কলকাতা, 10 ফেব্রুয়ারি: আবারও নর্থ সাউথ মেট্রো করিডোরে বিভ্রাট ৷ চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করলেন এক ব্যক্তি ৷ এই ঘটনার জেরে সোমবার সন্ধ্যা নাগাদ কিছুক্ষণের জন্য ব্যাহত হয়ে পড়ে মেট্রো পরিষেবা । ঘটনার পর কিছুক্ষণ বন্ধ রাখা হয় পরিষেবা ৷ বেশ কিছুক্ষণ পর আংশিক পরিষেবা শুরু হয় । আরও পরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে ।
জানা গিয়েছে, কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোরের এসপ্ল্যানেড মেট্রোর আপ লাইনের সামনে ঝাঁপ দেন এক যাত্রী। মেট্রো সূত্রে খবর, সন্ধে 7টা 56 মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের আপ লাইনে ঘটনাটি ঘটে । এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সেই মুহূর্তে পরিষেবা বন্ধ রেখে চলে উদ্ধার কাজ ।
ঘটনার সময় আংশিক পরিষেবা চালানো হচ্ছিল ময়দান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন পর্যন্ত ৷ অন্যদিকে, সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা চালানো হচ্ছে । মেট্রো কর্তৃপক্ষ মনে করছিল অল্প সময়ের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে। সেই মতো খানিক বাদে স্বাভাবিক হয় পরিষেবা।
একমাসের মাথায় ফের মেট্রোর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনা ৷ এর আগে 23 জানুয়ারি নর্থ সাউথ মেট্রো করিডোরে এক মহিলা যাত্রী একই কাণ্ড ঘটান ৷ সেবার ঘটনাটি ঘটেছিল কবি নজরুল মেট্রো স্টেশনের আপ লাইনে ৷ ছুটির দিনে সমস্যায় পড়েছিলেন বহু যাত্রী ৷
মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনা বন্ধ করতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। হয়েছে সচেতনতার প্রচারও। তবে নিত্যযাত্রীদের একটা বড় অংশই মনে করেন, দুই গার্ডরেলের মধ্যে বিস্তর ফাঁক থাকায় এভাবে মেট্রোর সামনে ঝাঁপ দেওয়ার ঘটনা বন্ধ করা সম্ভব হবে না ৷ এই ঘটনা রুখতে মেট্রোরেল কর্তৃপক্ষকে অন্য কোনও ব্যবস্থা নিতে হবে ৷ এই প্রসঙ্গে মেট্রোর এক আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "এমন ঘটনা রুখতে আমরা সবসময় চেষ্টা চালাচ্ছি ৷ সেজন্যই গার্ড রেলেরও ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু তবু অনেক সময় এই ঘটনা আটকানো যায় না ৷"