ETV Bharat / state

ধেয়ে আসছে গঙ্গা, নদীগর্ভে প্রায় 20টি বাড়ি; প্রাণ বাঁচাতে গ্রাম ছাড়ার হিড়িক বাসিন্দাদের - Ganga Erosion

Ganga Erosion in Malda: মাঝরাত থেকে শুরু হয়েছে তাণ্ডব ৷ রতুয়া 1 নম্বর ব্লকে প্রায় 20টি ঘর নদীগর্ভে ৷ গ্রামের দিকে ধেয়ে আসছে গঙ্গা ৷ বিপন্ন মানুষ ঘর ছাড়তে শুরু করেছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 7:13 PM IST

Ganga Erosion
গঙ্গা ভাঙনে বিধস্ত গ্রামবাসীরা (নিজস্ব ছবি)

মালদা, 16 জুলাই: আষাঢ়ের শেষ ৷ ঘুম ভেঙেছে গঙ্গার ৷ প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়েছে রতুয়ার কান্তটোলা গ্রামে ৷ রাতের এক প্রহরে গিলে নিয়েছে গোটা বিশেক বাড়ি ৷ আপাতত সেসব হজম করছে সে ৷ আতঙ্কিত মানুষজন বলছেন, শুধু রাত শুরু হতে দেরি ৷ গ্রামের আরও অনেক বাড়ি নদীর গর্ভে চলে যাবে ৷ বিলীন হয়ে যাবে গ্রামের বারোয়ারি লক্ষ্মী মন্দিরটিও ৷ ভয়ে গ্রাম ছাড়তে শুরু করেছেন মানুষজন ৷

গঙ্গা ভাঙন শুরু রতুয়ায় (ইটিভি ভারত)

মঙ্গলবারও 10-12টি পরিবার প্রাণ বাঁচাতে অজানার উদ্দেশে পা বাড়িয়েছে ৷ রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে গত বছর থেকেই ছোবল মারতে শুরু করেছে গঙ্গা ৷ পাশের শ্রীকান্তটোলার অর্ধেক ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে ৷ এবার গোটা কান্তটোলা গ্রাম তলিয়ে যাওয়ার মুখে ৷

গ্রামের বলরাম মণ্ডলের বক্তব্য, "এক দশক আগে গঙ্গা এই গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে ছিল ৷ পাড় কাটতে কাটতে এতদূর ভিতরে চলে এসেছে ৷ আমাদের জমি জায়গা সব নদীতে চলে গিয়েছে ৷ গত বছর বাড়িটাও গঙ্গা গিলে নিয়েছে ৷ সরকার আমাদের জন্য কিছুই করেনি ৷ গ্রাম বাঁচাতে কোনও কাজও করছে না ৷ এখন আমরা কী করব, সেটাই সবার কাছে জানতে চাইছি ৷ আমরা কি নিজেদের হাত-পা বেঁধে নদীতে পড়ে যাব?"

Ganga Erosion
কান্তটোলা গ্রামে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি (নিজস্ব ছবি)

গ্রামের স্বপন মণ্ডল জানান, গ্রামের উত্তরদিকে 12-14 দিন ধরেই গঙ্গা পাড় কাটছে ৷ দিন সাতেক ধরে দক্ষিণদিকেও ভাঙন শুরু হয়েছে ৷ গতকাল রাত আড়াইটা থেকে যে গতিতে ভাঙন হয়েছে, তা কল্পনা করা যায় না ৷ একের পর এক ঘর নদীতে তলিয়ে গিয়েছে ৷ দুর্গতদের থাকা কিংবা খাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ ভিটেহারা মানুষ যে কী করবে, কেউ জানে না ৷ সাংসদ খগেন মুর্মু কিংবা বিধায়ক সমর মুখোপাধ্যায়ও এ নিয়ে কোনও কথা বলেন না ৷ খগেন মুর্মু এখানে এলে শুধু সমর মুখোপাধ্যায়ের কথা বলেন ৷ আবার সমর মুখোপাধ্যায় এলে তাঁর গলায় শুধু খগেন মুর্মুর কথা ৷ কাজের কাজ কেউ করেন না ৷

Ganga Erosion
ভয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা (নিজস্ব ছবি)

রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো এই মুহূর্তে কলকাতায় ৷ তাঁর ফোন বন্ধ ৷ জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, জয়েন্ট বিডিওকে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আজই সন্ধের দিকে তিনি কান্তটোলা গ্রাম পরিদর্শনে যাবেন ৷ গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ আধিকারিকরাও জয়েন্ট বিডিওর সঙ্গে গ্রামে যাবেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখে জয়েন্ট বিডিও রিপোর্ট পাঠাবেন ৷ দুর্গতদের ত্রাণের যাবতীয় ব্যবস্থা করা হবে ৷ শুকনো খাবারের বন্দোবস্তও করা হবে ৷

মালদা, 16 জুলাই: আষাঢ়ের শেষ ৷ ঘুম ভেঙেছে গঙ্গার ৷ প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়েছে রতুয়ার কান্তটোলা গ্রামে ৷ রাতের এক প্রহরে গিলে নিয়েছে গোটা বিশেক বাড়ি ৷ আপাতত সেসব হজম করছে সে ৷ আতঙ্কিত মানুষজন বলছেন, শুধু রাত শুরু হতে দেরি ৷ গ্রামের আরও অনেক বাড়ি নদীর গর্ভে চলে যাবে ৷ বিলীন হয়ে যাবে গ্রামের বারোয়ারি লক্ষ্মী মন্দিরটিও ৷ ভয়ে গ্রাম ছাড়তে শুরু করেছেন মানুষজন ৷

গঙ্গা ভাঙন শুরু রতুয়ায় (ইটিভি ভারত)

মঙ্গলবারও 10-12টি পরিবার প্রাণ বাঁচাতে অজানার উদ্দেশে পা বাড়িয়েছে ৷ রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের কান্তটোলা গ্রামে গত বছর থেকেই ছোবল মারতে শুরু করেছে গঙ্গা ৷ পাশের শ্রীকান্তটোলার অর্ধেক ইতিমধ্যে নদীতে তলিয়ে গিয়েছে ৷ এবার গোটা কান্তটোলা গ্রাম তলিয়ে যাওয়ার মুখে ৷

গ্রামের বলরাম মণ্ডলের বক্তব্য, "এক দশক আগে গঙ্গা এই গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে ছিল ৷ পাড় কাটতে কাটতে এতদূর ভিতরে চলে এসেছে ৷ আমাদের জমি জায়গা সব নদীতে চলে গিয়েছে ৷ গত বছর বাড়িটাও গঙ্গা গিলে নিয়েছে ৷ সরকার আমাদের জন্য কিছুই করেনি ৷ গ্রাম বাঁচাতে কোনও কাজও করছে না ৷ এখন আমরা কী করব, সেটাই সবার কাছে জানতে চাইছি ৷ আমরা কি নিজেদের হাত-পা বেঁধে নদীতে পড়ে যাব?"

Ganga Erosion
কান্তটোলা গ্রামে তলিয়ে গিয়েছে একাধিক বাড়ি (নিজস্ব ছবি)

গ্রামের স্বপন মণ্ডল জানান, গ্রামের উত্তরদিকে 12-14 দিন ধরেই গঙ্গা পাড় কাটছে ৷ দিন সাতেক ধরে দক্ষিণদিকেও ভাঙন শুরু হয়েছে ৷ গতকাল রাত আড়াইটা থেকে যে গতিতে ভাঙন হয়েছে, তা কল্পনা করা যায় না ৷ একের পর এক ঘর নদীতে তলিয়ে গিয়েছে ৷ দুর্গতদের থাকা কিংবা খাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি ৷ ভিটেহারা মানুষ যে কী করবে, কেউ জানে না ৷ সাংসদ খগেন মুর্মু কিংবা বিধায়ক সমর মুখোপাধ্যায়ও এ নিয়ে কোনও কথা বলেন না ৷ খগেন মুর্মু এখানে এলে শুধু সমর মুখোপাধ্যায়ের কথা বলেন ৷ আবার সমর মুখোপাধ্যায় এলে তাঁর গলায় শুধু খগেন মুর্মুর কথা ৷ কাজের কাজ কেউ করেন না ৷

Ganga Erosion
ভয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা (নিজস্ব ছবি)

রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও রাকেশ টোপ্পো এই মুহূর্তে কলকাতায় ৷ তাঁর ফোন বন্ধ ৷ জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, জয়েন্ট বিডিওকে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ আজই সন্ধের দিকে তিনি কান্তটোলা গ্রাম পরিদর্শনে যাবেন ৷ গ্রাম পঞ্চায়েতের প্রধান-সহ আধিকারিকরাও জয়েন্ট বিডিওর সঙ্গে গ্রামে যাবেন ৷ পরিস্থিতি খতিয়ে দেখে জয়েন্ট বিডিও রিপোর্ট পাঠাবেন ৷ দুর্গতদের ত্রাণের যাবতীয় ব্যবস্থা করা হবে ৷ শুকনো খাবারের বন্দোবস্তও করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.