ETV Bharat / state

অনুব্রতকে গ্রেফতার করে কাজলের ফোন বাজেয়াপ্তের দাবি, বোলপুরে মিছিল শুভেন্দুর - SUVENDU ADHIKARI AT BOLPUR

বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা থেকে ছাব্বিশে ক্ষমতা দখলের ডাক শুভেন্দু অধিকারীর । অনুব্রতর গ্রেফতারের দাবিতেও সরব হতে দেখা গেল তাঁকে ।

suvendu adhikari at bolpur
নারী সম্মান যাত্রার মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 9, 2025 at 10:56 PM IST

2 Min Read

বোলপুর, 9 জুন: অনুব্রতকে গ্রেফতার-সহ কাজল শেখের ফোন বাজেয়াপ্ত করার দাবিতে বোলপুরে 'নারী সম্মান যাত্রা' করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবারের এই পদযাত্রা থেকে আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ মামলা সিবিআইকে হস্তান্তর করার দাবিও তুললেন তিনি । অনুব্রতর গড় বোলপুর থেকে 26-এর বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের ডাক দিলেন বিরোধী দলনেতা ।

এদিন, বোলপুর লজের মোড় থেকে 'নারী সম্মান যাত্রা'য় বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দলের বীরভূম দুই সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব ৷ বোলপুর চৌরাস্তা পর্যন্ত কয়েক হাজার কর্মীদের নিয়ে মিছিল হয় এদিন ৷

বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা (ইটিভি ভারত)

উল্লেখ্য, অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে ফোন করে বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় । এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে । সেই থেকেই অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা চলছে ৷

এদিনের মিছিল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানান শুভেন্দু অধিকারী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কাজল শেখ যদি তাঁর বিরুদ্ধে মামলা করেন তিনি আদালতে সিবিআই তদন্তের দাবি করবেন ৷ আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মতো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের ফোনগুলি বাজেয়াপ্ত করলে আসল তথ্য সামনে আসবে । ক্ষমতায় এলে সাতদিনের মধ্যে অনুব্রতকে গ্রেফতার করব । পাঁচ বছর জেল খাটাব ।"

nari samman yatra of bjp at bolpur
নারী সম্মান যাত্রার মিছিলে শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

শুধু তাই নয়, এদিনের নারী সম্মান যাত্রা থেকেই আগামীতে রাজ্যে ওবিসি অধিকার রক্ষার দাবিতে মিছিল করার ডাক দেন বিরোধী দলনেতা । এই বিষয়ে তিনি বলেন, "ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে । নারী সম্মান রক্ষার পাশাপাশি ওবিসিদের অধিকার নিয়ে পথে নামব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, 26 এও পাতা উলটে দেব ৷"

বোলপুর, 9 জুন: অনুব্রতকে গ্রেফতার-সহ কাজল শেখের ফোন বাজেয়াপ্ত করার দাবিতে বোলপুরে 'নারী সম্মান যাত্রা' করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবারের এই পদযাত্রা থেকে আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ মামলা সিবিআইকে হস্তান্তর করার দাবিও তুললেন তিনি । অনুব্রতর গড় বোলপুর থেকে 26-এর বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের ডাক দিলেন বিরোধী দলনেতা ।

এদিন, বোলপুর লজের মোড় থেকে 'নারী সম্মান যাত্রা'য় বিরোধী দলনেতার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, দলের বীরভূম দুই সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, শ্যামাপদ মণ্ডল-সহ অন্যান্য নেতৃত্ব ৷ বোলপুর চৌরাস্তা পর্যন্ত কয়েক হাজার কর্মীদের নিয়ে মিছিল হয় এদিন ৷

বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা (ইটিভি ভারত)

উল্লেখ্য, অনুব্রত মণ্ডল পরিচয় দিয়ে ফোন করে বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়া হয় । এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে রাজ্যজুড়ে । সেই থেকেই অনুব্রতর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা চলছে ৷

এদিনের মিছিল থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের দাবি জানান শুভেন্দু অধিকারী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কাজল শেখ যদি তাঁর বিরুদ্ধে মামলা করেন তিনি আদালতে সিবিআই তদন্তের দাবি করবেন ৷ আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মতো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখের ফোনগুলি বাজেয়াপ্ত করলে আসল তথ্য সামনে আসবে । ক্ষমতায় এলে সাতদিনের মধ্যে অনুব্রতকে গ্রেফতার করব । পাঁচ বছর জেল খাটাব ।"

nari samman yatra of bjp at bolpur
নারী সম্মান যাত্রার মিছিলে শুভেন্দু অধিকারী (ইটিভি ভারত)

শুধু তাই নয়, এদিনের নারী সম্মান যাত্রা থেকেই আগামীতে রাজ্যে ওবিসি অধিকার রক্ষার দাবিতে মিছিল করার ডাক দেন বিরোধী দলনেতা । এই বিষয়ে তিনি বলেন, "ওবিসিদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে । নারী সম্মান রক্ষার পাশাপাশি ওবিসিদের অধিকার নিয়ে পথে নামব ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি, 26 এও পাতা উলটে দেব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.