ETV Bharat / state

'আমি ডায়মন্ড হারবারের নির্বাচন মানি না', ইলেকশন পিটিশনের হুঁশিয়ারি শুভেন্দুর - Suvendu Adhikari

Suvendu Adhikari: ডায়মন্ড হারবারের নির্বাচন মানেন না বলে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ৷ এমনকী এই বিষয়ে ইলেকশন পিটিশন দায়ের করারও হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 20, 2024, 3:45 PM IST

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী (এক্স হ্যান্ডেল)

কলকাতা, 20 জুন: ডায়মন্ড হারবারের নির্বাচন তিনি মানেন না। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে তিনি এও বলেন, "একজনও যদি ডায়মন্ড হারবারের নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করেন, তাহলে আমি তাঁকে সাহায্য করব।"

বৃহস্পতিবার কলকাতায় রেড রডে বিজেপির তরফে 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন করা হয় ৷ আর সেই উপলক্ষ্যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য বিধানসভাতেও দলের বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি ৷ ডায়মন্ড হারবার থেকে এবার প্রায় সাড়ে 9 লক্ষ ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে হারান তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট লুট হয়েছে। সব বুথে ওয়েব ক্যামরাগুলিকে ঘুরিয়ে রাখা হয়েছিল।"

শুভেন্দু আরও বলেন, "ইভিএমে স্টিকার লাগিয়ে রাখা গিয়েছিল। ডায়মন্ড হারবারের নির্বাচন সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে।" এটা আইনি লড়াইতে প্রমাণিত হবে বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর দাবি, কেউ যদি ডায়মন্ড হারবার নিয়ে ইলেকশন পিটিশন করেন তাহলে তিনি নিজে তাঁর পাশে থেকে আইনি লড়াইয়ে সহায়তা করবেন ৷ তাঁর কথায়, "রাজ্যের মানুষ আর ডায়মন্ড হারবার মডেল দেখতে চায় না। এমনকী নির্বাচন কমিশনও এটা মেনে নিতে পারেনি।"

অন্যদিকে, কলকাতা হাইকোর্ট রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্না কর্মসূচি বাতিল করে বিকল্প জায়গা খুজতে নির্দেশ দিয়েছে ৷ সেই বিষয়ে এদিন শুভেন্দু জানান, তাঁর উদ্দেশ্য সফল হয়েছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, "ভাইপো রাজভবনের সামনে বেআইনি ধর্না দিয়েছিলেন। যে অত্যাচার চলছে তা বন্ধ করার এক মাত্র পথ হল গণ আন্দোলন।" তাঁর আইনজীবী আগামিকাল শুক্রবার আদালতে রেড রোডের পরিবর্তে অন্য জায়গার নাম জমা দেবেন যেখানে ধর্না হতে পারে বলেও জানান শুভেন্দু।

কলকাতা, 20 জুন: ডায়মন্ড হারবারের নির্বাচন তিনি মানেন না। পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একই সঙ্গে তিনি এও বলেন, "একজনও যদি ডায়মন্ড হারবারের নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন পিটিশন করেন, তাহলে আমি তাঁকে সাহায্য করব।"

বৃহস্পতিবার কলকাতায় রেড রডে বিজেপির তরফে 'পশ্চিমবঙ্গ দিবস' উদযাপন করা হয় ৷ আর সেই উপলক্ষ্যে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর রাজ্য বিধানসভাতেও দলের বিধায়কদের নিয়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন শুভেন্দু অধিকারী। আর সেখানেই সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের ভোট নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি ৷ ডায়মন্ড হারবার থেকে এবার প্রায় সাড়ে 9 লক্ষ ভোটে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে হারান তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "ডায়মন্ড হারবার কেন্দ্রে ভোট লুট হয়েছে। সব বুথে ওয়েব ক্যামরাগুলিকে ঘুরিয়ে রাখা হয়েছিল।"

শুভেন্দু আরও বলেন, "ইভিএমে স্টিকার লাগিয়ে রাখা গিয়েছিল। ডায়মন্ড হারবারের নির্বাচন সম্পূর্ণ অবৈধভাবে হয়েছে।" এটা আইনি লড়াইতে প্রমাণিত হবে বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর দাবি, কেউ যদি ডায়মন্ড হারবার নিয়ে ইলেকশন পিটিশন করেন তাহলে তিনি নিজে তাঁর পাশে থেকে আইনি লড়াইয়ে সহায়তা করবেন ৷ তাঁর কথায়, "রাজ্যের মানুষ আর ডায়মন্ড হারবার মডেল দেখতে চায় না। এমনকী নির্বাচন কমিশনও এটা মেনে নিতে পারেনি।"

অন্যদিকে, কলকাতা হাইকোর্ট রাজভবনের সামনে শুভেন্দু অধিকারীর ধর্না কর্মসূচি বাতিল করে বিকল্প জায়গা খুজতে নির্দেশ দিয়েছে ৷ সেই বিষয়ে এদিন শুভেন্দু জানান, তাঁর উদ্দেশ্য সফল হয়েছে। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বিরোধী দলনেতা বলেন, "ভাইপো রাজভবনের সামনে বেআইনি ধর্না দিয়েছিলেন। যে অত্যাচার চলছে তা বন্ধ করার এক মাত্র পথ হল গণ আন্দোলন।" তাঁর আইনজীবী আগামিকাল শুক্রবার আদালতে রেড রোডের পরিবর্তে অন্য জায়গার নাম জমা দেবেন যেখানে ধর্না হতে পারে বলেও জানান শুভেন্দু।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.