেদের দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেয় চা বাগান শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট অ্যাকশন কমিটি। এই দুটি দাবির পাশাপাশি চা বাগানের শ্রমিকদের বকেয়া বোনাস, ন্যুনতম মজুরি মেটানোর কথাও বলা হয়েছে।
বৃহস্পতিবার চা শ্রমিকরা প্রথমে শিলিগুড়ির জলপাইমোড়ে জড়ো হতে শুরু করেন। তারপরে সেখান থেকে একটি বিশাল মিছিল আয়োজন করা হয়। মিছিল রাজ্যের উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যা অভিমুখে যায়। বিক্ষোভ মিছিলকে আটকাতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। তিনবাত্তি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের উত্তরকন্যা যাওয়ার আগে তিনবাত্তি মোড়েই আটকে দেওয়া হয়। তারপর এক প্রতিনিধি দল গিয়ে উত্তরকন্যায় স্মারকলিপি প্রদান করে শ্রমিকদের সমস্যা তুলে ধরে।
এই বিষয়ে জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে বন্দনা রাই বলেন, "চা বাগানের 30 শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। পাশাপাশি চা বাগানের শ্রমিকদের জমির অধিকার ক্ষুন্ন করে তাদের মাত্র পাঁচ ডেসিমেল জমির উপর থাকতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে রাজ্য সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।" অন্যদিকে, বিনয় মুর্মু বলেন, "আমাদের ন্যুনতম মজুরি এখনও নির্ধারণ করা হয়নি। একাধিকবার ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে । তার সবগুলিই নিস্ফলা। আমরা চাই অবিলম্বে চা বাগানের শ্রমিকদের সমস্যার সমাধান করা হোক।"