ইলামবাজার, 13 এপ্রিল: বীরভূমের প্রাচীন গালা শিল্প বাঁচাতে শুরু হল প্রশিক্ষণ । ইলামবাজারে প্রাথমিকভাবে 30 জন শিল্পীকে প্রশিক্ষণ দেওয়া হবে । প্রশিক্ষণ দেবেন প্রখ্যাত গালা শিল্পী শেখ ইউসুফ আলি ৷ শনিবার ইলামবাজারে এই মর্মে একটি কর্মশালা করা হয় ৷ সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা ৷ মন্ত্রী জানান, লাক্ষা উৎপাদনের জন্য ভিন জেলা থেকে গাছ এনেও লাগানো হবে ।
প্রসঙ্গত, বীরভূমের ইলামবাজার হল ভারতের প্রাচীন গালা শিল্পের উৎপত্তিস্থল ৷ এই মুহূর্তে সেই শিল্প বাঁচিয়ে রেখেছেন একমাত্র শিল্পী ইউসুফ আলি । কয়েক দিন আগেই ইটিভি ভারতের প্রতিবেদনে সরকারি গাফিলতির কথা বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি ৷ এরপরেই প্রাচীন গালা শিল্প বাঁচাতে উদ্যোগ নেওয়া হল প্রশাসনের তরফে ৷
এদিন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা বলেন, "গালা শিল্প বহু প্রাচীন ৷ আর ইলামবাজারে এই শিল্পের ব্যাপক প্রচলন ছিল ৷ সেই শিল্পকে নতুন করে প্রসার ঘটাতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে ৷ প্রাথমিকভাবে 30 জনকে প্রশিক্ষণ দেব আমরা ৷ তাঁদের শিল্পসামগ্রী বিক্রির জন্য মেলা-বাজার প্রভৃতি ব্যবস্থা করা হচ্ছে । প্রয়োজনে ভিন জেলা থেকে গাছ এনে লাগানো হবে, যে গাছগুলিতে লাক্ষা পোকা বাসা করে ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদা অজয় নদের তীরবর্তী এলাকায় ইলামবাজারে ব্যাপক গালা শিল্পের ব্যবসা হত ৷ বিশেষ করে মুঘল আমলে ৷ এই এলাকায় বিস্তীর্ণ বনাঞ্চল, সেখানে উৎকৃষ্ট মানের লাক্ষা উৎপাদন হত । ব্রিটিশ আমলেও এই শিল্পের রমরমা ছিল ৷ পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এই শিল্পের প্রতি আকৃষ্ট হন । এরপরেই বিশ্বভারতীর শিল্পসদনে শুরু হয়েছিল গালা শিল্পের প্রশিক্ষণ । ইলামবাজার থেকেই গুঁই সম্প্রদায়ের শিল্পীরা এসে প্রশিক্ষণ দিতেন ৷ তাও পরবর্তীতে বন্ধ হয়ে যায় ৷

এই মুহূর্তে ইলামবাজারের প্রাচীন গালা শিল্পকে বাঁচিয়ে রেখেছেন বোলপুরের সুরুল গ্রামের শেখ ইউসুফ আলি । এদিন রাজ্যের কুটির শিল্প দফতরের তরফে ইলামবাজারে গালা শিল্পের একটি কর্মশালার আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও বীরভূমের জেলাশাসক বিধান রায়, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিনহা, বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ, ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার, বিশ্বভারতীর কলাভবনের অধ্যাপক অমিয় নিমাই ধারা প্রমুখ ৷ প্রশিক্ষক হিসাবে ছিলেন শিল্পী ইউসুফ আলি ৷ তাঁর শিল্পকর্মও প্রদর্শিত হয় এখানে ৷

এ বিষয়ে ইলামবাজারের বিডিও অনির্বাণ মজুমদার বলেন, "আমরা প্রশিক্ষণ দিয়ে গালা শিল্পের কাজ শুরু করতে চলেছি ৷ শিল্পী ইউসুফ আলিই প্রশিক্ষণ দেবেন ৷ এই ইলামবাজারের গালা শিল্পের একটা প্রাচীন ইতিহাস আছে ৷ সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে ।"