ETV Bharat / state

নবান্ন অভিযান বানচালে ‘টুলকিট’ তৈরি করে ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর - Suvendu Adhikari

Suvendu Adhikari Slams West Bengal Police: নবান্ন অভিযান বানচালে ‘টুলকিট’ তৈরি করেছে রাজ্য পুলিশ ৷ তার মাধ্য়মে ছড়ানো হচ্ছে ‘ফেক নিউজ’ ৷ শনিবার সোশাল মিডিয়ার মাধ্যমে এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari Slams West Bengal Police
নবান্ন অভিযান বানচালে ‘টুলকিট’ তৈরি করে ‘ফেক নিউজ’ ছড়াচ্ছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 24, 2024 at 12:34 PM IST

|

Updated : August 24, 2024 at 1:16 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 24 অগস্ট: আগামী মঙ্গলবার ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে ওই অভিযান বানচাল করতে ময়দানে নেমে পড়েছে রাজ্য পুলিশ ৷ এর জন্য পুলিশের তরফে ‘টুলকিট’ তৈরি করে করা হয়েছে ৷ সেই ‘টুলকিট’-এর মাধ্য়মে ফেক নিউজ ছড়াচ্ছে পুলিশ ৷

উল্লেখ্য, এ দিন বেলা 10টা 52 মিনিটে এই নিয়ে সোশাল মিডিয়া সাইট এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন শুভেন্দু অধিকারী ৷ সেই পোস্টের শুরুতে তিনি লিখেছেন, ‘‘শেষমেষ মমতা পুলিশ ‘টুলকিট’ তৈরি করে 'ফেক নিউজ' ছড়াতে উদ্যত হয়েছে !!!’’

তার পর বিরোধী দলনেতা লিখেছেন, ‘‘সমাজমাধ্যমে 27 তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গেছে পশ্চিমবঙ্গ সরকারের । প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং একপ্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে । এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে ।’’

তাই পরিস্থিতি সামাল দিতে পুলিশকে ময়দানে নামানো হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখেছেন, ‘‘তাই ওনার স্নায়ুর চাপ হ্রাস করতে পুলিশ মাঠে নেমে পড়েছে । শুধুমাত্র পুলিশি ব্যবস্থা দিয়ে ছাত্র ছাত্রীদের ও নাগরিক সমাজকে রোখা যাবে না বুঝতে পেরে, মমতা পুলিশ একপ্রকার অনৈতিক পথ অবলম্বন করা আরম্ভ করেছে ।’’

এর পরই এই নিয়ে বিস্তারিত লিখেছেন বিরোধী দলনেতা ৷ তাঁর দাবি, নবান্ন অভিযান বানচাল করতে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভুয়ো ফেসবুক প্রোফাইল খোলানো হচ্ছে ৷ সেই প্রোফাইল থেকে নবান্ন অভিযান সম্বন্ধে ভুল তথ্য ছড়ানো হচ্ছে ৷ বিভ্রান্তি ছড়াতে ও পড়ুয়াদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই ভাবে ৷

এক্স হ্য়ান্ডেলে করা পোস্টে শুভেন্দু আরও লিখেছেন, ‘‘সিভিকদের ডকুমেন্ট দিয়ে সিম কার্ড তোলা হয়েছে । ওসি-রা টাকা দিয়েছেন রিচার্জ করার জন্য । তার পরে সব ফেক নাম দিয়ে প্রোফাইল খোলানো হচ্ছে । প্রতিটা জেলার সব জায়গাতেই ডিজি-র নির্দেশে পুরোদমে এই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় ।’’

বিরোধী দলনেতার দাবি, টুলকিট সাধারণত যেকোনও আন্দোলনকে জোরদার করতে ব্যবহার করা হয় ৷ এক্ষেত্রে তার অপব্যবহার করা হচ্ছে ৷ তাই পড়ুয়াদের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, ‘‘আমি ছাত্র ছাত্রীদের ও নাগরিক সমাজকে অনুরোধ করছি আপনারা কোনও ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডাক্তার বোনটির জন্যে বিচার আদায়ের দাবি জানানোর জন্য ।’’

ওই পোস্টের সঙ্গে একাধিক ছবি দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ সেগুলি পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে খোলা ফেক প্রোফাইল বলে তিনি দাবি করেছেন ৷ পাশাপাশি জানিয়েছেন যে এই নিয়ে সব জেলার তথ্য তাঁর কাছে আছে ৷ পোস্টের একেবারে শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জেনে রাখুন নিচের তলার পুলিশ প্রশাসনের একটা বড় অংশ আর আপনার পাশে নেই, আপনার জন বিরোধী কার্যকলাপে তাঁরাও অতিষ্ঠ হয়ে উঠেছেন । তাদের বাড়িতেও কন্যা সন্তান রয়েছে, তাঁরাও বিচার চান ।’’

এই নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পালটা তোপ দাগেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, ‘‘কোনও অরাজনৈতিক নয়৷ এটা বিজেপির কর্মসূচি৷ কাল আদালতে যারা গিয়েছিল, তারা বিজেপির আইনজীবী । সামনে ওদের ক্ষমতা নেই, ওদের ঘৃণা করে বাংলার মানুষ, তাই পিছনে থেকে করাচ্ছে । ধর্নামঞ্চ করুক বা নবান্ন অভিযান করুক বিজেপি শূন্য থাকবে বাংলায় । শুভেন্দুর কথা বেকার কথা । প্রশাসনের এত খেয়েদেয়ে কাজ নেই সিম কার্ড কিনতে যাবে । কেউ কাউকে ভয় পায় না । নবান্ন অভিযান নিয়ে বিজেপি থেকে ভয় পাবে ? কে কাকে ভয় পাবে ? মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার মিনিমাম এখনও 50 বছর থাকবে । প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবে ? একটা বড় ক্রিমিনাল এমন ঘটনা ঘটিয়েছে তার শাস্তি নিশ্চয়ই পাবে সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার হবে । এগুলো হল রাজনৈতিক খেলা । কখনও সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে ফায়দা তুলছে, কখনো এটা নিয়ে । এই রাজনৈতিক খেলার মানুষ কেন পা দেবে?’’

Last Updated : August 24, 2024 at 1:16 PM IST