ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্য়ের আবেদন দ্রুত শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলা নিয়ে সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের করা আবেদনের দ্রুত শুনানি করতে নারাজ সুপ্রিম কোর্ট ৷ রাজ্যের আইনজীবী কপিল সিবালকে বুধবার এই কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 2:38 PM IST

Supreme Court
Supreme Court

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: সিবিআই তদন্তের ক্ষেত্রে সাধারণ সম্মতি বা জেনারেল কনসেন্ট তুলে নেওয়ার পরও কিভাবে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই মামলার দ্রুত শুনানির আরজি বুধবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

এ দিন সিনিয়র আইনজীবী কপিল সিবাল দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন ৷ জানান, এই মামলার শুনানি ন’বার পিছিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও এই মামলা সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে রয়েছে বলে জানান কপিল সিবাল ৷

তার পরও তিনি বলেন, ‘‘বিষয়টি উঠে আসছে, কিন্তু আমরা সাংবিধানিক বেঞ্চের সামনে আছি । যদি বুধবার বা বৃহস্পতিবার শুনানি হয় ।" সেই আরজি খারিজ করে দেন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "আমি বিষয়টির দায়িত্বে নই । আপনি ওই বেঞ্চের সামনে যান, তারা ঠিক করবে । আমরা কোনও আদেশ দিচ্ছি না ।"

সেখানে উপস্থিত ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতাও ৷ তিনি জানান, এই নিয়ে কোনও তাড়াহুড়ো নেই ৷ আরও কয়েকদিন পরে এর শুনানি হতে পারে ৷ তখন কপিল সিবল পালটা বলেন, "এটা করা যাবে না । মামলাটি 2021 সালে দায়ের করা হয়েছিল এবং আমরা 2024 সালে করছি ।"

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার সংবিধানের 131 অনুচ্ছেদের অধীনে কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি মূল মামলা দায়ের করেছে ৷ অনুচ্ছেদ 131 একটি রাজ্যকে কেন্দ্র বা অন্য কোনও রাজ্যের সঙ্গে বিবাদের ক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা দেয় ।

সেখানে তারা অভিযোগ করেছে, রাজ্য সরকার ওই কেন্দ্রীয় সংস্থাকে রাজ্যে তদন্তের ক্ষেত্রে সাধারণ সম্মতি (জেনারেল কনসেন্ট) প্রত্যাহার করার পরও, সিবিআই এফআইআর দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে ৷ পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত বা কোনও ধরনের অভিযান আটকাতে 2018 সালের 16 নভেম্বর এই সাধারণ সম্মতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তকারী দলের প্রধানের অবসর গ্রহণ, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ
  2. ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আদালত অবমাননার মামলা শুনতে 5 সদস্যের বেঞ্চ গঠন হাইকোর্টের
  3. সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আত্মসমর্পণ আবু তাহেরের

নয়াদিল্লি, 21 ফেব্রুয়ারি: সিবিআই তদন্তের ক্ষেত্রে সাধারণ সম্মতি বা জেনারেল কনসেন্ট তুলে নেওয়ার পরও কিভাবে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ? এই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকার ৷ সেই মামলার দ্রুত শুনানির আরজি বুধবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

এ দিন সিনিয়র আইনজীবী কপিল সিবাল দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্রর বেঞ্চে বিষয়টি উল্লেখ করেন ৷ জানান, এই মামলার শুনানি ন’বার পিছিয়ে দেওয়া হয়েছে ৷ যদিও এই মামলা সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে রয়েছে বলে জানান কপিল সিবাল ৷

তার পরও তিনি বলেন, ‘‘বিষয়টি উঠে আসছে, কিন্তু আমরা সাংবিধানিক বেঞ্চের সামনে আছি । যদি বুধবার বা বৃহস্পতিবার শুনানি হয় ।" সেই আরজি খারিজ করে দেন প্রধান বিচারপতি ৷ তিনি বলেন, "আমি বিষয়টির দায়িত্বে নই । আপনি ওই বেঞ্চের সামনে যান, তারা ঠিক করবে । আমরা কোনও আদেশ দিচ্ছি না ।"

সেখানে উপস্থিত ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতাও ৷ তিনি জানান, এই নিয়ে কোনও তাড়াহুড়ো নেই ৷ আরও কয়েকদিন পরে এর শুনানি হতে পারে ৷ তখন কপিল সিবল পালটা বলেন, "এটা করা যাবে না । মামলাটি 2021 সালে দায়ের করা হয়েছিল এবং আমরা 2024 সালে করছি ।"

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার সংবিধানের 131 অনুচ্ছেদের অধীনে কেন্দ্রের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি মূল মামলা দায়ের করেছে ৷ অনুচ্ছেদ 131 একটি রাজ্যকে কেন্দ্র বা অন্য কোনও রাজ্যের সঙ্গে বিবাদের ক্ষেত্রে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষমতা দেয় ।

সেখানে তারা অভিযোগ করেছে, রাজ্য সরকার ওই কেন্দ্রীয় সংস্থাকে রাজ্যে তদন্তের ক্ষেত্রে সাধারণ সম্মতি (জেনারেল কনসেন্ট) প্রত্যাহার করার পরও, সিবিআই এফআইআর দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে ৷ পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত বা কোনও ধরনের অভিযান আটকাতে 2018 সালের 16 নভেম্বর এই সাধারণ সম্মতি বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তকারী দলের প্রধানের অবসর গ্রহণ, হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ
  2. ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত আদালত অবমাননার মামলা শুনতে 5 সদস্যের বেঞ্চ গঠন হাইকোর্টের
  3. সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে আত্মসমর্পণ আবু তাহেরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.