ETV Bharat / state

পুলিশের ডিজি নিয়োগে উত্তরপ্রদেশের যোগী মডেলেই ভরসা রাজ্যের ! - DG OF STATE POLICE

কেন্দ্রকে পাশ কাটিয়ে রাজ্য পুলিশের ডিজি নিয়োগে নয়া নিয়ম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে ৷ এক্ষেত্রে উত্তরপ্রদেশের যোগী সরকারের মতো নয়া নিয়োগ প্রক্রিয়া গড়ে তুলেছে সরকার ।

DG OF STATE POLICE
রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগে নয়া নীতি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 9, 2025 at 7:42 AM IST

2 Min Read

কলকাতা, 9 এপ্রিল: রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগে এবার কেন্দ্রের অনুমোদনের গন্ডি এড়িয়ে নিজস্ব নিয়ম চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার । সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে নবান্ন । এই নতুন নীতিতে আর ইউপিএসসি-কে তালিকা পাঠানোর দরকার পড়বে না বলেই খবর ।

বদলে রাজ্যের অধীনে তৈরি হবে সিলেকশন কমিটি হবে ৷ যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব, ইউপিএসসি-র প্রতিনিধি-সহ ছ’জন সদস্য। নিয়োগযোগ্য প্রার্থী হতে হলে চাকরির মেয়াদ থাকতে হবে অন্তত ছ'মাস ৷ ডিজি হওয়ার পরে পদে থাকতে হবে কমপক্ষে দু’বছর।

সুপ্রিম কোর্টের 2006 সালের প্রকাশ সিং মামলার নির্দেশিকা অনুসারে, প্রতিটি রাজ্যকে ইউপিএসসি-তে ডিজি পদপ্রার্থী আইপিএসদের তালিকা পাঠাতে হত। ইউপিএসসি সেই তালিকা খতিয়ে দেখে তিনজনের একটি শর্টলিস্ট পাঠাত। সেই তালিকা থেকে একজনকে ডিজি হিসেবে নিয়োগ করত রাজ্য সরকার।

মূলত এই সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার এই নিয়োগ প্রক্রিয়া গড়ে তুলেছে। যেহেতু এই সিলেকশন কমিটির মধ্যেই ইউপিএস-র প্রতিনিধি থাকেন সেক্ষেত্রে গোটা প্রক্রিয়ার অংশ ইউপিএসসিও হয়। আর এই প্রক্রিয়ায় কেন্দ্রকে এড়িয়ে ডিজি নিয়োগ সম্ভব। যেহেতু রাজীব কুমারের মেয়াদ রয়েছে আর ছয় মাস। প্রশাসনিক মহলের দাবি, রাজীব কুমারকে স্থায়ী ডিজি করতে কেন্দ্রীয় সম্মতির প্রয়োজন ছিল বলেই, বিকল্প পথের খোঁজে ছিল নবান্ন। নতুন এই পদ্ধতিতে রাজীব কুমারকে আরও দু'বছর এই পদে রেখে দেওয়া হতে পারে বলে খবর।

তবে নতুন কোনও নিয়ম নয়। 1861 সালের ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট-ই এই নিয়মের ভিত্তি করেই এই প্রক্রিয়া চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে । ডিজি নিয়োগে দিল্লির ছাড়পত্র না নিয়ে রাজ্য যখন নিজস্ব পথ নিচ্ছে—তখন তা নিছক প্রশাসনিক নয়, রাজনৈতিক বার্তাও বয়ে আনছে বলে মনে করছেন অনেকেই ।

কলকাতা, 9 এপ্রিল: রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগে এবার কেন্দ্রের অনুমোদনের গন্ডি এড়িয়ে নিজস্ব নিয়ম চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার । সূত্রের খবর, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে নবান্ন । এই নতুন নীতিতে আর ইউপিএসসি-কে তালিকা পাঠানোর দরকার পড়বে না বলেই খবর ।

বদলে রাজ্যের অধীনে তৈরি হবে সিলেকশন কমিটি হবে ৷ যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি। সঙ্গে থাকবেন মুখ্যসচিব, ইউপিএসসি-র প্রতিনিধি-সহ ছ’জন সদস্য। নিয়োগযোগ্য প্রার্থী হতে হলে চাকরির মেয়াদ থাকতে হবে অন্তত ছ'মাস ৷ ডিজি হওয়ার পরে পদে থাকতে হবে কমপক্ষে দু’বছর।

সুপ্রিম কোর্টের 2006 সালের প্রকাশ সিং মামলার নির্দেশিকা অনুসারে, প্রতিটি রাজ্যকে ইউপিএসসি-তে ডিজি পদপ্রার্থী আইপিএসদের তালিকা পাঠাতে হত। ইউপিএসসি সেই তালিকা খতিয়ে দেখে তিনজনের একটি শর্টলিস্ট পাঠাত। সেই তালিকা থেকে একজনকে ডিজি হিসেবে নিয়োগ করত রাজ্য সরকার।

মূলত এই সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার এই নিয়োগ প্রক্রিয়া গড়ে তুলেছে। যেহেতু এই সিলেকশন কমিটির মধ্যেই ইউপিএস-র প্রতিনিধি থাকেন সেক্ষেত্রে গোটা প্রক্রিয়ার অংশ ইউপিএসসিও হয়। আর এই প্রক্রিয়ায় কেন্দ্রকে এড়িয়ে ডিজি নিয়োগ সম্ভব। যেহেতু রাজীব কুমারের মেয়াদ রয়েছে আর ছয় মাস। প্রশাসনিক মহলের দাবি, রাজীব কুমারকে স্থায়ী ডিজি করতে কেন্দ্রীয় সম্মতির প্রয়োজন ছিল বলেই, বিকল্প পথের খোঁজে ছিল নবান্ন। নতুন এই পদ্ধতিতে রাজীব কুমারকে আরও দু'বছর এই পদে রেখে দেওয়া হতে পারে বলে খবর।

তবে নতুন কোনও নিয়ম নয়। 1861 সালের ইন্ডিয়ান পুলিশ অ্যাক্ট-ই এই নিয়মের ভিত্তি করেই এই প্রক্রিয়া চালু করা হতে পারে বলে মনে করা হচ্ছে । ডিজি নিয়োগে দিল্লির ছাড়পত্র না নিয়ে রাজ্য যখন নিজস্ব পথ নিচ্ছে—তখন তা নিছক প্রশাসনিক নয়, রাজনৈতিক বার্তাও বয়ে আনছে বলে মনে করছেন অনেকেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.