রিষড়া, 15 মে: পাকিস্তানে আটক হওয়া বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ দেশে ফিরতেই খুশি আবহ রিষড়ায় । 20 দিন পর ছাড়া পেয়েছেন পাক রেঞ্জার্সের হাতে আটকে থাকা জওয়ান । বুধবার সকালে এই খবর পেয়ে উচ্ছ্বসিত পরিবার ৷ এদিন সন্ধ্যাবেলায় জওয়ানের বাড়িতে হাজির হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ফুলের মালা ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান পূর্ণমের পরিবারকে । শুভেন্দুর দাবি, দেশের প্রধানমন্ত্রীর নাম যখন নরেন্দ্র মোদি তখন সব কিছুই সম্ভব । জওয়ানের স্ত্রী রজনী সাউয়ের বক্তব্য, মোদি যতদিন দেশের প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশের সমস্ত সেনারা সুরক্ষিত থাকবে ।
এদিন শুভেন্দু অধিকারী রিষড়ায় পূর্ণমের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দেশাত্মবোধক গান ও স্লোগান দেওয়া হয় । সেখানে সামিল হন জওয়ানের স্ত্রী রজনী থেকে বাবা-মা সকলেই । শুভেন্দু মিষ্টি নিয়ে এসে পূর্ণমের বাবা ও তার পরিবারের সকলকে খাওয়ান । বিরোধী দলনেতার সঙ্গে এদিন জওয়ানের বাড়িতে গিয়েছিলেন অর্জুন সিং ৷
শুভেন্দু অধিকারীর বক্তব্য :
পূর্ণম ফিরে আসার বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, "আমরা যেমন দুর্গাপুজো, হনুমান জয়ন্তী ও রামনবমী করি ; সেরকমই আজকেও আমাদের একটা উৎসবের দিন । বাড়ির লোক দুশ্চিন্তায় থাকবেন কারণ একটা তরতাজা যুবক পাকিস্তানের সেনার হাতে বন্দি ছিল ৷ কিন্তু তারা যার কাছে ভরসা করেছেন তার নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আমরা এই পরিবারে সঙ্গে যোগাযোগ রেখেছিলাম কিন্তু কোনও চিফ পাবলিসিটি করিনি ।"
মমতার ফোন প্রসঙ্গে শুভেন্দু :
মুখ্যমন্ত্রী জওয়ানের পরিবারকে ফোন করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, "যে কোনও লোক ফোন করতে পারে ৷ এটা নিয়ে মন্তব্য করার কিছু নেই । কিন্তু যাকে তাঁরা ভরসা করেছিলেন তার নাম নরেন্দ্র মোদি । সেটা তার পরিবারই বলে দিয়েছে । তার পরিবার অনেক স্টেডি আছে । পূর্ণমের বাবা বলেছেন, তাঁর পুত্রবধূ স্টেট ব্যাঙ্কে চাকরি ছেড়ে দিয়ে পূর্ণমকে বিয়ে করেছিলেন । সুতরাং, চাকরি টাকরির লোভ যেন কেউ কাউকে না দেখায় ।" যদিও পূর্ণমের ফেরার ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি শুভেন্দু ।
পূর্ণমের স্ত্রী রজনীর বক্তব্য :
বিরোধী দলনেতার বাড়িতে আসা প্রসঙ্গে স্ত্রী রজনী সাউ বলেন, "সবাইকে অনেক ধন্যবাদ । সবাই পাশে আছে । আজ স্বামীর সঙ্গে কোনও কথা হয়নি । উনার ফোন ওনার কাছে নেই । অন্য কারোর ফোন ব্যবহার করা যায় না । স্বামীর ফেরার ব্যাপারে কিছু কথা হয়নি । আরও সময় লাগবে ।"