ETV Bharat / state

চাকরির সুযোগ 14 হাজার ! উচ্চ প্রাথমিকের নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি - Upper Primary Panel List

Upper Primary Recruitment: হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি ৷ তবে 14 হাজার 52 জনের নাম প্রকাশের কথা থাকলেও পুরোপুরি তা প্রকাশ করা হয়নি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 10:57 PM IST

Upper Primary Recruitment
উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করল এসএসসি (ইটিভি ভারত)

কলকাতা, 25 সেপ্টেম্বর: উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধা তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল । তবে হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছিল শীর্ষ আদালত ৷ বুধবার সেই নির্দেশ মেনেই মেধা তালিকা প্রকাশ করল এসএসসি ।

এদিন 14 হাজার 52 জনের মেধা তালিকা প্রকাশ করার কথা থাকলেও 13 হাজার 959 জনের নামের তালিকা প্রকাশ করা হয় । উচ্চ প্রাথমিকে 14 হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল । কারণ, হাইকোর্ট 14 হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিলেও সেই নির্দেশকে সংরক্ষণ নীতির বিরোধী দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী । ফলে নতুন করে জটিলতা তৈরি হয় ।

Upper Primary Panel List
প্রকাশিত হওয়া মেধা তালিকা (ইটিভি ভারত)

এসএসসি সূত্রে জানা গিয়েছে, এদিন যে মেধাতালিকা প্রকাশ করা হল সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2014 সালের জানুয়ারি মাসে । 2015 সালে পরীক্ষা নেওয়া হয় । তার পরের বছর অর্থাৎ, 2016 সালের সেপ্টেম্বর মাসে ফলপ্রকাশ করা হয় । কিন্তু মেধাতালিকা প্রকাশ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে । তার জেরে দু'বার মেধাতালিকা বাতিল হয়ে যায় ।

এদিন ফের তৃতীয়বারের জন্য মেধাতালিকা প্রকাশ করা হয় ৷ আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে সেই ভিত্তিতে চাকরিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয় । সেই রায় মেনে 14 হাজার 52টি পদে নিয়োগ শুরু করে এসএসসি । কিন্তু ফের সুপ্রিম কোর্টে মামলার ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা শুরু হয় ।

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে নির্দেশ হাইকোর্টের ! শূন্যপদ 14 হাজারেরও বেশি

কলকাতা, 25 সেপ্টেম্বর: উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের মেধা তালিকা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল । তবে হাইকোর্টের নির্দেশকেই বহাল রেখেছিল শীর্ষ আদালত ৷ বুধবার সেই নির্দেশ মেনেই মেধা তালিকা প্রকাশ করল এসএসসি ।

এদিন 14 হাজার 52 জনের মেধা তালিকা প্রকাশ করার কথা থাকলেও 13 হাজার 959 জনের নামের তালিকা প্রকাশ করা হয় । উচ্চ প্রাথমিকে 14 হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল । কারণ, হাইকোর্ট 14 হাজারের বেশি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিলেও সেই নির্দেশকে সংরক্ষণ নীতির বিরোধী দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কয়েকজন চাকরিপ্রার্থী । ফলে নতুন করে জটিলতা তৈরি হয় ।

Upper Primary Panel List
প্রকাশিত হওয়া মেধা তালিকা (ইটিভি ভারত)

এসএসসি সূত্রে জানা গিয়েছে, এদিন যে মেধাতালিকা প্রকাশ করা হল সেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল 2014 সালের জানুয়ারি মাসে । 2015 সালে পরীক্ষা নেওয়া হয় । তার পরের বছর অর্থাৎ, 2016 সালের সেপ্টেম্বর মাসে ফলপ্রকাশ করা হয় । কিন্তু মেধাতালিকা প্রকাশ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে । তার জেরে দু'বার মেধাতালিকা বাতিল হয়ে যায় ।

এদিন ফের তৃতীয়বারের জন্য মেধাতালিকা প্রকাশ করা হয় ৷ আদালতের নির্দেশে উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশ করে সেই ভিত্তিতে চাকরিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয় । সেই রায় মেনে 14 হাজার 52টি পদে নিয়োগ শুরু করে এসএসসি । কিন্তু ফের সুপ্রিম কোর্টে মামলার ফলে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা শুরু হয় ।

উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে নির্দেশ হাইকোর্টের ! শূন্যপদ 14 হাজারেরও বেশি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.