ETV Bharat / state

মুক্ত করো ভয় ! আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে অবস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ে - RG Kar Doctor Rape and Murder

RG Kar Protest in Calcutta University: যাদবপুর ও প্রেসিডেন্সির পর এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷ বর্তমান, প্রাক্তন ছাত্র-অধ্যাপক শিক্ষা কর্মীরা, আরজিকরের বিচার চেয়ে অবস্থানে বসলেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 6:24 PM IST

Updated : Aug 21, 2024, 8:18 PM IST

ETV BHARAT
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভ (নিজস্ব চিত্র)

কলকাতা, 21 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় - প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন অধ্যাপক ও শিক্ষাকর্মীরা । এবার সেই পথেই বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক ও শিক্ষাকর্মীরা ৷

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে অবস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ে (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ক্রমে বাড়ছে ৷ প্রতিবাদ কর্মসূচিতে লাঠি চালানো ও বাড়ি গিয়ে সতর্ক করার মতো পুলিশি কার্যকলাপের অভিযোগে ক্ষোভের আঁচ আরও কয়েকগুণ বেড়েছে । হাসপাতাল থেকে আদালত, বিশ্ববিদ্যালয় - বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ৷ এর আগেই সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ আর আজ অবস্থান বিক্ষোভ চলল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷

এদিন কলকাতা বিশ্বিদ্যালয়ের মূল ভবনের প্রধান প্রবেশদ্বারের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ অবস্থানে সামিল হন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীরা । প্রত্যেকেই আরজি করের ঘটনার তীব্র ধীক্কার জানান । বক্তব্যের পাশাপাশি গানে ও কবিতাতেও ওঠে প্রতিবাদের ঝড় ৷ অবস্থান মঞ্চের সামনে রাস্তা আটকে পথে বসে পড়েন প্রতিবাদীরা । সেখানে পথনাটক অনুষ্ঠিত হয় । স্তব্ধ হয়ে যায় কলেজ স্ট্রিট চত্বর । বিধান সরণিতে বন্ধ হয়ে যায় যান চলাচল । অবস্থান মঞ্চের পাশেই বিচার চেয়ে স্বাক্ষর অভিযান চালানো হয় । বিশ্ববিদ্যালয়ে আসা সাধারণ ছাত্রছাত্রীরা সাদা বোর্ডে তাঁদের সমর্থন জানিয়ে এক এক করে সই করে যান । সই করেন পথচলতি আমজনতাও ।

বক্তাদের অভিযোগ, আরজি করের ঘটনাই প্রমাণ করে যে, বর্তমানে অন্ধকারে ছেয়ে গিয়েছে গোটা শিক্ষা ব্যবস্থা ৷ পাশাপশি ওই ক্যাম্পাসে নানা দুর্নীতি, শাসকদলের ঘনিষ্ঠ ছাত্রদের মদত দিয়ে বেপরোয়া করে তোলারও অভিযোগ ওঠে ৷ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী, অধ্যাপিকা ও মহিলা শিক্ষাকর্মীদের নিরাপত্তার দাবি তোলেন বিক্ষোভকারীরা । আরজি করে অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি উঠেছে অবস্থান মঞ্চ থেকে ৷

এদিকে, আজ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল করেন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা ৷ কলেজ স্কোয়ার থেকে নির্মল চন্দ স্ট্রিট হয়ে এসএন ব্যানার্জি ধরে ধর্মতলায় যায় মিছিল ।

ETV BHARAT
আরজি করে যাদবপুরের শিক্ষকরা (নিজস্ব চিত্র)

এদিকে, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আরজি কর মেডিক্যাল কলেজে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি তাঁরা তুলে ধরেন গতবছর ঠিক এই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া মর্মান্তিক ছাত্রমৃত্যুর ঘটনা । সেই ঘটনার প্রেক্ষিতে তাঁরা বলেন, ওই সময় ব়্যাগিংয়ের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের বাঁচাতে যে আইনজীবীরা লড়েছিলেন, তাঁরাই আজ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য লড়াই করছেন ।

কলকাতা, 21 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় - প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সঙ্গেই আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছেন অধ্যাপক ও শিক্ষাকর্মীরা । এবার সেই পথেই বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক ও শিক্ষাকর্মীরা ৷

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে অবস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ে (নিজস্ব ভিডিয়ো)

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ ক্রমে বাড়ছে ৷ প্রতিবাদ কর্মসূচিতে লাঠি চালানো ও বাড়ি গিয়ে সতর্ক করার মতো পুলিশি কার্যকলাপের অভিযোগে ক্ষোভের আঁচ আরও কয়েকগুণ বেড়েছে । হাসপাতাল থেকে আদালত, বিশ্ববিদ্যালয় - বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ৷ এর আগেই সুবিচারের দাবিতে পথে নেমেছিলেন যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মীরা ৷ আর আজ অবস্থান বিক্ষোভ চলল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷

এদিন কলকাতা বিশ্বিদ্যালয়ের মূল ভবনের প্রধান প্রবেশদ্বারের সামনে মঞ্চ বেঁধে বিক্ষোভ অবস্থানে সামিল হন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীরা । প্রত্যেকেই আরজি করের ঘটনার তীব্র ধীক্কার জানান । বক্তব্যের পাশাপাশি গানে ও কবিতাতেও ওঠে প্রতিবাদের ঝড় ৷ অবস্থান মঞ্চের সামনে রাস্তা আটকে পথে বসে পড়েন প্রতিবাদীরা । সেখানে পথনাটক অনুষ্ঠিত হয় । স্তব্ধ হয়ে যায় কলেজ স্ট্রিট চত্বর । বিধান সরণিতে বন্ধ হয়ে যায় যান চলাচল । অবস্থান মঞ্চের পাশেই বিচার চেয়ে স্বাক্ষর অভিযান চালানো হয় । বিশ্ববিদ্যালয়ে আসা সাধারণ ছাত্রছাত্রীরা সাদা বোর্ডে তাঁদের সমর্থন জানিয়ে এক এক করে সই করে যান । সই করেন পথচলতি আমজনতাও ।

বক্তাদের অভিযোগ, আরজি করের ঘটনাই প্রমাণ করে যে, বর্তমানে অন্ধকারে ছেয়ে গিয়েছে গোটা শিক্ষা ব্যবস্থা ৷ পাশাপশি ওই ক্যাম্পাসে নানা দুর্নীতি, শাসকদলের ঘনিষ্ঠ ছাত্রদের মদত দিয়ে বেপরোয়া করে তোলারও অভিযোগ ওঠে ৷ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী, অধ্যাপিকা ও মহিলা শিক্ষাকর্মীদের নিরাপত্তার দাবি তোলেন বিক্ষোভকারীরা । আরজি করে অভিযুক্তদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি উঠেছে অবস্থান মঞ্চ থেকে ৷

এদিকে, আজ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল করেন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী ও অধ্যাপকরা ৷ কলেজ স্কোয়ার থেকে নির্মল চন্দ স্ট্রিট হয়ে এসএন ব্যানার্জি ধরে ধর্মতলায় যায় মিছিল ।

ETV BHARAT
আরজি করে যাদবপুরের শিক্ষকরা (নিজস্ব চিত্র)

এদিকে, আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আরজি কর মেডিক্যাল কলেজে গিয়ে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি তাঁরা তুলে ধরেন গতবছর ঠিক এই সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া মর্মান্তিক ছাত্রমৃত্যুর ঘটনা । সেই ঘটনার প্রেক্ষিতে তাঁরা বলেন, ওই সময় ব়্যাগিংয়ের অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের বাঁচাতে যে আইনজীবীরা লড়েছিলেন, তাঁরাই আজ সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য লড়াই করছেন ।

Last Updated : Aug 21, 2024, 8:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.