ETV Bharat / state

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি, যন্তরমন্তরে ধর্নায় চাকরিহারা 'শিক্ষকরা' - JOBLESS TEACHERS PROTEST

যে কোনও উপায়ে চাকরি ফিরিয়ে দেওয়া হোক । যন্তরমন্তরে ধর্নায় বসে সরকারের কাছে আর্জি 'যোগ্য' চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ।

Jobless Teacher Protest at Jantar Mantar
যন্তরমন্তরে চাকরিহারা শিক্ষকদের ধর্না (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 16, 2025 at 5:38 PM IST

3 Min Read

নয়াদিল্লি/কলকাতা, 16 এপ্রিল: রাজধানীর বুকে ধরনায় বসলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকেরা । সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে দিল্লির উদ্দেশ্যে একটি বাস রওনা দিয়েছিল । প্রায় 65 জন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে নিয়ে বুধবার ভোর রাতে দিল্লি পৌঁছেছে সেই বাস । তারপরেই এদিন দিল্লিতে যন্তরমন্তরের সামনে শুরু হয় 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের ধর্নাবস্থান ।

দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান চলে । একদিনের কর্মসূচি সেরে আবারও কলকাতায় ফিরে আসবেন শিক্ষকরা । মূলত, দিল্লি যাওয়ার মাধ্যমে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা তাদের এই দুর্দশার ছবি তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য সাংসদদের কাছেও ।

যন্তরমন্তরে ধর্নায় 'যোগ্য' চাকরিহারারা (ইটিভি ভারত)

সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরি বাতিল হয়েছে 25 হাজার 753 জনের । সেখানে রয়েছে বহু অযোগ্য শিক্ষক । যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন । কিন্তু সেই তালিকার পাশাপাশি এই প্রায় 26 হাজার জনের মধ্যে রয়েছেন বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীও । যাদের নিয়ে তদন্ত করেছিল সিবিআই । কিন্তু সেই রিপোর্টকে মান্যতা দেয়নি দেশের শীর্ষ আদালত । ফলে বাতিল হয়েছে 2016 সালের গোটা প্যানেল । তাতেই রাজ্যের স্কুলগুলিতে উঠে এসেছে দুর্দশার ছবি ।

কেন অন্যায় না-করা সত্ত্বেও শাস্তি পেতে হচ্ছে ? সেই প্রশ্ন তুলেই পথে নেমেছেন 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । সেই প্রশ্ন নিয়েই এবার দিল্লিতে একদিনের কর্মসূচি রাখলেন তাঁরা ।

Jobless Teacher Protest at Jantar Mantar
যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে নয়াদিল্লিতে চাকরিহারা শিক্ষকদের ধর্না (ইটিভি ভারত)

দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আমি গোটা দেশের মানুষের কাছে জানাতে চাইছি আমাদের সঙ্গে কী অন্যায় হয়েছে ? যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা যোগ্য, যাদের বিরুদ্ধে একটাও অভিযোগ নেই, তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে ? কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছে । যে সমস্ত কর্তৃপক্ষ এবং নেতা-মন্ত্রীরা এই টাকা খেয়ে চাকরি দিয়েছিল, তাদের যেন উপযুক্ত শাস্তি হয় । তাদের মৃত্যু হোক । এর পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও শাস্তি দেওয়া হোক । কিন্তু তাদের শাস্তির সঙ্গে কেন আমাদেরকে শাস্তি দেওয়া হবে ।"

জানা দিয়েছে, দিল্লি যাবার পথে যে সমস্ত জায়গায় শিক্ষকরা বিশ্রাম নিয়েছেন সেখানেও লিফলেট বিলি করেছেন তাঁরা । এলাহাবাদ বাইপাস এলাকার পাশাপাশি উত্তরপ্রদেশের একটি স্কুলেও লিফলেট হাতে পৌঁছে গিয়েছিলেন এই 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ।

এই বিষয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আমরা দিল্লিতে এসেছি যাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং যে সমস্ত সংসদরা রয়েছে তারাও বিষয়টিতে হস্তক্ষেপ করেন । কারণ তাদের জানা উচিত আমরা তাদেরই দেশের মানুষ । সিবিআই, বাগ কমিটি তদন্ত করে রিপোর্ট জমা করেছে । সেখানেও আমাদের বিরুদ্ধে একটাও অভিযোগ উঠে আসেনি । আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন কোর্টে উপযুক্ত তথ্য দিয়ে আমাদের চাকরি যে কোনও উপায় ফিরিয়ে দিক ।"

নয়াদিল্লি/কলকাতা, 16 এপ্রিল: রাজধানীর বুকে ধরনায় বসলেন চাকরিহারা 'যোগ্য' শিক্ষকেরা । সোমবার ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে দিল্লির উদ্দেশ্যে একটি বাস রওনা দিয়েছিল । প্রায় 65 জন চাকরিহারা 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীকে নিয়ে বুধবার ভোর রাতে দিল্লি পৌঁছেছে সেই বাস । তারপরেই এদিন দিল্লিতে যন্তরমন্তরের সামনে শুরু হয় 'যোগ্য' চাকরিহারা শিক্ষকদের ধর্নাবস্থান ।

দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই অবস্থান চলে । একদিনের কর্মসূচি সেরে আবারও কলকাতায় ফিরে আসবেন শিক্ষকরা । মূলত, দিল্লি যাওয়ার মাধ্যমে চাকরিহারা 'যোগ্য' শিক্ষকরা তাদের এই দুর্দশার ছবি তুলে ধরতে চাইছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও অন্যান্য সাংসদদের কাছেও ।

যন্তরমন্তরে ধর্নায় 'যোগ্য' চাকরিহারারা (ইটিভি ভারত)

সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় চাকরি বাতিল হয়েছে 25 হাজার 753 জনের । সেখানে রয়েছে বহু অযোগ্য শিক্ষক । যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন । কিন্তু সেই তালিকার পাশাপাশি এই প্রায় 26 হাজার জনের মধ্যে রয়েছেন বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীও । যাদের নিয়ে তদন্ত করেছিল সিবিআই । কিন্তু সেই রিপোর্টকে মান্যতা দেয়নি দেশের শীর্ষ আদালত । ফলে বাতিল হয়েছে 2016 সালের গোটা প্যানেল । তাতেই রাজ্যের স্কুলগুলিতে উঠে এসেছে দুর্দশার ছবি ।

কেন অন্যায় না-করা সত্ত্বেও শাস্তি পেতে হচ্ছে ? সেই প্রশ্ন তুলেই পথে নেমেছেন 'যোগ্য' চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা । সেই প্রশ্ন নিয়েই এবার দিল্লিতে একদিনের কর্মসূচি রাখলেন তাঁরা ।

Jobless Teacher Protest at Jantar Mantar
যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে নয়াদিল্লিতে চাকরিহারা শিক্ষকদের ধর্না (ইটিভি ভারত)

দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আমি গোটা দেশের মানুষের কাছে জানাতে চাইছি আমাদের সঙ্গে কী অন্যায় হয়েছে ? যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা যোগ্য, যাদের বিরুদ্ধে একটাও অভিযোগ নেই, তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে ? কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছে । যে সমস্ত কর্তৃপক্ষ এবং নেতা-মন্ত্রীরা এই টাকা খেয়ে চাকরি দিয়েছিল, তাদের যেন উপযুক্ত শাস্তি হয় । তাদের মৃত্যু হোক । এর পাশাপাশি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও শাস্তি দেওয়া হোক । কিন্তু তাদের শাস্তির সঙ্গে কেন আমাদেরকে শাস্তি দেওয়া হবে ।"

জানা দিয়েছে, দিল্লি যাবার পথে যে সমস্ত জায়গায় শিক্ষকরা বিশ্রাম নিয়েছেন সেখানেও লিফলেট বিলি করেছেন তাঁরা । এলাহাবাদ বাইপাস এলাকার পাশাপাশি উত্তরপ্রদেশের একটি স্কুলেও লিফলেট হাতে পৌঁছে গিয়েছিলেন এই 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ।

এই বিষয়ে চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, "আমরা দিল্লিতে এসেছি যাতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং যে সমস্ত সংসদরা রয়েছে তারাও বিষয়টিতে হস্তক্ষেপ করেন । কারণ তাদের জানা উচিত আমরা তাদেরই দেশের মানুষ । সিবিআই, বাগ কমিটি তদন্ত করে রিপোর্ট জমা করেছে । সেখানেও আমাদের বিরুদ্ধে একটাও অভিযোগ উঠে আসেনি । আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন কোর্টে উপযুক্ত তথ্য দিয়ে আমাদের চাকরি যে কোনও উপায় ফিরিয়ে দিক ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.