ETV Bharat / state

'শুভেন্দু একজন প্রতিনিধি, বিজেপি জাতি-ধর্ম নির্বিশেষে সবার', ড্যামেজ কন্ট্রোলে সুকান্ত - SUKANTA ON SUVENDU REMARK

BJP State President Sukanta Majumdar: এদিন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর 'সংখ্যালঘু মোর্চা প্রয়োজন নেই' মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি ৷ এরপরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত চৌধুরী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 10:20 PM IST

Suvendu Adhikari and Sukanta Majumdar
(বাঁদিক থেকে) শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার (ইটিভি ভারত)

কলকাতা, 17 জুলাই: "গোটা ভারতবর্ষে পার্টির যে পরিকাঠামো, তাতে সংখ্যালঘু মোর্চা আছে ৷ রাষ্ট্রভক্ত মুসলিম সমাজকে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে", বুধবার সাংবাদিক বৈঠকে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মোর্চা মন্তব্যের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত)

এদিনই সায়েন্স সিটিতে অনুষ্ঠিত বিজেপির রাজ্য কমিটির বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম ৷ আপনারাও বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ ৷ আর বলব না ৷ বলব, আমাদের সঙ্গে যাঁরা আছেন, আমরা তাঁদের সঙ্গে আছি ৷" মঞ্চে তিনি বলেন, "সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ করো ৷ সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ৷" তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি ৷

যদিও এই মন্তব্যের পরপরই বিজেপির শীর্ষ নেতা সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ পাশাপাশি ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সংখ্যালঘু মোর্চা মন্তব্য নিয়ে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী একজন আমন্ত্রিত প্রতিনিধি ৷ তিনি একজন প্রতিনিধি হিসেবে ওই কথা বলেছেন ৷"

ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চাকে সমর্থন করে কি না ? এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "আমাদের গোটা ভারতবর্ষে বিজেপির যে কাঠামো, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে ৷ আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ ৷ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডঃ এপিজে কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহের মতো মুসলিম, যাঁরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷ ভারতীয় জনতা পার্টি সেই সব রাষ্ট্রবাদী মুসলিমদের ভারতের সম্পদ হিসেবে মনে করে ৷ সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে ৷" তাঁর বার্তা, বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ৷

সুকান্ত মজুমদার আরও বলেন, "তিনি (শুভেন্দু অধিকারী) তো বাইরে মিডিয়া ডেকে বলেননি ৷ এই নিয়ে কোনও শো-কজ হবে না ৷ এটা এমন কোনও ব্যাপার নয় ৷" লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের পর বঙ্গ বিজেপির সব জেলার প্রায় 2 হাজারের উপর মন্ত্রী, নেতা, কর্মী, কর্মকর্তা এবং সমর্থকদের নিয়ে এদিন রাজ্য কমিটির বৈঠক হয় ৷

আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷ ওই দিনই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গণতন্ত্র হত্যা দিবস পালন করার প্রস্তাব দিয়েছেন ৷ আজ দলীয় বৈঠকে ঠিক করা হয়েছে, পশ্চিমবঙ্গে 21 থেকে 26 জুলাই পর্যন্ত গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে ৷ বিজেপি রাজ্যের সব জেলায় এই দিনটি পালন করবে ৷

আগামীদিনে বঙ্গ বিজেপির পরিকল্পনা সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, "আমরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে যাব ৷ তৃণমূলকে রাজনৈতিকভাবে এ রাজ্য থেকে উচ্ছেদ না-করা পর্যন্ত এই লড়াই চলবে ৷" শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন যে, সংগঠনে তাঁর জায়গা নেই ৷ এই বিষয় বিজেপি রাজ্য সভাপতি জানান, সাংগঠনিক পদ বলতে তিনি হয়তো রাজ্যের পদগুলির কথা বলতে চেয়েছেন ৷ তবে কোর কমিটি সংগঠনের অংশ নিশ্চয় ৷

কলকাতা, 17 জুলাই: "গোটা ভারতবর্ষে পার্টির যে পরিকাঠামো, তাতে সংখ্যালঘু মোর্চা আছে ৷ রাষ্ট্রভক্ত মুসলিম সমাজকে নিয়েই ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে", বুধবার সাংবাদিক বৈঠকে বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মোর্চা মন্তব্যের পর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাংবাদিক বৈঠক (ইটিভি ভারত)

এদিনই সায়েন্স সিটিতে অনুষ্ঠিত বিজেপির রাজ্য কমিটির বৈঠকে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম ৷ আপনারাও বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ ৷ আর বলব না ৷ বলব, আমাদের সঙ্গে যাঁরা আছেন, আমরা তাঁদের সঙ্গে আছি ৷" মঞ্চে তিনি বলেন, "সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ করো ৷ সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই ৷" তাঁর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ অস্বস্তিতে পড়ে ভারতীয় জনতা পার্টি ৷

যদিও এই মন্তব্যের পরপরই বিজেপির শীর্ষ নেতা সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ পাশাপাশি ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সংখ্যালঘু মোর্চা মন্তব্য নিয়ে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী একজন আমন্ত্রিত প্রতিনিধি ৷ তিনি একজন প্রতিনিধি হিসেবে ওই কথা বলেছেন ৷"

ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চাকে সমর্থন করে কি না ? এই প্রসঙ্গে বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, "আমাদের গোটা ভারতবর্ষে বিজেপির যে কাঠামো, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে ৷ আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ ৷ কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডঃ এপিজে কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহের মতো মুসলিম, যাঁরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷ ভারতীয় জনতা পার্টি সেই সব রাষ্ট্রবাদী মুসলিমদের ভারতের সম্পদ হিসেবে মনে করে ৷ সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে ৷" তাঁর বার্তা, বিজেপি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য ৷

সুকান্ত মজুমদার আরও বলেন, "তিনি (শুভেন্দু অধিকারী) তো বাইরে মিডিয়া ডেকে বলেননি ৷ এই নিয়ে কোনও শো-কজ হবে না ৷ এটা এমন কোনও ব্যাপার নয় ৷" লোকসভা নির্বাচন এবং বিধানসভা উপনির্বাচনের পর বঙ্গ বিজেপির সব জেলার প্রায় 2 হাজারের উপর মন্ত্রী, নেতা, কর্মী, কর্মকর্তা এবং সমর্থকদের নিয়ে এদিন রাজ্য কমিটির বৈঠক হয় ৷

আগামী 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস ৷ ওই দিনই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী গণতন্ত্র হত্যা দিবস পালন করার প্রস্তাব দিয়েছেন ৷ আজ দলীয় বৈঠকে ঠিক করা হয়েছে, পশ্চিমবঙ্গে 21 থেকে 26 জুলাই পর্যন্ত গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে ৷ বিজেপি রাজ্যের সব জেলায় এই দিনটি পালন করবে ৷

আগামীদিনে বঙ্গ বিজেপির পরিকল্পনা সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন, "আমরা সংঘবদ্ধ হয়ে এগিয়ে যাব ৷ তৃণমূলকে রাজনৈতিকভাবে এ রাজ্য থেকে উচ্ছেদ না-করা পর্যন্ত এই লড়াই চলবে ৷" শুভেন্দু অধিকারী আজ জানিয়েছেন যে, সংগঠনে তাঁর জায়গা নেই ৷ এই বিষয় বিজেপি রাজ্য সভাপতি জানান, সাংগঠনিক পদ বলতে তিনি হয়তো রাজ্যের পদগুলির কথা বলতে চেয়েছেন ৷ তবে কোর কমিটি সংগঠনের অংশ নিশ্চয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.