কলকাতা, 20 মার্চ: চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে আবারও বদলির নির্দেশ ৷ পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমওএইচ থেকে তাঁকে বদলি করা হয়েছে দার্জিলিংয়ের যক্ষ্মা হাসপাতালের সুপার পদে ৷ আরজি কর আন্দোলনে যোগ দেওয়ার কারণেই কি বদলি ? চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলির নির্দেশ আসতেই এই প্রশ্ন উঠছে ৷
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলনের প্রথম সারিতে দেখা গিয়েছিল চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে । বুধবার স্বাস্থ্য ভবনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে চিকিৎসককে বদলির কথা জানানো হয় ৷ যাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ।
ইটিভি ভারতের তরফে চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ব্যক্তিগতভাবে আমাকে নয়, আরজি করে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে যাঁরা যাঁরা সামিল হয়েছেন সবাইকেই হয়রানির শিকার হতে হচ্ছে । কিন্তু আমি যেখানেই থাকি অনাচার-দুর্নীতি দেখলে প্রতিবাদ করবই। যেখানে বদলি করা হয়েছে সেখানেই আমি কাজ করেছি । আমার কোথাও কাজ করতে অসুবিধা নেই । শিরদাঁড়া সোজা রেখে মাথা উঁচু করে কথা বলার স্বীকৃতি হিসেবেই এই বদলির বিষয়টিকে গ্রহণ করছি ।"
সরকারি চাকরিতে বদলি নতুন নয়, তাহলে এখন প্রশ্ন উঠছে কেন ?
এই প্রসঙ্গে চিকিৎসকের বক্তব্য, "এই সরকারের আমলে আমার আটবার বদলি হয়ে গেল । এদিকে শাসক ঘনিষ্ঠ মানুষেরা 15-16 বছর ধরে একই জায়গায় কাজ করে যাচ্ছেন। আবার আমি পূর্ব বর্ধমানের যে দায়িত্বে রয়েছি সেখানে একবিন্দুও প্রশ্ন নেই । বরং স্বাস্থ্যক্ষেত্রে পূর্ব বর্ধমান সেরা । কিন্তু সেখান থেকেই আমাকে বদলি করে দেওয়া হচ্ছে এমন একটি হাসপাতালে যেখানে রোগীর সংখ্যা অনেকটাই কম। তারই পাশাপাশি আমার পদও নিচু করে দেওয়া হচ্ছে । অতএব কাজ যাতে করতে না পারি সেই চেষ্টা হচ্ছে ।"

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স । সিনিয়র চিকিৎসকরা স্বাস্থ্যভবন যাবেন। এমনকী সমাজের বিভিন্নস্তরের মানুষকেও কর্মসূচিতে সামিল হওয়ার ডাক দিয়েছেন চিকিৎসকরা। বিকেল চারটের সময় তাঁরা স্বাস্থ্যভবনের সামনে উপস্থিত হবেন ।
এই বিষয়ে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের সদস্য চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, "এই সময়কালের মধ্যে আট বার এবং বিগত দশ বছরে সমতুল্য পদে পাঁচবার বদলি করা হয়েছে । তার মধ্যে উত্তরবঙ্গেই সাতবছর। আমরা মনে করি এই বদলি চূড়ান্ত প্রতিহিংসার প্রকাশ। আমরা এর তীব্র নিন্দা করছি এবং এই আদেশনামা বাতিলের দাবি জানাচ্ছি। বাংলায় এরকম ঘটনার ন্যায় বিচারের জন্যে ও সবরকমের অনাচারের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা রেখে আমাদের আন্দোলন চলবে ।"