শিলিগুড়ি, 15 জুন: "রাজ্যপালকে নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করা উচিত ৷ বাংলায় সাংবিধানিক অধিকারের অবক্ষয় হয়েছে", শনিবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চট্টোপাধ্যায়-সহ অন্যরা।
তিনি আরও বলেন, "রাজ্যে 90টি বিধানসভায় বিজেপি এগিয়ে। 140টি বিধানসভায় বিজেপি 40 শতাংশ ভোট পেয়েছে। এসব বেছে বেছে করছে তৃণমূল। নির্বাচনে প্রহসন করেছে। 18 রাউন্ড পর্যন্ত এগিয়ে ছিলেন নিশীথ প্রামাণিক। 19 ও 20তম রাউন্ডে তাঁকে হারিয়ে দেয়। আর হারান জেলাশাসক অরবিন্দ মিনা। কাউন্টিং এজেন্টদের গ্রেফতার করানো হয়েছে। এটা জনতার রায় নয়। এটা পুলিশ, প্রশাসন এবং আইপ্যাকের মিলিত রায়।"
কোচবিহারে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে তুলোধনা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "সংবাদ শিরোনামে থাকার জন্য তিনি এসব বলেন। সংকীর্ণ নিম্ন মানসিকতায় এসব করেন।" পাশাপাশি ভোট পরবর্তী হিংসা নিয়ে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস ইচ্ছা করে এসব করছে। পরের নির্বাচনে বিরোধীদের শেষ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপি রাজ্যে 22টি আসন পায়নি ঠিকই, কিন্তু 39 শতাংশ বিজেপি ভোট পেয়েছে।"
এদিন কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে প্রথমে ধূপগুড়ি এবং তারপর কোচবিহারে যান তিনি ৷ বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে ভোট পররর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করেন শুভেন্দু ৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে শুক্রবার রাজ্যপালের কাছেও আক্রান্তদের নিয়ে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তাঁকে আটকে দেয় রাজ্য পুলিশ। ওই ঘটনার পর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কারণ তলব করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।