কলকাতা, 12 অগস্ট: প্রয়াত হলেন প্রদীপ ঘোষ। 75 বছর বয়সে মৃত্যু হল কলকাতা পুরনিগমের এই দীর্ঘদিনের কাউন্সিলরের ৷ প্রদীপ ঘোষের মৃত্যুর খবর প্রকাশ্যে জানিয়েছেন, পুত্র তথা বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ। সোমবার বিকেল চারটে 20 মিনিটে মৃত্যু হয়েছে প্রদীপ ঘোষের ৷ এদিন উত্তর কলকাতার জেএন রায় হাসপাতালে তাঁর দেহ রাখা থাকবে বলে খবর।
কংগ্রেসের বর্ষীয়ান নেতা ছিলেন প্রদীপষ। পরে তৃণমূলে এবং শেষে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷ তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান ঘটল এদিন। ছেলে সজল ঘোষ সোশ্যাল মিডিয়ায় এদিন একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, "বাবা চলে গেলেন ৷ আগামিকাল মঙ্গলবার সকাল ন'টায় বাড়িতে তাঁর দেহ আনা হবে। দুপুর একটায় শেষ যাত্রা।" বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন একসময়ের দাপুটে নেতা প্রদীপ ঘোষ। অবশেষে এদিন তাঁর মৃত্যু হয়।
দীর্ঘদিনের রাজনৈতিক জীবন প্রদীপ ঘোষের। পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ছিলেন তিনি। রাজনৈতিক জীবনের গোড়ার দিকে অনেকটা সময় ধরে তিনি কংগ্রেসে ছিলেন। অত্যন্ত দাপুটে ও ডাকাবুক নেতা হিসেবে পরিচিতি ছিল তাঁর। এরপর তিনি কংগ্রেস ছেড়ে 2014 সালে বিজেপিতে যোগ দেন। কলকাতার জনপ্রিয় দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম মধ্য কলকাতার লেবুতলার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ৷ এই পুজো শুরু হয়েছিল প্রদীপ ঘোষের হাত ধরেই। তবে এখন এই পুজো সজল ঘোষের পুজো বলেই পরিচিত ৷ তবে এর গোড়াপত্তন কিন্তু হয় তাঁর বাবার হাত ধরেই ৷ প্রদীপ লড়াকু নেতা হওয়ার পাশাপাশি তিনি ছিলেন পশু প্রেমিক। রাজনীতির বাইরেও তাঁর একটি বিশেষ পরিচিতি ছিল ৷