শিলিগুড়ি, 11 এপ্রিল: দৈনন্দিন জীবনে ফেলে দেওয়া প্লাস্টিকের অবাধ বিচরণ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ বেহাল নিকাশি ব্যবস্থার জন্যও অনেকাংশে দায়ী এই প্লাস্টিক ৷ কঠিন এই সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মহকুমা পরিষদ ৷ খুব শীঘ্রই মহকুমায় তৈরি হতে চলেছে প্লাস্টিকের রাস্তা ৷ 3টি রাস্তা তৈরি করা হবে অবাঞ্ছিত এই প্লাস্টিক দিয়ে ৷
দু'মাস আগে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইউনিট শুরু করা হয় ৷ ইউনিট শুরু হওয়ার দু'মাসের মধ্যে রাস্তা তৈরির প্রকল্পটি হাতে নিয়েছে মহকুমা পরিষদ ৷ জানা গিয়েছে, ইতিমধ্যেই সেই ইউনিটে 22টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাজার, হাট ও এলাকা থেকে সংগ্রহ করা প্লাস্টিক প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়েছে ৷
ইউনিট থেকে প্লাস্টিকের কুচি সংগ্রহ করে তিনটি প্লাস্টিক রোড তৈরি করা হবে । মাটিগাড়া ব্লকের অধীনে শিলিগুড়ি সংলগ্ন রামঘাট শ্মশান থেকে বালাসন সেতু পর্যন্ত একটি রাস্তা রয়েছে । মহকুমা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাস্তাটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার । পথশ্রী-3 প্রকল্পের অধীনে প্লাস্টিক দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তাটি । এই রাস্তা তৈরিতে খরচ হবে প্রায় 65 লক্ষ টাকা ।
পাশাপাশি, বিধাননগর-2 গ্রাম পঞ্চায়েতে 31 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা প্লাস্টিক দিয়ে তৈরি করার পরিকল্পনা রয়েছে মহকুমা পরিষদের । তার জন্য পঞ্চদশ অর্থ কমিশন থেকে 11 লক্ষ 98 হাজার 193 টাকা বরাদ্দ হয়েছে এবং খড়িবাড়ি ব্লকের পথশ্রী-3 প্রকল্পে আরও একটি এক কিলোমিটার লম্বা প্লাস্টিক রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে । তার জন্য বরাদ্দ হয়েছে সাড়ে 38 লক্ষ টাকা ।
এই বিষয়ে মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, "পরিবেশ দূষণ রুখতে রাজ্য সরকারের নির্দেশে প্লাস্টিক ইউনিট তৈরি হয়েছে । এবার সেই ইউনিটে প্রক্রিয়াকরণের পর প্লাস্টিকের রোডগুলি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে । সবকিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই মাটিগাড়ার রাস্তাটি তৈরি হয়ে যাবে । এই রাস্তাগুলি পিচের রাস্তার মতোই টেকসই হবে ।"
তিনি আরও জানান, এরপর বাগডোগরা, নকশালবাড়ি ও খড়িবাড়িতেও প্লাস্টিক প্রক্রিয়াকরণ ইউনিট তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরবর্তীতে সেখান থেকে উৎপাদিত প্লাস্টিক রাস্তা তৈরির কাজে ব্যবহার করা যাবে । রাস্তাগুলি তৈরি হওয়ার পর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্বোধন করার কথা রয়েছে ৷