ETV Bharat / state

বিনা আমন্ত্রণেই বিদেশ সফরে যান প্রধানমন্ত্রী, খরচ হয় কয়েকশো কোটি: শত্রুঘ্ন - SHATRUGHAN SINHA SLAMS PM MODI

বিনা আমন্ত্রণেই বিদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকশো কোটি টাকা খরচ করেন ৷ এমনই তীব্র ভাষায় আক্রমণ করলেন শত্রুঘ্ন সিনহা ৷

ETV BHARAT
বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 23, 2025 at 11:54 AM IST

2 Min Read

আসানসোল, 23 মার্চ: বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সম্মান দেওয়া হচ্ছে বলেই তিনি বিদেশে যাচ্ছেন ৷ আর প্রধানমন্ত্রী বিদেশে যান, বিনা আমন্ত্রণেই ৷

শত্রুঘ্নর কথায়, "এটা কি সরকার চালানোর পন্থা ? আপনার যখন ইচ্ছে হল একটা হাওয়াই জাহাজ নিয়ে আপনি বেরিয়ে পড়লেন । আপনার পিছনে পিছনে আরও একটি হাওয়াই জাহাজ । যার খরচ 238 কোটি টাকা !" শনিবার চিত্তরঞ্জনের দেশবন্ধু কলেজে তাঁর সাংসদ কোটার টাকায় নির্মিত একটি ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন সাংসদ শত্রুঘ্ন । সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তাঁর সমালোচনা করেন ।

বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ (নিজস্ব ভিডিয়ো)

শত্রুঘ্ন সিনহা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন, তাঁকে সম্মান দেওয়া হচ্ছে । অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটির থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কোথাও ডাকা হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করা হলে তাঁর এত সমস্যা হয়ে যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা তাঁর পছন্দ হয় না কেন ? পছন্দ হয় না রাহুল গান্ধির বিদেশযাত্রা । এঁরা বিদ্বান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বিদ্বান এবং এই প্রজন্মের ছাত্রছাত্রীদের এত উৎসাহ অনুপ্রেরণা দিতে পারেন, তাই তাঁকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডাকছে । আর তা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ।"

ETV BHARAT
তাঁর সাংসদ কোটার টাকায় নির্মিত একটি ভবনের উদ্বোধনে শত্রুঘ্ন (নিজস্ব চিত্র)

আসানসোলের সাংসদ আরও বলেন, "প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যখন তখন যেখানে খুশি ঘুরছেন । এই তো মরিসাস থেকে ঘুরে এলেন । যার কোনও কারণ ছিল না । আমেরিকা থেকে ঘুরে এলেন, সেটাতেও কোনও কারণ ছিল না । কী জন্য আমেরিকা গিয়েছিলেন, সেখান থেকে কী চুক্তি করে এলেন, কোনও কিছুই তো জানা গেল না । শেয়ার বাজারে এত ধস অথচ উনি কিছুই বলছেন না । উনি ঘুরছেন । পাকিস্তানের কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিত । পাকিস্তানের যখন অর্থনীতি খারাপ হয়ে গিয়েছিল, তখন সবাই ট্র্যাভেল বন্ধ করে দিয়েছিল । গাড়ির ব্যবহার বন্ধ করে দিয়েছিল । প্রধানমন্ত্রী বলেন একরকম, আর করেন আরেক রকম । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন সেটাই বলেন ।"

ETV BHARAT
চিত্তরঞ্জনের দেশবন্ধু কলেজে শত্রুঘ্ন সিনহা (নিজস্ব চিত্র)

অন্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের প্রচুর টাকা রাজ্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন শত্রুঘ্ন সিনহা । তিনি জানান, "আমি ও কীর্তি আজাদ-সহ অন্যান্য সাংসদরা বারবার কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, রাজ্যের টাকা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক । এমনকি ইউজিসি প্রকল্পেও রাজ্য অনেক টাকা পাবে । কিন্তু তা দেওয়া হচ্ছে না ৷"

আসানসোল, 23 মার্চ: বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সম্মান দেওয়া হচ্ছে বলেই তিনি বিদেশে যাচ্ছেন ৷ আর প্রধানমন্ত্রী বিদেশে যান, বিনা আমন্ত্রণেই ৷

শত্রুঘ্নর কথায়, "এটা কি সরকার চালানোর পন্থা ? আপনার যখন ইচ্ছে হল একটা হাওয়াই জাহাজ নিয়ে আপনি বেরিয়ে পড়লেন । আপনার পিছনে পিছনে আরও একটি হাওয়াই জাহাজ । যার খরচ 238 কোটি টাকা !" শনিবার চিত্তরঞ্জনের দেশবন্ধু কলেজে তাঁর সাংসদ কোটার টাকায় নির্মিত একটি ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন সাংসদ শত্রুঘ্ন । সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তাঁর সমালোচনা করেন ।

বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ (নিজস্ব ভিডিয়ো)

শত্রুঘ্ন সিনহা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন, তাঁকে সম্মান দেওয়া হচ্ছে । অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটির থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কোথাও ডাকা হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করা হলে তাঁর এত সমস্যা হয়ে যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা তাঁর পছন্দ হয় না কেন ? পছন্দ হয় না রাহুল গান্ধির বিদেশযাত্রা । এঁরা বিদ্বান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বিদ্বান এবং এই প্রজন্মের ছাত্রছাত্রীদের এত উৎসাহ অনুপ্রেরণা দিতে পারেন, তাই তাঁকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডাকছে । আর তা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ।"

ETV BHARAT
তাঁর সাংসদ কোটার টাকায় নির্মিত একটি ভবনের উদ্বোধনে শত্রুঘ্ন (নিজস্ব চিত্র)

আসানসোলের সাংসদ আরও বলেন, "প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যখন তখন যেখানে খুশি ঘুরছেন । এই তো মরিসাস থেকে ঘুরে এলেন । যার কোনও কারণ ছিল না । আমেরিকা থেকে ঘুরে এলেন, সেটাতেও কোনও কারণ ছিল না । কী জন্য আমেরিকা গিয়েছিলেন, সেখান থেকে কী চুক্তি করে এলেন, কোনও কিছুই তো জানা গেল না । শেয়ার বাজারে এত ধস অথচ উনি কিছুই বলছেন না । উনি ঘুরছেন । পাকিস্তানের কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিত । পাকিস্তানের যখন অর্থনীতি খারাপ হয়ে গিয়েছিল, তখন সবাই ট্র্যাভেল বন্ধ করে দিয়েছিল । গাড়ির ব্যবহার বন্ধ করে দিয়েছিল । প্রধানমন্ত্রী বলেন একরকম, আর করেন আরেক রকম । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন সেটাই বলেন ।"

ETV BHARAT
চিত্তরঞ্জনের দেশবন্ধু কলেজে শত্রুঘ্ন সিনহা (নিজস্ব চিত্র)

অন্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের প্রচুর টাকা রাজ্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন শত্রুঘ্ন সিনহা । তিনি জানান, "আমি ও কীর্তি আজাদ-সহ অন্যান্য সাংসদরা বারবার কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, রাজ্যের টাকা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক । এমনকি ইউজিসি প্রকল্পেও রাজ্য অনেক টাকা পাবে । কিন্তু তা দেওয়া হচ্ছে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.