ETV Bharat / state

বিধানসভায় বিজেপির নতুন মুখ্য সচেতক হচ্ছেন শঙ্কর ঘোষ - BJP ASSEMBLY CHIEF WHIP

BJP ASSEMBLY CHIEF WHIP SHANKAR GHOSH: মনোজ টিজ্ঞার ছেড়ে যাওয়া পদে বসছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির নতুন মুখ্য সচেতক হচ্ছেন তিনি ৷ অর্থাৎ, ফের একবার বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক পদে উত্তরবঙ্গকে প্রাধান্য দিল রাজ্য নেতৃত্ব ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 10:36 AM IST

Updated : Jun 19, 2024, 12:06 PM IST

BJP Chief Whip Shankar Ghosh
পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির নতুন চিফ হুইপ হচ্ছেন শঙ্কর ঘোষ ৷ (নিজস্ব চিত্র)

শিলিগুড়ি, 19 জুন: রাজ্য বিধানসভায় বিজেপির নতুন চিফ হুইপ বা মুখ্য সচেতক হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ বুধবার রাতে কলকাতায় শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে বসেন বিজেপি বিধায়করা ৷ সেই বৈঠকেই শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এর আগে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা ৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে জন বারলার পরিবর্তে তাঁকে আলিপুরদুয়ার আসন থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল ৷ নির্বাচনে জিতে তিনি এখন সাংসদ ৷ ফলে ওই আসনে উপনির্বাচন হবে ৷ মনোজ টিজ্ঞার পর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ বেশ কয়েকবার এনিয়ে বৈঠকেও বসে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ শেষে শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ আজ বুধবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজেপির তরফে ৷

শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়কের পাশাপাশি সাংগঠনিকভাবে রাজ্য বিজেপির সম্পাদক পদে রয়েছেন ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি ৷ উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77 আসনে জয় পেলে, কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা দক্ষিণবঙ্গ এবং মুখ্য সচেতক উত্তরবঙ্গের কোনও বিধায়ককে করা হবে ৷ সেই মতো মনোজ টিজ্ঞাকে মুখ্য সচেতক করা হয়েছিল ৷ শেষ লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে খুব ভালো ফল করেছে বিজেপি ৷ ফলে এবারও মুখ্য সচেতক বাছাইয়ের সিদ্ধান্তে অন্যথা হয়নি ৷

বিজেপির পরিষদীয় দলের সূত্রে খবর, বিধানসভায় পরবর্তী অধিবেশন ডাকা হলে, তখন শঙ্কর ঘোষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৷ তবে, বিজেপির পরিষদীয় কমিটির তরফে শঙ্কর ঘোষ যে মুখ্য সচেতক হচ্ছেন, তা জানিয়ে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, "আমাকে এখনও আনুষ্ঠানিকভাব কিছু জানানো হয়নি ৷ দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা সব রকমভাবে পালন করব ৷"

শিলিগুড়ি, 19 জুন: রাজ্য বিধানসভায় বিজেপির নতুন চিফ হুইপ বা মুখ্য সচেতক হচ্ছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ বুধবার রাতে কলকাতায় শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বৈঠকে বসেন বিজেপি বিধায়করা ৷ সেই বৈঠকেই শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতি রয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, এর আগে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ছিলেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের বিধায়ক মনোজ টিজ্ঞা ৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে জন বারলার পরিবর্তে তাঁকে আলিপুরদুয়ার আসন থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল ৷ নির্বাচনে জিতে তিনি এখন সাংসদ ৷ ফলে ওই আসনে উপনির্বাচন হবে ৷ মনোজ টিজ্ঞার পর বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক কে হবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ বেশ কয়েকবার এনিয়ে বৈঠকেও বসে বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ শেষে শঙ্কর ঘোষকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে ৷ আজ বুধবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজেপির তরফে ৷

শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়কের পাশাপাশি সাংগঠনিকভাবে রাজ্য বিজেপির সম্পাদক পদে রয়েছেন ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেও পরিচিত তিনি ৷ উল্লেখ্য, 2021 বিধানসভা নির্বাচনে বিজেপি 77 আসনে জয় পেলে, কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেয় বিরোধী দলনেতা দক্ষিণবঙ্গ এবং মুখ্য সচেতক উত্তরবঙ্গের কোনও বিধায়ককে করা হবে ৷ সেই মতো মনোজ টিজ্ঞাকে মুখ্য সচেতক করা হয়েছিল ৷ শেষ লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গে খুব ভালো ফল করেছে বিজেপি ৷ ফলে এবারও মুখ্য সচেতক বাছাইয়ের সিদ্ধান্তে অন্যথা হয়নি ৷

বিজেপির পরিষদীয় দলের সূত্রে খবর, বিধানসভায় পরবর্তী অধিবেশন ডাকা হলে, তখন শঙ্কর ঘোষের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ৷ তবে, বিজেপির পরিষদীয় কমিটির তরফে শঙ্কর ঘোষ যে মুখ্য সচেতক হচ্ছেন, তা জানিয়ে দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, "আমাকে এখনও আনুষ্ঠানিকভাব কিছু জানানো হয়নি ৷ দল আমাকে যে দায়িত্ব দেবে আমি তা সব রকমভাবে পালন করব ৷"

Last Updated : Jun 19, 2024, 12:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.