ETV Bharat / state

হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে 'হামলা'! পাথরের আঘাতে ভাঙল কাচ - STONE PELTING ON VANDE BHARAT

ঘটনাটি ঘটেছে ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। কিছু মানুষ পাথর ছোঁড়া শুরু করে ট্রেন লক্ষ্য করে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷

STONE PELTING ON VANDE BHARAT
বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে ছোঁড়া হল পাথর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 8, 2025 at 1:32 PM IST

2 Min Read

ভাগলপুর, 8 জুন: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা সামনে এসেছে। বিহারের ভাগলপুরে শনিবার সন্ধ্যায় ভাগলপুর-দুমকা রেল সেকশনে দ্রুত গতিতে ছুটে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসের উপর দুর্বৃত্তরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ৷ চিৎকার-চেঁচামেচিও শুরু হয়ে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেন নির্ধারিত সময় বিকেল 3টে 5 মিনিটে ভাগলপুর ছেড়ে যায়। এরপরে হাট পুরেইনি এবং টিকানির মধ্যে একটি পশু ট্রেনের নীচে চলে আসে। ক্ষুব্ধ এলাকার লোকজন এরপরই ট্রেনে পাথর ছোঁড়া শুরু করে। ঘটনায় বন্দে ভারত ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পাথর ছোঁড়ার কারণে ট্রেনে প্রচুর চিৎকার-চেঁচামেচিও শুরু হয়ে যায়। তবে কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সি-7 কোচের 41 এবং 42 নম্বর আসনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর রেল আধিকারিকরা জানিয়েছেন, সি-7 কোচের কিছু জানালার কাচ ভেঙে গিয়েছে। এপ্রিল মাসেও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেই সময়, রেলওয়ে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ডিআরএম আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিআরএম, মালদা মনীষ কুমার গুপ্ত বলেন, "একটি পশুর সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এরপরই সেখানে উপস্থিত কিছু ক্ষুব্ধ ব্যক্তি পাথর ছোঁড়া শুরু করে ট্রেন লক্ষ্য করে। ট্রেনে পাথর ছোঁড়ার খবর পাওয়ার পর, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"

মালদা বিভাগের এডিআরএম শিব কুমার প্রসাদ বলেন, "কোনও পরিস্থিতিতেই পশু-প্রাণীদের রেল ট্র্যাকে নিয়ে যাওয়া উচিত নয়। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচিও চালানো হয়েছে। লাইনের পাশের গ্রামগুলিতে প্রাণীদের ট্র্যাকে যেতে না দেওয়ার জন্য এবং ট্রেনে পাথর ছোঁড়া না করার জন্য ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তবুও, এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক।" উল্লেখ্য, এর আগে, 2024 সালের 11 সেপ্টেম্বর, গয়ায় ট্রায়াল রানের সময় বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল। 2025 সালের 14 এপ্রিলও ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল।

ভাগলপুর, 8 জুন: ফের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা সামনে এসেছে। বিহারের ভাগলপুরে শনিবার সন্ধ্যায় ভাগলপুর-দুমকা রেল সেকশনে দ্রুত গতিতে ছুটে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেসের উপর দুর্বৃত্তরা পাথর ছোঁড়ে বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা ৷ চিৎকার-চেঁচামেচিও শুরু হয়ে যায়।

রেল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেন নির্ধারিত সময় বিকেল 3টে 5 মিনিটে ভাগলপুর ছেড়ে যায়। এরপরে হাট পুরেইনি এবং টিকানির মধ্যে একটি পশু ট্রেনের নীচে চলে আসে। ক্ষুব্ধ এলাকার লোকজন এরপরই ট্রেনে পাথর ছোঁড়া শুরু করে। ঘটনায় বন্দে ভারত ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পাথর ছোঁড়ার কারণে ট্রেনে প্রচুর চিৎকার-চেঁচামেচিও শুরু হয়ে যায়। তবে কোনও যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সি-7 কোচের 41 এবং 42 নম্বর আসনের জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার পর রেল আধিকারিকরা জানিয়েছেন, সি-7 কোচের কিছু জানালার কাচ ভেঙে গিয়েছে। এপ্রিল মাসেও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেই সময়, রেলওয়ে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে এক পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ডিআরএম আরও জানান, সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ডিআরএম, মালদা মনীষ কুমার গুপ্ত বলেন, "একটি পশুর সঙ্গে ট্রেনের ধাক্কা লাগে। এরপরই সেখানে উপস্থিত কিছু ক্ষুব্ধ ব্যক্তি পাথর ছোঁড়া শুরু করে ট্রেন লক্ষ্য করে। ট্রেনে পাথর ছোঁড়ার খবর পাওয়ার পর, ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"

মালদা বিভাগের এডিআরএম শিব কুমার প্রসাদ বলেন, "কোনও পরিস্থিতিতেই পশু-প্রাণীদের রেল ট্র্যাকে নিয়ে যাওয়া উচিত নয়। এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। সময়ে সময়ে সচেতনতামূলক কর্মসূচিও চালানো হয়েছে। লাইনের পাশের গ্রামগুলিতে প্রাণীদের ট্র্যাকে যেতে না দেওয়ার জন্য এবং ট্রেনে পাথর ছোঁড়া না করার জন্য ধারাবাহিকভাবে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। তবুও, এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজনক।" উল্লেখ্য, এর আগে, 2024 সালের 11 সেপ্টেম্বর, গয়ায় ট্রায়াল রানের সময় বন্দে ভারত ট্রেনে পাথর ছোঁড়া হয়েছিল। 2025 সালের 14 এপ্রিলও ভাগলপুর-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়া হয়েছিল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.