ETV Bharat / state

লোকসভা ভোটের মুখে গুলি চলল হাওড়ায় - howrah firing

Howrah Shootout: লোকসভা নির্বাচনের আগে আবারও উতপ্ত হাওড়া। দুষ্কৃতীদের গুলিতে আহত এক ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 11:06 PM IST

Etv Bharat
Etv Bharat

হাওড়া, 6 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে ভর সন্ধ্যায় গুলি চলল হাওড়ার লিলুয়ার থানার এন রোড এলাকায় । জানা গিয়েছে, এক ব্যক্তিকে গুলি করে দু'টি বাইকে করে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে । সূত্রের খবর আহত ব্যক্তির নাম অষ্ট শ্রী। তাঁর বাড়ি কোণা শিব মন্দির এলাকায়। যদিও ঠিক কী কারনে তার উপর এই হামলা হল তা এখনও জানা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই এলাকায় এসে উপস্থিত হয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিরা । দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ । স্থানীয় বাসিন্দা দেবাংশু দত্ত বলেন, 'আগে অসামাজিক কাজে যুক্ত থাকলেও বছর দুয়েক আগে সব ছেড়ে দিয়েছে। এখন এলাকায় কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়ে অষ্ট। এ হেন ব্যক্তির উপর কেন আক্রমণ হল সেটা স্পষ্ট নয়। একটা বুলেট বাইকে চড়ে হেলমেট পরে আততায়ীরা এসেছিল। কেউ কিছু বুঝতে পারেনি। এখন আমাদেরও আতঙ্কে থাকব। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় করবে।'

যে দোকানের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে সেই দোকানের মালিক সোমনাথ নায়েক বলেন, 'আমার দোকানের সামনেই ঘটনাটি ঘটে। যদিও আমি সেই সময়ে উপস্থিত ছিলাম না।' হাওড়া সিটি পুলিশ সূত্রে জানান হয়েছে আহত ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটানাটি। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাইছে না তদন্তকারী আধিকারিকরা। সবমিলিয়ে নির্বাচনের আগে আবারও উতপ্ত হয়ে উঠল হাওড়া। গোটা রাজ্যেরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। একাধিক ঘটনায়। শনিবার সকালেই ভূপতিনগরে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। সেই ঘটনায় রিপোর্ট চেযেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

  1. দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টায় চলল গুলি, গড়িয়ায় গ্রেফতার 1
  2. 'সীমান্তে গুলি করেই বলছে বাংলাদেশি', শীতলকুচির প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা মমতার

হাওড়া, 6 এপ্রিল: লোকসভা নির্বাচনের আগে ভর সন্ধ্যায় গুলি চলল হাওড়ার লিলুয়ার থানার এন রোড এলাকায় । জানা গিয়েছে, এক ব্যক্তিকে গুলি করে দু'টি বাইকে করে চম্পট দেয় চার দুষ্কৃতী। ঘটনায় আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ভরতি করা হয় হাওড়া জেলা হাসপাতালে । সূত্রের খবর আহত ব্যক্তির নাম অষ্ট শ্রী। তাঁর বাড়ি কোণা শিব মন্দির এলাকায়। যদিও ঠিক কী কারনে তার উপর এই হামলা হল তা এখনও জানা সম্ভব হয়নি।

ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই এলাকায় এসে উপস্থিত হয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিরা । দুষ্কৃতীদের চিহ্নিত করতে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ । স্থানীয় বাসিন্দা দেবাংশু দত্ত বলেন, 'আগে অসামাজিক কাজে যুক্ত থাকলেও বছর দুয়েক আগে সব ছেড়ে দিয়েছে। এখন এলাকায় কোনো সমস্যা হলে ঝাঁপিয়ে পড়ে অষ্ট। এ হেন ব্যক্তির উপর কেন আক্রমণ হল সেটা স্পষ্ট নয়। একটা বুলেট বাইকে চড়ে হেলমেট পরে আততায়ীরা এসেছিল। কেউ কিছু বুঝতে পারেনি। এখন আমাদেরও আতঙ্কে থাকব। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় করবে।'

যে দোকানের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে সেই দোকানের মালিক সোমনাথ নায়েক বলেন, 'আমার দোকানের সামনেই ঘটনাটি ঘটে। যদিও আমি সেই সময়ে উপস্থিত ছিলাম না।' হাওড়া সিটি পুলিশ সূত্রে জানান হয়েছে আহত ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে গোটা ঘটানাটি। তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চাইছে না তদন্তকারী আধিকারিকরা। সবমিলিয়ে নির্বাচনের আগে আবারও উতপ্ত হয়ে উঠল হাওড়া। গোটা রাজ্যেরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। একাধিক ঘটনায়। শনিবার সকালেই ভূপতিনগরে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। সেই ঘটনায় রিপোর্ট চেযেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

  1. দিনে দুপুরে ছিনতাইয়ের চেষ্টায় চলল গুলি, গড়িয়ায় গ্রেফতার 1
  2. 'সীমান্তে গুলি করেই বলছে বাংলাদেশি', শীতলকুচির প্রসঙ্গ টেনে কেন্দ্রকে নিশানা মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.