বোলপুর, 9 জুন: অনুব্রতকে গ্রেফতার-সহ কাজল শেখের ফোন বাজেয়াপ্ত করার দাবিতে বোলপুরে 'নারী সম্মান যাত্রা' করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবারের এই পদযাত্রা থেকে আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ মামলা সিবিআইকে হস্তান্তর করার দাবিও তুললেন তিনি । অনুব্রতর গড় বোলপুর থেকে 26-এর বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের ডাক দিলেন বিরোধী দলনেতা ।
এদিন, বোলপুর লজের মোড় থেকে 'নারী সম্মান যাত্রা'য় বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দলের বীরভূম দুই সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব ৷ বোলপুর চৌরাস্তা পর্যন্ত কয়েক হাজার কর্মীদের নিয়ে মিছিল হয় এদিন ৷
উল্লেখ্য, অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে ফোন করে বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় । এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে । সেই থেকেই অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা চলছে ৷
এদিনের মিছিল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানান শুভেন্দু অধিকারী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কাজল শেখ যদি তাঁর বিরুদ্ধে মামলা করেন তিনি আদালতে সিবিআই তদন্তের দাবি করবেন ৷ আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মতো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের ফোনগুলি বাজেয়াপ্ত করলে আসল তথ্য সামনে আসবে । ক্ষমতায় এলে সাতদিনের মধ্যে অনুব্রতকে গ্রেফতার করব । পাঁচ বছর জেল খাটাব ।"

শুধু তাই নয়, এদিনের নারী সম্মান যাত্রা থেকেই আগামীতে রাজ্যে ওবিসি অধিকার রক্ষার দাবিতে মিছিল করার ডাক দেন বিরোধী দলনেতা । এই বিষয়ে তিনি বলেন, "ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে । নারী সম্মান রক্ষার পাশাপাশি ওবিসিদের অধিকার নিয়ে পথে নামব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, 26 এও পাতা উলটে দেব ৷"