ETV Bharat / state

19 কোটি তোলা চাওয়া হয়েছে ! কুন্তলের অভিযোগে কী জবাব তাপসের - TAPAS REACTS ON KUNTAL CLAIM

তাঁর কাছে 19 কোটি টাকা তোলা চাওয়া হয়েছে ! কুন্তল ঘোষের এই অভিযোগের জবাব দিয়ে তাপস মণ্ডল টেনে আনলেন কুন্তলের আগের বিলাসবহুল জীবনের কথা ৷

ETV BHARAT
কুন্তল ঘোষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 24, 2025 at 6:17 PM IST

2 Min Read

কলকাতা, 24 মার্চ: তাপস মণ্ডলের নাম করে তাঁর কাছে নাকি 19 কোটি টাকা তোলা চেয়েছিলেন দুই ব্যক্তি ৷ এমনই দাবি করেছিলেন কুন্তল ঘোষ ৷ সে প্রসঙ্গে এবার আদালত চত্বরেই মুখ খুললেন তাপস মণ্ডল ।

সোমবার কলকাতার বিচারভবনে উপস্থিত ছিলেন তিনি । কুন্তলের গত দিনের দাবি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তাপস বলেন, "কুন্তলকে কেউ হুমকি দিয়েছেন বলে আমার তো বিশ্বাস হয় না । আসলে নিরাপত্তারক্ষী পাওয়ার জন্য ও এই নাটক করছে । আমাকে ভয় পায় বলেই আমার নাম জড়াচ্ছে এর সঙ্গে ।"

গত 20 মার্চ, বৃহস্পতিবার কলকাতায় ইডির বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার শুনানি চলছিল । কুন্তল ঘোষের দাবি, সেই সময় এজলাসের বাইরে দুই ব্যক্তি তাঁকে ডাকেন । তিনি ওই দুই ব্যক্তির কাছে গেলে তাঁরা নিজেদের নাকি তাপস মণ্ডলের লোক বলে পরিচয় দেন । তাঁরা এরপর তাঁর থেকে 19 কোটি টাকা চেয়েছেন বলে দাবি করেছেন কুন্তল । তিনি বলেন, এতে তিনি ভয় পেয়ে যান ওবং গোটা বিষয়টি তুলে ধরেন ।

বিচারক তাঁকে বলেন, তিনি যেন বাইরে না যান । গোটা ঘটনায় কুন্তলের তরফ থেকে সংশ্লিষ্ট আদালতের ইনস্পেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পরে সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় । প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তাপস মণ্ডলের যোগসাজশের কথা জানার পর তাঁকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । বর্তমানে তাপস জামিনে মুক্ত ।

কুন্তলের নয়া অভিযোগের প্রেক্ষিতে এদিন তাপস মণ্ডল বলেন, "কুন্তল আগে বিলাসবহুল জীবনযাপন করত । তার সঙ্গে থাকতো নীলবাতি গাড়ি, একাধিক বাউন্সার, সিকিউরিটি । বর্তমানে সেগুলো আর কিছুই নেই । ফলে আগের সেই অবস্থা ফিরে পাওয়ার জন্য তাঁর নাম ব্যবহার করা হচ্ছে ।"
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিভিন্ন আধিকারিকদের গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

কলকাতা, 24 মার্চ: তাপস মণ্ডলের নাম করে তাঁর কাছে নাকি 19 কোটি টাকা তোলা চেয়েছিলেন দুই ব্যক্তি ৷ এমনই দাবি করেছিলেন কুন্তল ঘোষ ৷ সে প্রসঙ্গে এবার আদালত চত্বরেই মুখ খুললেন তাপস মণ্ডল ।

সোমবার কলকাতার বিচারভবনে উপস্থিত ছিলেন তিনি । কুন্তলের গত দিনের দাবি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তাপস বলেন, "কুন্তলকে কেউ হুমকি দিয়েছেন বলে আমার তো বিশ্বাস হয় না । আসলে নিরাপত্তারক্ষী পাওয়ার জন্য ও এই নাটক করছে । আমাকে ভয় পায় বলেই আমার নাম জড়াচ্ছে এর সঙ্গে ।"

গত 20 মার্চ, বৃহস্পতিবার কলকাতায় ইডির বিশেষ আদালতে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার শুনানি চলছিল । কুন্তল ঘোষের দাবি, সেই সময় এজলাসের বাইরে দুই ব্যক্তি তাঁকে ডাকেন । তিনি ওই দুই ব্যক্তির কাছে গেলে তাঁরা নিজেদের নাকি তাপস মণ্ডলের লোক বলে পরিচয় দেন । তাঁরা এরপর তাঁর থেকে 19 কোটি টাকা চেয়েছেন বলে দাবি করেছেন কুন্তল । তিনি বলেন, এতে তিনি ভয় পেয়ে যান ওবং গোটা বিষয়টি তুলে ধরেন ।

বিচারক তাঁকে বলেন, তিনি যেন বাইরে না যান । গোটা ঘটনায় কুন্তলের তরফ থেকে সংশ্লিষ্ট আদালতের ইনস্পেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় । পরে সেই অভিযোগ পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় । প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তাপস মণ্ডলের যোগসাজশের কথা জানার পর তাঁকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । বর্তমানে তাপস জামিনে মুক্ত ।

কুন্তলের নয়া অভিযোগের প্রেক্ষিতে এদিন তাপস মণ্ডল বলেন, "কুন্তল আগে বিলাসবহুল জীবনযাপন করত । তার সঙ্গে থাকতো নীলবাতি গাড়ি, একাধিক বাউন্সার, সিকিউরিটি । বর্তমানে সেগুলো আর কিছুই নেই । ফলে আগের সেই অবস্থা ফিরে পাওয়ার জন্য তাঁর নাম ব্যবহার করা হচ্ছে ।"
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিভিন্ন আধিকারিকদের গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.