ETV Bharat / state

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা ! চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন 15টি বগি, দেখুন ভিডিয়ো - Goods Train Accident

Goods Train Accident in Farakka: মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি ৷ চলন্ত মালগাড়ির ইঞ্জিন-সহ বেশ কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় ৷ তার পিছন পিছন ছুটল বাকি বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগিগুলি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 12:36 PM IST

Goods Train Accident
চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একাধিক বগি (নিজস্ব ছবি)

ফরাক্কা, 22 সেপ্টেম্বর: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি ৷ চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় 14-15টি বগি ৷ এরপর ইঞ্জিন ও বেশ কয়েকটি বগি নিয়ে গন্তব্যের দিকে গতিতেই ছুটল মালগাড়ি ৷ তার পিছন পিছন ছুটল বিচ্ছিন্ন হয়ে পড়া বাকি বগিগুলি ।

দেখুন ঘটনার হাড়হিম করা ভিডিয়ো (ইটিভি ভারত)

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে ৷ রেল লাইনের দু'পাশে দাঁড়িয়ে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার মানুষ । তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ কিন্তু দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত বলে দাবি স্থানীয়দের ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল । হঠাৎ করে ইঞ্জিনের দিকের অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় । পেছনে পড়ে থাকে আরও বেশ কয়েকটি বগি । যদিও রেললাইনের উপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো । লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেনি ৷ এর ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি ।

এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন রেল দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা । তারপরেই বিচ্ছিন্ন বগিগুলিকে ট্রেনটির সঙ্গে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে । কী কারণে এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় রেলকর্মীদের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল উঠেছে । পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে রেল সূত্রে খবর ।

প্রত্যক্ষদর্শীর আখতার শেখের কথায়, "ফরাক্কা আজিমগঞ্জ শাখায় ধুলিয়ান থেকে ঠিকই আসছিল মালগাড়িটি । তবে রেললাইনের উপর চলতে চলতে হঠাৎ চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি ৷ ইঞ্জিন-সহ সামনের দিকের বগি নিয়ে মালগাড়িটি এগিয়ে যায় । তার পিছনে পিছনে আসে বেশ কয়েকটি বগি । বিচ্ছিন্ন বগিগুলি খোদাবন্দপুর আসার আগেই গতি হারিয়ে সেখানেই থেমে যায় । গার্ড চালককে ফোন করে জানান । পরে মালগাড়িটি পিছিয়ে এনে বিচ্ছিন্ন বগিগুলি জোড়া হয় । যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি ।"

ফরাক্কা, 22 সেপ্টেম্বর: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালগাড়ি ৷ চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় 14-15টি বগি ৷ এরপর ইঞ্জিন ও বেশ কয়েকটি বগি নিয়ে গন্তব্যের দিকে গতিতেই ছুটল মালগাড়ি ৷ তার পিছন পিছন ছুটল বিচ্ছিন্ন হয়ে পড়া বাকি বগিগুলি ।

দেখুন ঘটনার হাড়হিম করা ভিডিয়ো (ইটিভি ভারত)

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা থানার খোদাবন্দপুরে ৷ রেল লাইনের দু'পাশে দাঁড়িয়ে এমন দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার মানুষ । তবে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ কিন্তু দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারত বলে দাবি স্থানীয়দের ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল । হঠাৎ করে ইঞ্জিনের দিকের অংশ কয়েকটি বগি নিয়ে বিচ্ছিন্ন হয়ে যায় । পেছনে পড়ে থাকে আরও বেশ কয়েকটি বগি । যদিও রেললাইনের উপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলো । লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেনি ৷ এর ফলে কোনও রকমে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি ।

এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন রেল দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা । তারপরেই বিচ্ছিন্ন বগিগুলিকে ট্রেনটির সঙ্গে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করার প্রচেষ্টা চালানো হচ্ছে । কী কারণে এমন ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনায় রেলকর্মীদের গাফিলতির দিকেই অভিযোগের আঙুল উঠেছে । পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে রেল সূত্রে খবর ।

প্রত্যক্ষদর্শীর আখতার শেখের কথায়, "ফরাক্কা আজিমগঞ্জ শাখায় ধুলিয়ান থেকে ঠিকই আসছিল মালগাড়িটি । তবে রেললাইনের উপর চলতে চলতে হঠাৎ চলন্ত মালগাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বগি ৷ ইঞ্জিন-সহ সামনের দিকের বগি নিয়ে মালগাড়িটি এগিয়ে যায় । তার পিছনে পিছনে আসে বেশ কয়েকটি বগি । বিচ্ছিন্ন বগিগুলি খোদাবন্দপুর আসার আগেই গতি হারিয়ে সেখানেই থেমে যায় । গার্ড চালককে ফোন করে জানান । পরে মালগাড়িটি পিছিয়ে এনে বিচ্ছিন্ন বগিগুলি জোড়া হয় । যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.