ETV Bharat / state

মিষ্টি রাজনীতি ! কামড় দেবেন নাকি সিপিআইএম-কংগ্রেস-তৃণমূল ও বিজেপিতে ? - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 21, 2024, 10:08 PM IST

Politics in Sweet: ভোটের আবহে লাল-সবুজ-গেরুয়া ইত্যাদি যাতেই কামড় দেবেন স্বাদ একই ৷ তবে এর স্বাদ নিতে হলে যেতে হবে সুদূর মেদিনীপুর ৷

Election Effect on Sweet
ভোটের বাজারে মিষ্টিতে রাজনৈতিক ছোঁয়া (নিজস্ব ছবি)
ভোটের বাজারে মেদিনীপুরে বিকোচ্ছে এই বিশেষ সন্দেশ (নিজস্ব ভিডিয়ো)

মেদিনীপুর, 21 মে: ভোটের প্রভাব মিষ্টিতে ৷ চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় শেষ পর্যায় ৷ ফলাফল প্রকাশের আর দু'সপ্তাহও বাকি নেই ৷ দু'দফার নির্বাচন বাকি থাকতেই মেদিনীপুরের বাজারে এসে গেল দলীয় মিষ্টি ৷ অর্থাৎ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া সন্দেশ ৷ সিপিএম-তৃণমূল-কংগ্রেস বা বিজেপি, যে দলেরই হোক না কেন কামড় দিলে মিষ্টি ৷

মেদিনীপুর শহরের এক মিষ্টির দোকান এই ধরনের সন্দেশ বানাচ্ছে ৷ যা দেখতে এবং কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি মেদিনীপুরের সাধারণ মানুষজন । এই সন্দেশ যেমন তৃণমূলের জোড়া ফুল এবং ঘাস শোভা পাচ্ছে, তেমনিই শোভা পাচ্ছে সিপিএমের কাস্তে হাতুড়ি । অন্যদিকে, হাত ও পদ্মফুলের ছাপ দেওয়া সন্দেশও মিলছে ৷ ফলপ্রকাশের আগেই বেশ ভালোই জনপ্রিয় হয়েছে এই মিষ্টি ৷ যদিও এই সন্দেশের প্রতি পিসের দাম ধরা হয়েছে 15 থেকে 20 টাকা । রাজনীতি কর্মী-সমর্থকরা তো বটেই, অনেকে আবার অন্যদের উপহার হিসেবেও সেই সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন ৷

এই ধরনের সন্দেশ বানানোর পরিকল্পনা দুই বোন মেঘাশ্রী ও শিল্পাশ্রীর । বাবার মৃত্যুর পর মিষ্টির দোকান চালানোর দায়িত্ব এসে পড়ে তাঁদের উপর ৷ তাঁদের কথায়, "এই ভোটের সময় ভেবেছিলাম একদম নিত্যনতুন কিছু বানাব ৷ আর সেই ভাবনা থেকেই এই সন্দেশ তৈরি করা । আমরা কোনও রাজনৈতিক দলকে বাদ দিইনি । জনগণের মধ্যে রাজনৈতিক ভাবনা-চিন্তা বৃদ্ধি করতেই এই সন্দেশ তৈরি করা । যা কিনতে ভিড় জমাচ্ছেন অনেকেই ।"

আরও পড়ুন :

ভোটের বাজারে মেদিনীপুরে বিকোচ্ছে এই বিশেষ সন্দেশ (নিজস্ব ভিডিয়ো)

মেদিনীপুর, 21 মে: ভোটের প্রভাব মিষ্টিতে ৷ চব্বিশের লোকসভা নির্বাচন প্রায় শেষ পর্যায় ৷ ফলাফল প্রকাশের আর দু'সপ্তাহও বাকি নেই ৷ দু'দফার নির্বাচন বাকি থাকতেই মেদিনীপুরের বাজারে এসে গেল দলীয় মিষ্টি ৷ অর্থাৎ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক দেওয়া সন্দেশ ৷ সিপিএম-তৃণমূল-কংগ্রেস বা বিজেপি, যে দলেরই হোক না কেন কামড় দিলে মিষ্টি ৷

মেদিনীপুর শহরের এক মিষ্টির দোকান এই ধরনের সন্দেশ বানাচ্ছে ৷ যা দেখতে এবং কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি মেদিনীপুরের সাধারণ মানুষজন । এই সন্দেশ যেমন তৃণমূলের জোড়া ফুল এবং ঘাস শোভা পাচ্ছে, তেমনিই শোভা পাচ্ছে সিপিএমের কাস্তে হাতুড়ি । অন্যদিকে, হাত ও পদ্মফুলের ছাপ দেওয়া সন্দেশও মিলছে ৷ ফলপ্রকাশের আগেই বেশ ভালোই জনপ্রিয় হয়েছে এই মিষ্টি ৷ যদিও এই সন্দেশের প্রতি পিসের দাম ধরা হয়েছে 15 থেকে 20 টাকা । রাজনীতি কর্মী-সমর্থকরা তো বটেই, অনেকে আবার অন্যদের উপহার হিসেবেও সেই সন্দেশ কিনে নিয়ে যাচ্ছেন ৷

এই ধরনের সন্দেশ বানানোর পরিকল্পনা দুই বোন মেঘাশ্রী ও শিল্পাশ্রীর । বাবার মৃত্যুর পর মিষ্টির দোকান চালানোর দায়িত্ব এসে পড়ে তাঁদের উপর ৷ তাঁদের কথায়, "এই ভোটের সময় ভেবেছিলাম একদম নিত্যনতুন কিছু বানাব ৷ আর সেই ভাবনা থেকেই এই সন্দেশ তৈরি করা । আমরা কোনও রাজনৈতিক দলকে বাদ দিইনি । জনগণের মধ্যে রাজনৈতিক ভাবনা-চিন্তা বৃদ্ধি করতেই এই সন্দেশ তৈরি করা । যা কিনতে ভিড় জমাচ্ছেন অনেকেই ।"

আরও পড়ুন :

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.