গোয়ালতোড়, 8 জুন: কেক কেটে, খাওয়া-দাওয়া করে জন্মদিন পালন তো হয়েই থাকে ৷ তবে গোয়ালতোড়ের ছোট্ট মেয়ে সমন্বিতার জন্মদিনটাকে একটু অন্যরকম ভাবে স্মরণীয় করে রাখল তার পরিবার ৷ এই বিশেষ দিনে পরিবারের সাতজন স্বেচ্ছায় মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন ৷ এটাই জন্মদিনে তার সেরা উপহার বলে মনে করছে বার্থ ডে গার্ল ৷
শনিবার ছিল ছোট্ট সমন্বিতা'র জন্মদিন । বাম যুব সংগঠন ডিওয়াইএফআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শুভদীপ সেন ও তাঁর স্ত্রী মৈত্রেয়ী দুলে সেনের একমাত্র কন্যা জন্মদিনে নেওয়া হল বিশেষ উদ্যোগ ৷ সমন্বিতার জন্মদিনে পরিবারের অভিভাবকরা প্রায় সকলে মরণোত্তর দেহদানের অঙ্গীকার পত্রে স্বাক্ষর করলেন ।

এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্র । উপস্থিত ছিলেন গোয়ালতোড় বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক বিশ্বজিৎ প্রামাণিক, সভাপতি পল্লব লায়েক ও বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তা জয়ন্ত নন্দী প্রমুখ । শাল পিয়ালের জঙ্গলে ঘেরা গোয়ালতোড়ের মতো প্রান্তিক এলাকায় এই দেহদান বিজ্ঞান ও প্রগতির পথে নতুন দিশা দেখাবে বলে ধারণা বিজ্ঞান মঞ্চের কর্মীদের ।
এদিন মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেন সমন্বিতার বাবা শুভদীপ সেন, মা প্রাথমিক শিক্ষিকা মৈত্রেয়ী দুলে সেন, ঠাকুরদা অবসরপ্রাপ্ত শিক্ষক সন্দীপ সেন, ঠাকুমা সীমা সেন, সমন্বিতার মামা-দাদু প্রাক্তন শিক্ষক শ্যামল দুলে, মামা-দিদা প্রাক্তন স্বাস্থ্যকর্মী স্বপ্না দুলে এবং মাসি-ঠাকুমা প্রাক্তন শিক্ষিকা দীপ্তি ধর । মৃত্যুর পর মানবতার কল্যাণে, চিকিৎসা বিজ্ঞানের প্রসারে তাঁদের দেহ ব্যবহৃত হবে ৷ আগামীতে এলাকার আরও মানুষ যাতে দেহদানে এগিয়ে আসেন, তার প্রসার ও প্রচারে সকলকে এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মরণোত্তর দেহদানে অঙ্গীকারকারীরা ।
এদিন সমন্বিতার বাবা শুভদীপ সেন বলেন, "মেয়ের জন্মদিন প্রতিবছরই আসে এবং হই-হুল্লোড় করে বন্ধু-বান্ধব নিয়ে সেই জন্মদিন পালন করা হয় । কিন্তু আমাদের প্রথম থেকেই এ বছর ইচ্ছে হয়েছিল কিছু একটা করি যাতে, আমাদের মৃত্যুর পর আমাদের দেহ কাজে লাগে মেডিক্যালে । সেই ভাবনাচিন্তা থেকে পরিবারের সদস্যের সঙ্গে আলাপ আলোচনা । সকলেই আমরা রাজি হয়েছি এই দেহদান অঙ্গীকারের ব্যাপারে । তাই আমরা বিশেষ দিন বেছে নিয়ে নিজেদের দেহ দেওয়ার অঙ্গীকার করলাম । আমরা চাইব এই বার্তা যেন সমাজে ছড়িয়ে পড়ে এবং আরও মানুষ যাতে এগিয়ে আসেন তাঁদের দেহদানে ।" এভাবে তার জন্মদিন পালিত হওয়ায় খুশি ছোট্ট সমন্বিতাও ৷