আসানসোল, 13 এপ্রিল: কোনও রকম ধর্ম, বর্ণ বা রাজনৈতিক রং যাতে দেখা না-হয় ৷ মুর্শিদাবাদের অশান্ত পরিবেশকে স্বাভাবিক করতে এমনটাই দাবি তুলল বাংলাপক্ষ ৷ আর সেই দাবিতেই বাংলায় অশান্তি সৃষ্টিকারীদের 'লাল' করে দেওয়ার দাবি গর্গ চট্টোপাধ্যায়ের ৷
রবিবার আসানসোল বাংলাপক্ষের মুখ্য সদস্য গর্গ চট্টোপাধ্যায় বলেন, "সংবিধান অনুযায়ী শান্তিপূর্ণভাবে প্রতিবাদের অধিকার সবার আছে ৷ কিন্তু, কোনও রকম যদি অশান্তি হয়, তাহলে ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে লাল করে দাও ৷ কোনও ছাড় নেই ৷ বাংলাকে অশান্ত করতে এলে একদম গুঁড়িয়ে দিতে হবে ৷"
এ দিন আসানসোলে বাংলাপক্ষের জেলা সম্মেলনে এসেছিলেন গর্গ ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাপক্ষের তরফে মুর্শিদাবাদের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে কঠোর পদক্ষেপের দাবি করেন তিনি ৷ এমনকি ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের নামে রাজ্যকে উত্তপ্ত করার অভিযোগ করেছেন তিনি ৷ এ প্রসঙ্গে কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর প্রসঙ্গও টেনে আনেন গর্গ চট্টোপাধ্যায় ৷
তিনি বলেন, "যারা কলকাতায়, মুর্শিদাবাদে অশান্তি ছড়াচ্ছে, অশান্তিতে উস্কানি দিচ্ছে, তাদের উদ্দেশ্যে স্পষ্ট কথা, এইসব অশান্তিকারীদের নিয়ে বাংলা চলবে না ৷ যে কোনও ধর্মেরই হোক না-কেন, অশান্তিকারীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে ৷ প্রয়োজনে তাদের সমাজচ্যুত করতে হবে ৷"
আর সবশেষে বাংলাপক্ষের অবস্থান নিয়ে গর্গকে বলতে শোনা যায়, তারা পশ্চিমবঙ্গের 86 শতাংশ বাঙালির স্বার্থের পক্ষে ৷ তিনি বলেন, "বাংলাপক্ষ তাদের কথাই শুনবে, যারা এই বাংলার 86 শতাংশ বাঙালির পকেটে টাকা ঢোকার কথা ও স্বার্থরক্ষার কথা বলবে ৷ সে আপনি যে ভগবানের নামই নিন না কেন ! বাঙালির স্বার্থের কথা বলবে না, এমন কারও চোঙায় কান দেবে না বাংলাপক্ষ ৷"