আসানসোল, 23 মার্চ: বিদেশ সফর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরের প্রসঙ্গ টেনে তাঁর কটাক্ষ, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সম্মান দেওয়া হচ্ছে বলেই তিনি বিদেশে যাচ্ছেন ৷ আর প্রধানমন্ত্রী বিদেশে যান, বিনা আমন্ত্রণেই ৷
শত্রুঘ্নর কথায়, "এটা কি সরকার চালানোর পন্থা ? আপনার যখন ইচ্ছে হল একটা হাওয়াই জাহাজ নিয়ে আপনি বেরিয়ে পড়লেন । আপনার পিছনে পিছনে আরও একটি হাওয়াই জাহাজ । যার খরচ 238 কোটি টাকা !" শনিবার চিত্তরঞ্জনের দেশবন্ধু কলেজে তাঁর সাংসদ কোটার টাকায় নির্মিত একটি ভবনের উদ্বোধন করতে এসে একথা বলেন সাংসদ শত্রুঘ্ন । সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে তাঁর সমালোচনা করেন ।
শত্রুঘ্ন সিনহা বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছেন, তাঁকে সম্মান দেওয়া হচ্ছে । অক্সফোর্ডের মতো ইউনিভার্সিটির থেকে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে কোথাও ডাকা হয় না । মমতা বন্দ্যোপাধ্যায়কে নিমন্ত্রণ করা হলে তাঁর এত সমস্যা হয়ে যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা তাঁর পছন্দ হয় না কেন ? পছন্দ হয় না রাহুল গান্ধির বিদেশযাত্রা । এঁরা বিদ্বান । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বিদ্বান এবং এই প্রজন্মের ছাত্রছাত্রীদের এত উৎসাহ অনুপ্রেরণা দিতে পারেন, তাই তাঁকে অক্সফোর্ড ইউনিভার্সিটি ডাকছে । আর তা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ।"

আসানসোলের সাংসদ আরও বলেন, "প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যখন তখন যেখানে খুশি ঘুরছেন । এই তো মরিসাস থেকে ঘুরে এলেন । যার কোনও কারণ ছিল না । আমেরিকা থেকে ঘুরে এলেন, সেটাতেও কোনও কারণ ছিল না । কী জন্য আমেরিকা গিয়েছিলেন, সেখান থেকে কী চুক্তি করে এলেন, কোনও কিছুই তো জানা গেল না । শেয়ার বাজারে এত ধস অথচ উনি কিছুই বলছেন না । উনি ঘুরছেন । পাকিস্তানের কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিত । পাকিস্তানের যখন অর্থনীতি খারাপ হয়ে গিয়েছিল, তখন সবাই ট্র্যাভেল বন্ধ করে দিয়েছিল । গাড়ির ব্যবহার বন্ধ করে দিয়েছিল । প্রধানমন্ত্রী বলেন একরকম, আর করেন আরেক রকম । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা করেন সেটাই বলেন ।"

অন্যদিকে, কেন্দ্রীয় প্রকল্পের প্রচুর টাকা রাজ্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন শত্রুঘ্ন সিনহা । তিনি জানান, "আমি ও কীর্তি আজাদ-সহ অন্যান্য সাংসদরা বারবার কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, রাজ্যের টাকা রাজ্যকে ফিরিয়ে দেওয়া হোক । এমনকি ইউজিসি প্রকল্পেও রাজ্য অনেক টাকা পাবে । কিন্তু তা দেওয়া হচ্ছে না ৷"