ডেবরা (পশ্চিম মেদিনীপুর), 24 মে: হঠাৎই জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্যাঙ্কার বিকট আওয়াজ করে বিস্ফোরণ ৷ এর জেরে গুরুতর আহত 7 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শনিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে ডেবরার 16 নম্বর জাতীয় সড়কের অর্জুনী এলাকায়।
আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে স্থানীয় মানুষজন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ গ্যাস ট্রাঙ্কারের পাশে থাকা একটি স্কুলবাস ও দু'টি লরি। ঘটনাস্থলে পৌঁছেছে ডেবরা থানার পুলিশ ৷
ঘটনাস্থলে এনএইচের টিম (ন্যাশনাল হাইওয়ে'তে কর্মরত লোকজন) এসে আহতদের উদ্ধার করে ৷ বর্তমানে মেদিনীপুর মেডিক্যালে তাঁদের চিকিৎসা চলছে ৷ জানা গিয়েছে, এদিন ওই জাতীয় সড়কের পাশে যে গ্যারেজে রয়েছে সেখানে কিছু সারাইয়ের জন্য গ্যাস ট্যাঙ্কারটা এসে দাঁড়ায়। তার খানিকপরই বিকট আওয়াজ করে বিস্ফোরণ হয় ৷

আর তাতেই গুরুতর আহত হয়েছেন 7 জন। তবে মৃত্যু খবর এখনও পর্যন্ত নেই । এই ঘটনায় ক্ষতিগ্রস্থ গ্যাস ট্যাঙ্কারের পাশে থাকা একটি স্কুলবাস ও দু'টি লরি ক্ষতিগ্রস্থ হয়। পাশাপাশি বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ঘরবাড়ি। এরপরই ওই জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয় ৷ কী কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

উল্লেখ্য, এই ধরনের ঘটনা জেলায় এই প্রথম। যদিও এর আগে ট্যাঙ্কারের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটেছে, পিছন থেকে ধাক্কারও ভয়াবহ দুর্ঘটনা ঘটার। তবে ব্লাস্ট হয়ে ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি ঘটেনি মেদিনীপুর জেলা শহরে। এদিন অনেকেই ভূমিকম্প ভেবে ছুটোছুটি শুরু করে দেন। কেউ কেউ আবার বাস-লরিতে মুখোমুখি সংঘর্ষ ভেবেই ছুটেছেন প্রাণপণে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷