ETV Bharat / state

শিলিগুড়ির স্কুলে ‘অবাক জলপান’! পড়ুয়াদের সুস্থ রাখতে চালু ওয়াটার বেল - WATER BELL

পর্যাপ্ত জলপান করে না পড়ুয়ারা ৷ পড়ুয়ারা যাতে প্রচণ্ড গরমে পর্যাপ্ত জল পান করে তার জন্য শিলিগুড়ির স্কুলে চালু 'ওয়াটার বেল’ ৷

Water Bell
ওয়াটার বেল পড়তেই জলপানে ব্যস্ত খুদে পড়ুয়ারা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 11, 2025 at 3:11 PM IST

2 Min Read

শিলিগুড়ি, 11 জুন: আচমকা ক্লাস চলার মাঝে স্কুলে বেজে উঠছে ঘণ্টা । তবে এটা ক্লাস শেষ হওয়ার বা স্কুল ছুটি হওয়ার নয় । এটা হল, ওয়াটার বেল। ওই ঘণ্টার আওয়াজ শুনেই সমস্ত খুদে পড়ুয়ারা জলের বোতল থেকে পান করতে হবে জল । খুদে স্কুল ছাত্রছাত্রীদের এই তীব্র দাবদাহ থেকে বাঁচাতে এমনটাই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল শিলিগুড়ির এক সরকারি প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তীব্র দাবদাহ চলছে । তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ গরমে নাজেহাল সাধারণ মানুষ । গরম থেকে রেহাই পেতে ছায়া আর একটু শীতলতার খোঁজে প্রত্যেকে । আর এই অসহ্য গরম মানেই ডিহাইড্রেশন । প্রাপ্তবয়স্করা তাও নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই সচেতন । কিন্তু খুদেরা ? তাও যদি আবার তারা হয় স্কুল পড়ুয়া !

Water Bell
ওয়াটার বেল পড়তেই জলপানে ব্যস্ত এক খুদে পড়ুয়া (নিজস্ব ছবি)

এমনিতেই শিশুদের মধ্যে জলপান করার প্রবণতা কম । আর স্কুলে থাকলে অনেকেই আবার ঠিকমতো পর্যাপ্ত জলপান করে না । যার ফলে অনেককেই অসুখে ভুগতে হয় । এই বিষয়টি মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল ।

Water Bell
জলপানের জন্য দেওয়া হচ্ছে ওয়াটার বেল (নিজস্ব ছবি)

স্কুল চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টা বাজানো হয় । আর সেই ঘণ্টা বাজলেই প্রত্যেক পড়ুয়াদের জলপান করতেই হবে । সেটা এক্কেবারে বাধ্যতামূলক । এমনকি স্কুলের শিক্ষকরাও পঠনপাঠনের মতো সেই বিষয়ে কড়া নজর রাখেন । স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও ।

Water Bell
শিলিগুড়ির এই স্কুলেই চালু হয়েছে ওয়াটার বেল (নিজস্ব ছবি)

স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন দাস বলেন, "আমরা নির্দিষ্ট দুটো সময়ে ঘণ্টা বাজাবো । ওই ঘণ্টা বাজলেই ছাত্রদের জল পান করতেই হবে । এই গরমে পর্যাপ্ত জলপান না-করলে শিশুরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে । যে কারণে এই ওয়াটার বেলের উদ্যোগ । আসলে শিশুরা সময়মতো পর্যাপ্ত জলপান করে না । স্কুলে বন্ধুবান্ধবদের সঙ্গে অনেকে ভুলে যায় । তারা যাতে এই প্রচণ্ড গরমে অসুস্থ না-হয়ে পড়ে, সেজন্য এই ওয়াটার বেলের মাধ্যমে পানীয় জলপান করানো হয় ।"

Water Bell
ওয়াটার বেল পড়তেই জলপানে ব্যস্ত খুদে পড়ুয়ারা (নিজস্ব ছবি)

এক ছাত্রের মা প্রীতি দাস বলেন, "খুব ভালো উদ্যোগ । আমার ছেলেই জল কম পান করে । স্কুলে থাকলে ঠিকমতো জল পান করত না । আর যা গরম পড়েছে, তাতে পর্যাপ্ত জল পান না-করলে অসুস্থ হতেই পারে । স্কুল কর্তৃপক্ষ যে ওয়াটার বেলের মাধ্যমে ছাত্রদের জলপান করানো বাধ্যতামূলক করেছে, সেটাকে সত্যি সাধুবাদ জানাই ।"

আরও পড়ুন -

  1. স্কুলে শিক্ষক নেই, আচমকাই বন্ধ একাদশ শ্রেণি; অথৈ জলে ছাত্রছাত্রীরা
  2. সিলেবাসে অপারেশন সিঁদুর, সেনার বীরত্ব জানবে প্রথম থেকে দ্বাদশের পড়ুয়ারা
  3. যুদ্ধ হলে কী করণীয় ? খুদে পড়ুয়া-অভিভাবকদের নিয়ে মক ড্রিল স্কুলে

শিলিগুড়ি, 11 জুন: আচমকা ক্লাস চলার মাঝে স্কুলে বেজে উঠছে ঘণ্টা । তবে এটা ক্লাস শেষ হওয়ার বা স্কুল ছুটি হওয়ার নয় । এটা হল, ওয়াটার বেল। ওই ঘণ্টার আওয়াজ শুনেই সমস্ত খুদে পড়ুয়ারা জলের বোতল থেকে পান করতে হবে জল । খুদে স্কুল ছাত্রছাত্রীদের এই তীব্র দাবদাহ থেকে বাঁচাতে এমনটাই অভিনব উদ্যোগ নিতে দেখা গেল শিলিগুড়ির এক সরকারি প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তীব্র দাবদাহ চলছে । তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ৷ গরমে নাজেহাল সাধারণ মানুষ । গরম থেকে রেহাই পেতে ছায়া আর একটু শীতলতার খোঁজে প্রত্যেকে । আর এই অসহ্য গরম মানেই ডিহাইড্রেশন । প্রাপ্তবয়স্করা তাও নিজেদের স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই সচেতন । কিন্তু খুদেরা ? তাও যদি আবার তারা হয় স্কুল পড়ুয়া !

Water Bell
ওয়াটার বেল পড়তেই জলপানে ব্যস্ত এক খুদে পড়ুয়া (নিজস্ব ছবি)

এমনিতেই শিশুদের মধ্যে জলপান করার প্রবণতা কম । আর স্কুলে থাকলে অনেকেই আবার ঠিকমতো পর্যাপ্ত জলপান করে না । যার ফলে অনেককেই অসুখে ভুগতে হয় । এই বিষয়টি মাথায় রেখে এক অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুল ।

Water Bell
জলপানের জন্য দেওয়া হচ্ছে ওয়াটার বেল (নিজস্ব ছবি)

স্কুল চলাকালীন নির্দিষ্ট সময় অন্তর ঘণ্টা বাজানো হয় । আর সেই ঘণ্টা বাজলেই প্রত্যেক পড়ুয়াদের জলপান করতেই হবে । সেটা এক্কেবারে বাধ্যতামূলক । এমনকি স্কুলের শিক্ষকরাও পঠনপাঠনের মতো সেই বিষয়ে কড়া নজর রাখেন । স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও ।

Water Bell
শিলিগুড়ির এই স্কুলেই চালু হয়েছে ওয়াটার বেল (নিজস্ব ছবি)

স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন দাস বলেন, "আমরা নির্দিষ্ট দুটো সময়ে ঘণ্টা বাজাবো । ওই ঘণ্টা বাজলেই ছাত্রদের জল পান করতেই হবে । এই গরমে পর্যাপ্ত জলপান না-করলে শিশুরা অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে । যে কারণে এই ওয়াটার বেলের উদ্যোগ । আসলে শিশুরা সময়মতো পর্যাপ্ত জলপান করে না । স্কুলে বন্ধুবান্ধবদের সঙ্গে অনেকে ভুলে যায় । তারা যাতে এই প্রচণ্ড গরমে অসুস্থ না-হয়ে পড়ে, সেজন্য এই ওয়াটার বেলের মাধ্যমে পানীয় জলপান করানো হয় ।"

Water Bell
ওয়াটার বেল পড়তেই জলপানে ব্যস্ত খুদে পড়ুয়ারা (নিজস্ব ছবি)

এক ছাত্রের মা প্রীতি দাস বলেন, "খুব ভালো উদ্যোগ । আমার ছেলেই জল কম পান করে । স্কুলে থাকলে ঠিকমতো জল পান করত না । আর যা গরম পড়েছে, তাতে পর্যাপ্ত জল পান না-করলে অসুস্থ হতেই পারে । স্কুল কর্তৃপক্ষ যে ওয়াটার বেলের মাধ্যমে ছাত্রদের জলপান করানো বাধ্যতামূলক করেছে, সেটাকে সত্যি সাধুবাদ জানাই ।"

আরও পড়ুন -

  1. স্কুলে শিক্ষক নেই, আচমকাই বন্ধ একাদশ শ্রেণি; অথৈ জলে ছাত্রছাত্রীরা
  2. সিলেবাসে অপারেশন সিঁদুর, সেনার বীরত্ব জানবে প্রথম থেকে দ্বাদশের পড়ুয়ারা
  3. যুদ্ধ হলে কী করণীয় ? খুদে পড়ুয়া-অভিভাবকদের নিয়ে মক ড্রিল স্কুলে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.