ETV Bharat / state

তিন জেলা থেকে এখনও পর্যন্ত অভিযোগের সংখ্যা 411, জানাল কমিশন - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 6:58 AM IST

Updated : Apr 26, 2024, 7:30 PM IST

Second Phase of Lok Sabha Election 2024 in West Bengal
বঙ্গে লোকসভা নির্বাচন 2024-এর দ্বিতীয় দফা

19:29 April 26

শেষ হল দ্বিতীয় দফায় নির্বাচন । রাজ্যে নির্বাচন ছিল বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ-এই তিনটি কেন্দ্রে। এই তিন কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা 47। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের মতো এই পর্যায়েও 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল । শতাংশের নিরিখে বিকেল 5টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে 71.84 % ৷

শান্তিতেই মিটল ভোটগ্রহণ...

  • দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হল । রাত 7টা নাগাদ ডিসিআরসিতে ইভিএম ও ভিভিপ্যাট সমেত ফিরতে শুরু করেন ভোটকর্মীরা ।

17:43 April 26

বিকেল 5টার আপডেট:

  • শতাংশের নিরিখে বিকেল 5টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 71.84 % ৷ দার্জিলিংয়ে পড়েছে 71.41 শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে 71.87 শতাংশ ৷ বালুরঘাটে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 72.30 শতাংশ ৷

17:11 April 26

5 PM
5টার আপডেট

নজিরবিহীন...

  • আটজন ভোটকর্মী ৷ প্রত্যেকেই দিব্যাঙ্গ ৷ বালুরঘাট শহরের এই বুথ ঘিরে আলোড়ন ছড়িয়েছে গোটা জেলায় ৷
  • বালুরঘাট গার্লস হাইস্কুলে থাকা বালুরঘাট লোকসভা কেন্দ্রের 20 নম্বর বুথটি পরিচালনা করছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ৷ বুথটিকে বিশেষভাবে সাজিয়েও তোলা হয়েছে ৷ ভোটাররা সকাল থেকে ভোট দিতে এসেছেন ৷ ভোট দিয়ে বেরিয়ে ভোটকর্মীদের প্রশংসাও করেছেন ৷ নির্বাচন কমিশন এবার এই বুথটিকে মডেল হিসাবে চিহ্নিত করেছে ৷ বুথের ভিতর বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা বিশেষভাবে সক্ষমদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷

15:48 April 26

বিকেল 3টের আপডেট:

  • শতাংশের নিরিখে বিকেল 3টে পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 60.60 % ৷ দার্জিলিংয়ে পড়েছে 61.97 শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে 60.20 শতাংশ ৷ বালুরঘাটে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 55.53 শতাংশ ৷

15:19 April 26

Vote Percentage
বেলা 3টে পর্যন্ত ভোটদানের হার

শিলিগুড়িতে ভোট বয়কট...

  • গতকাল ইলেকট্রিক তার টানা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল ৷ তারপরেই আজ ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । ঘোষপুকুর মৌলানি জোতের 175/76 বুথের ঘটনা । মেয়র গৌতম দেব জানান, ইলেকট্রিক তার বসানো ঘিরে একটি সমস্যা ছিল । সেটির সমাধান হয়ে গিয়েছে।। গ্রামবাসীরা ভোট দিচ্ছেন।

15:04 April 26

বিষ্ণুপ্রসাদ শর্মা কোনও ফ্যাক্টরই নন...

  • শেষের থেকে প্রথম হবেন বিষ্ণুপ্রসাদ শর্মা। ভোট দিয়ে এমনটাই জানালেন নিরজ জিম্বা তামাং । দার্জিলিংয়ের ওপেন স্কুল চার্চে নিজের ভোট দেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক ৷

14:23 April 26

নিরজ জিম্বা তামাং
  • বিজেপির নির্বাচনী এজেন্টকে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ শিলিগুড়ি পৌরনিগমের 7 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর বিদ্যালয়ে ঢুকতে যান রাজু বিস্তার নির্বাচনী এজেন্ট তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা । তাঁকে আটকে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । আর সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় । বচসা বাঁধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও । পরে কেন্দ্রীয় বাহিনী রাজু সাহাকে সরিয়ে দেন ।

13:47 April 26

Vote
1টার আপডেট
  • শতাংশের নিরিখে বেলা 1টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 47.29 % ৷ দার্জিলিংয়ে পড়েছে 49.09 শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে 47.56 শতাংশ ৷ বালুরঘাটে বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে 44.93 শতাংশ ৷

12:54 April 26

  • ভোট না থাকলেও সকাল থেকে সস্ত্রীক ভোট পরিস্থিতি খতিয়ে দেখলেন কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং । এদিন সকালে প্রথমে বাগডোগরা কলেজ ও তারপর নকশালবাড়ির চা-বাগান অধ্যুষিত এলাকার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে যান তিনি ।

12:30 April 26

পাহাড়ের ভোটচিত্র

পেরিয়ে গিয়েছে অর্ধেক বেলা ৷ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে

  • সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ শান্তিপূর্ণভাবেই এখনও নির্বাচন চলছে পাহাড়ে ৷ এলাকার সকল প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সকাল সকাল ভোট দিয়েছেন ৷ ভোটদান পর্বের পরে দার্জিলিংয়ের যুবকদের দাবি, পাহাড়ে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার জন্য স্কুল কলেজ খুব কম সংখ্যক থাকায় তাদেরকে নিজস্ব বাসভূমি ছেড়ে অন্যত্র যেতে হয় । তাই এবারের লোকসভা নির্বাচনে তাঁরা এমন কোনও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান যাতে অনায়াসে পাহাড়ের সমস্যার সমাধান হয় । আর তাই যুব সমাজ প্রত্যেক ভোটারদেরকে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন ।

11:17 April 26

11 Update
11টার আপডেট

বেলা 11টা পর্যন্ত সর্বাধিক ভোট পড়ল পাহাড়ে ৷ পিছিয়ে বালুরঘাট

  • বেলা 11টা পর্যন্ত মোট ভোট পড়েছে 31.25 শতাংশ ৷ এর মধ্যে সর্বাধিক ভোট পড়েছে দার্জিলিংয়ে 32.75 শতাংশ ৷ রায়গঞ্জে 32.51 শতাংশ ৷ একটু পিছিয়ে রয়েছে বালুরঘাট ৷ সেখানে ভোট পড়েছে 28.11 শতাংশ ৷
  • ভোট দিতে গিয়ে ঘুরে এলেন 39 জন ভোটার । সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না তাঁরা । তাঁদের বলা হয়, ভোটার তালিকায় নাম নেই ৷ অথচ, এই বুথেই তাঁরা বরাবর ভোট দেন । কেন ভোট দিতে পারলেন না এই নিয়ে উঠেছে প্রশ্ন । ঘটনাটি বালুরঘাট বিধানসভার হরিরামপুর 93 নম্বর বুথের ঘটনা ৷

10:55 April 26

Ashok Bhattacharya
ভোট দিলেন অশোক ভট্টাচার্য

বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীই যোগ্য প্রার্থী, ভোট দিয়ে বেরিয়ে বললেন শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য...

  • ভোট দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের নেতাজি বয়েজ হাইস্কুলের 23/161 নম্বর বুথে ভোট দেন তিনি । ভোট দিয়ে তিনি বলেন, "গত দু'বার বিজেপি এই আসনে জয় পেয়েছে । কিন্তু এবারের লড়াইটা ত্রিশঙ্কু । সব প্রার্থীদের মধ্যে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সব থেকে যোগ্য প্রার্থী । আমরা আশাবাদী এবারের নির্বাচনে আমরা ভালো ফল করব ।"

10:26 April 26

Bimal Gurung
স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিমল গুরুং
  • দার্জিলিংয়ের পাতলেবাস কমিউনিটি হলে 23/99 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং । এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন বিমল গুরুংয়ের মোর্চা । আর এদিন ভোট দিয়েও ফের একবার রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান । এবারের লোকসভা নির্বাচনে বিমল গুরুং ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহল ।

10:14 April 26

Deepa Dasmunshi
ছেলেকে নিয়ে ভোট দিলেন দীপা দাশমুন্সি

বেলা গড়াতেই ঝামেলা ৷ কোন কেন্দ্রে কী হচ্ছে ?

  • বালুরঘাটের তপনে সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল কমিশন । 1 ঘণ্টার মধ্যে এটিআর (অ্যাকশন টেকেন রিপোর্ট) চাইল কমিশন ।
  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের পতিরাম থানার অন্তর্গত 100 নম্বর বুথে বিজেপির যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধর করার অভিযোগ ।
  • ছেলে মিছিলকে নিয়ে ভোট দিতে এসে রায়গঞ্জের মহেন্দ্রগঞ্জ এফপি স্কুলের 83 নম্বর বুথে লাইনে দাঁড়িয়ে থাকতে হল দীপা দাশমুন্সিকে ৷ ইভিএম খারাপ থাকায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ভোট দেন দীপা-মিছিল ৷

09:50 April 26

Voting Percentage till 9 A.M
সকাল 9টা পর্যন্ত ভোটের হার
  • সকাল 9টা পর্যন্ত মোট ভোট পড়েছে 15.68 শতাংশ ৷ এর মধ্যে দার্জিলিংয়ে 15.74 শতাংশ ভোট পড়েছে ৷ রায়গঞ্জে 16.46 ও বালুরঘাটে 14.74 শতাংশ ভোট পড়েছে ৷
  • ভোট দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । শুক্রবার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে 59 নং বুথে ভোট দিলেন ৷ বেরিয়ে জানালেন, জয়ের ব্যাপারে তিনি 100 শতাংশ আশাবাদী ৷

09:03 April 26

Vote Casting in Second Phase
ভোট দিলেন গৌতম দেব, রায়গঞ্জের বাম-কংগ্রেস প্রার্থী ষ তিরুঅনন্তপুরমে ভোট দিলেন রাজ্যপাল বোস

ভোট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস...

  • ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল । কালিয়াগঞ্জ শেঠ কলোনির জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের 69 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
  • শিলিগুড়ি পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি গার্লস স্কুলের 168 নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । ভোট দিয়ে বেরিয়েই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে একহাত নিয়ে গৌতম দেব বলেন, "বিজেপিতে গিয়ে মানসিক অবক্ষয় হয়েছে শঙ্কর ঘোষের । ডাবগ্রাম ফুলবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা যদি হয় তবে আমাদের কর্মীরা রয়েছে । প্রতিরোধ হবে ।"
  • তিরুঅনন্তপুরমে নিজের কেন্দ্রে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
  • ভোট দিলেন রায়গঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর) ৷ চাকুলিয়া বিধানসভা এলাকার 12নং বুথে ভোটদান করলেন তিনি ।

08:53 April 26

Sukanta Majumdar
স্ত্রীর সঙ্গে ভোটের লাইনে সুকান্ত মজুমদার

স্ত্রীর সঙ্গে ভোট দিতে এলেন সুকান্ত মজুমদার

  • স্ত্রীকে নিয়ে ভোটের লাইনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ভোট দিতে এসে জানালেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোটখাটো দু-একটি বুথে সমস্যার কথা এসেছে ৷ ভোট দিয়ে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন ৷

08:38 April 26

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷

Siliguri Vote
ভোট দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

সস্ত্রীক ভোট দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ । শিলিগুড়ি পৌরনিগমের 24 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের 237 নম্বর বুথে ভোট দেন তিনি । এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তা পাঁচ লক্ষেরও বেশি ভোটে জয়ী হবে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের আটটি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদী তিনি ।

08:15 April 26

মেশিন খারাপ হওয়ায় ভোট বন্ধ ৷ কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ৷

Third Gender vote casting
ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা
  • শিলিগুড়ি গার্লস স্কুলের 174 নম্বর ও মাটিগাড়া 164 নম্বর বুথে ভিভিপ্যাট খারাপের জেরে বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷
  • হরিরামপুর ও গোয়ালপোখর বিধানসভা এলাকায় মহিলা ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷
  • বালুরঘাটে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 79 জন । বালুরঘাট সিপিডব্লিউডি অফিসের ভোটকেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটাররা ভোট দিলেন । এর আগে তাঁদের ভোটার কার্ড ছিল না । বিগত 10 বছর হল কার্ড হয়েছে । ভোট দিতে পেরে তাঁরা খুশি ।
  • সিনিয়র বিটি কলেজের 173 নং বুথে ভোট দিলেন সুভাষ ঘিসিংয়ের ছেলে তথা জিএনএলএফ সভাপতি মন ঘিসিং ৷
  • ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে কমিশনে জমা পড়ল 60টি অভিযোগ ৷ তার মধ্যে বেশিরভাগই রায়গঞ্জ ও বালুরঘাটের ৷ ভিভিপ্যাট ও ইভিএম খারাপের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল ৷

07:52 April 26

Darjeeling Constituency
ভোট দিলেন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক তথা নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা
  • ভোট দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তথা নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা । অমিয় পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয়ের 25/211 নম্বর বুথে ভোট দিলেন তিনি । ভূমিপুত্র ইস্যুতে বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তবে পৃথক রাজ্যের দাবিতে নিজের লড়াই চালিয়ে যেতে পারায় খুশি তিনি ।

07:26 April 26

TMC Candidate Voting
ভোট দিলেন দুই তৃণমূল প্রার্থী
  1. রায়গঞ্জ করোনেশন স্কুলের 141 নম্বর বুথে ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷
  2. চেয়েছিলেন প্রথম ভোট দিতে ৷ কিন্তু সে ইচ্ছে পূরণ হল না দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামার ৷ এক বৃদ্ধা লাইনে থাকায় তাঁকে আগে সুযোগ দেন প্রার্থী ৷ আজ দার্জিলিং নয়, তিনি সমতলের বিভিন্ন বুথে ঘুরবেন বলে জানিয়েছেন গোপাল লামা ৷

07:04 April 26

Gopal Lama
ভোট দিতে ঢুকলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামা
  • ভোট দিতে ঢুকলেন দার্জিলিং লোকসভার তৃণমূল প্রার্থী গোপাল লামা ৷ মার্গারেট সিস্টার নিবেদিতা স্কুলের 32 নম্বর বুথে ভোট দিতে গেলেন তিনি ।
  • নিজেদের লোকসভা কেন্দ্রে ভোট হলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ও কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং ৷ কারণ রাজু বিস্তা দিল্লির এক স্বনামধন্য ব্যবসায়ী ৷ শিলিগুড়ির খাপরাইলে তাঁর শ্বশুরবাড়ি ৷ সাংসদ হওয়ার পর থেকে তিনি দার্জিলিংয়ে সময় বেশি দেন ৷ অন্যদিকে, মুনিশ তামাংও কালিম্পংয়ের বাসিন্দা হলেও তাঁর যাবতীয় নথি দিল্লির ৷ সেখানেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি ৷ তাই তিনিও আজকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ৷

06:16 April 26

Vote Pic in Second Phase
সকাল সকাল ভোটের লাইনে জনতা
  • সকাল সকাল ভোটের লাইনে জনতা ৷
  • 6.45 থেকে পাহাড়ের বিভিন্ন বুথে শুরু হয়েছে মক পোলিং ৷

19:29 April 26

শেষ হল দ্বিতীয় দফায় নির্বাচন । রাজ্যে নির্বাচন ছিল বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ-এই তিনটি কেন্দ্রে। এই তিন কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা 47। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের মতো এই পর্যায়েও 100 শতাংশ বুথেই ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছিল । শতাংশের নিরিখে বিকেল 5টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়েছে 71.84 % ৷

শান্তিতেই মিটল ভোটগ্রহণ...

  • দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হল । রাত 7টা নাগাদ ডিসিআরসিতে ইভিএম ও ভিভিপ্যাট সমেত ফিরতে শুরু করেন ভোটকর্মীরা ।

17:43 April 26

বিকেল 5টার আপডেট:

  • শতাংশের নিরিখে বিকেল 5টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 71.84 % ৷ দার্জিলিংয়ে পড়েছে 71.41 শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে 71.87 শতাংশ ৷ বালুরঘাটে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 72.30 শতাংশ ৷

17:11 April 26

5 PM
5টার আপডেট

নজিরবিহীন...

  • আটজন ভোটকর্মী ৷ প্রত্যেকেই দিব্যাঙ্গ ৷ বালুরঘাট শহরের এই বুথ ঘিরে আলোড়ন ছড়িয়েছে গোটা জেলায় ৷
  • বালুরঘাট গার্লস হাইস্কুলে থাকা বালুরঘাট লোকসভা কেন্দ্রের 20 নম্বর বুথটি পরিচালনা করছেন বিশেষভাবে সক্ষম ভোটকর্মীরা ৷ বুথটিকে বিশেষভাবে সাজিয়েও তোলা হয়েছে ৷ ভোটাররা সকাল থেকে ভোট দিতে এসেছেন ৷ ভোট দিয়ে বেরিয়ে ভোটকর্মীদের প্রশংসাও করেছেন ৷ নির্বাচন কমিশন এবার এই বুথটিকে মডেল হিসাবে চিহ্নিত করেছে ৷ বুথের ভিতর বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা বিশেষভাবে সক্ষমদের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ৷

15:48 April 26

বিকেল 3টের আপডেট:

  • শতাংশের নিরিখে বিকেল 3টে পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 60.60 % ৷ দার্জিলিংয়ে পড়েছে 61.97 শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে 60.20 শতাংশ ৷ বালুরঘাটে বেলা 3টে পর্যন্ত ভোট পড়েছে 55.53 শতাংশ ৷

15:19 April 26

Vote Percentage
বেলা 3টে পর্যন্ত ভোটদানের হার

শিলিগুড়িতে ভোট বয়কট...

  • গতকাল ইলেকট্রিক তার টানা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল ৷ তারপরেই আজ ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা । ঘোষপুকুর মৌলানি জোতের 175/76 বুথের ঘটনা । মেয়র গৌতম দেব জানান, ইলেকট্রিক তার বসানো ঘিরে একটি সমস্যা ছিল । সেটির সমাধান হয়ে গিয়েছে।। গ্রামবাসীরা ভোট দিচ্ছেন।

15:04 April 26

বিষ্ণুপ্রসাদ শর্মা কোনও ফ্যাক্টরই নন...

  • শেষের থেকে প্রথম হবেন বিষ্ণুপ্রসাদ শর্মা। ভোট দিয়ে এমনটাই জানালেন নিরজ জিম্বা তামাং । দার্জিলিংয়ের ওপেন স্কুল চার্চে নিজের ভোট দেন দার্জিলিংয়ের বিজেপি বিধায়ক ৷

14:23 April 26

নিরজ জিম্বা তামাং
  • বিজেপির নির্বাচনী এজেন্টকে আটকে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ শিলিগুড়ি পৌরনিগমের 7 নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর বিদ্যালয়ে ঢুকতে যান রাজু বিস্তার নির্বাচনী এজেন্ট তথা শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা । তাঁকে আটকে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । আর সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় । বচসা বাঁধে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও । পরে কেন্দ্রীয় বাহিনী রাজু সাহাকে সরিয়ে দেন ।

13:47 April 26

Vote
1টার আপডেট
  • শতাংশের নিরিখে বেলা 1টা পর্যন্ত তিন কেন্দ্রে মোট ভোট পড়ল 47.29 % ৷ দার্জিলিংয়ে পড়েছে 49.09 শতাংশ ৷ রায়গঞ্জে ভোট পড়েছে 47.56 শতাংশ ৷ বালুরঘাটে বেলা 1টা পর্যন্ত ভোট পড়েছে 44.93 শতাংশ ৷

12:54 April 26

  • ভোট না থাকলেও সকাল থেকে সস্ত্রীক ভোট পরিস্থিতি খতিয়ে দেখলেন কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং । এদিন সকালে প্রথমে বাগডোগরা কলেজ ও তারপর নকশালবাড়ির চা-বাগান অধ্যুষিত এলাকার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে যান তিনি ।

12:30 April 26

পাহাড়ের ভোটচিত্র

পেরিয়ে গিয়েছে অর্ধেক বেলা ৷ এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন চলছে শিলিগুড়ি ও দার্জিলিংয়ে

  • সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ শান্তিপূর্ণভাবেই এখনও নির্বাচন চলছে পাহাড়ে ৷ এলাকার সকল প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতারা সকাল সকাল ভোট দিয়েছেন ৷ ভোটদান পর্বের পরে দার্জিলিংয়ের যুবকদের দাবি, পাহাড়ে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে পড়াশোনার জন্য স্কুল কলেজ খুব কম সংখ্যক থাকায় তাদেরকে নিজস্ব বাসভূমি ছেড়ে অন্যত্র যেতে হয় । তাই এবারের লোকসভা নির্বাচনে তাঁরা এমন কোনও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান যাতে অনায়াসে পাহাড়ের সমস্যার সমাধান হয় । আর তাই যুব সমাজ প্রত্যেক ভোটারদেরকে এগিয়ে আসার জন্য আবেদন করেছেন ।

11:17 April 26

11 Update
11টার আপডেট

বেলা 11টা পর্যন্ত সর্বাধিক ভোট পড়ল পাহাড়ে ৷ পিছিয়ে বালুরঘাট

  • বেলা 11টা পর্যন্ত মোট ভোট পড়েছে 31.25 শতাংশ ৷ এর মধ্যে সর্বাধিক ভোট পড়েছে দার্জিলিংয়ে 32.75 শতাংশ ৷ রায়গঞ্জে 32.51 শতাংশ ৷ একটু পিছিয়ে রয়েছে বালুরঘাট ৷ সেখানে ভোট পড়েছে 28.11 শতাংশ ৷
  • ভোট দিতে গিয়ে ঘুরে এলেন 39 জন ভোটার । সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোট দিতে পারলেন না তাঁরা । তাঁদের বলা হয়, ভোটার তালিকায় নাম নেই ৷ অথচ, এই বুথেই তাঁরা বরাবর ভোট দেন । কেন ভোট দিতে পারলেন না এই নিয়ে উঠেছে প্রশ্ন । ঘটনাটি বালুরঘাট বিধানসভার হরিরামপুর 93 নম্বর বুথের ঘটনা ৷

10:55 April 26

Ashok Bhattacharya
ভোট দিলেন অশোক ভট্টাচার্য

বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীই যোগ্য প্রার্থী, ভোট দিয়ে বেরিয়ে বললেন শিলিগুড়ি পৌরনিগমের প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য...

  • ভোট দিলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম নেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ি পৌরনিগমের 23 নম্বর ওয়ার্ডের নেতাজি বয়েজ হাইস্কুলের 23/161 নম্বর বুথে ভোট দেন তিনি । ভোট দিয়ে তিনি বলেন, "গত দু'বার বিজেপি এই আসনে জয় পেয়েছে । কিন্তু এবারের লড়াইটা ত্রিশঙ্কু । সব প্রার্থীদের মধ্যে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সব থেকে যোগ্য প্রার্থী । আমরা আশাবাদী এবারের নির্বাচনে আমরা ভালো ফল করব ।"

10:26 April 26

Bimal Gurung
স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিমল গুরুং
  • দার্জিলিংয়ের পাতলেবাস কমিউনিটি হলে 23/99 নম্বর বুথে সস্ত্রীক ভোট দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিমল গুরুং । এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন বিমল গুরুংয়ের মোর্চা । আর এদিন ভোট দিয়েও ফের একবার রাজু বিস্তাকে ভোট দিয়ে জয়ী করার আবেদন জানান । এবারের লোকসভা নির্বাচনে বিমল গুরুং ফ্যাক্টর বলে মনে করছে রাজনৈতিক মহল ।

10:14 April 26

Deepa Dasmunshi
ছেলেকে নিয়ে ভোট দিলেন দীপা দাশমুন্সি

বেলা গড়াতেই ঝামেলা ৷ কোন কেন্দ্রে কী হচ্ছে ?

  • বালুরঘাটের তপনে সুকান্ত মজুমদারকে ঘেরাওয়ের ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট তলব করল কমিশন । 1 ঘণ্টার মধ্যে এটিআর (অ্যাকশন টেকেন রিপোর্ট) চাইল কমিশন ।
  • দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের পতিরাম থানার অন্তর্গত 100 নম্বর বুথে বিজেপির যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক জ্যোতিষ বর্মনকে মারধর করার অভিযোগ ।
  • ছেলে মিছিলকে নিয়ে ভোট দিতে এসে রায়গঞ্জের মহেন্দ্রগঞ্জ এফপি স্কুলের 83 নম্বর বুথে লাইনে দাঁড়িয়ে থাকতে হল দীপা দাশমুন্সিকে ৷ ইভিএম খারাপ থাকায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর ভোট দেন দীপা-মিছিল ৷

09:50 April 26

Voting Percentage till 9 A.M
সকাল 9টা পর্যন্ত ভোটের হার
  • সকাল 9টা পর্যন্ত মোট ভোট পড়েছে 15.68 শতাংশ ৷ এর মধ্যে দার্জিলিংয়ে 15.74 শতাংশ ভোট পড়েছে ৷ রায়গঞ্জে 16.46 ও বালুরঘাটে 14.74 শতাংশ ভোট পড়েছে ৷
  • ভোট দিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র । শুক্রবার গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে 59 নং বুথে ভোট দিলেন ৷ বেরিয়ে জানালেন, জয়ের ব্যাপারে তিনি 100 শতাংশ আশাবাদী ৷

09:03 April 26

Vote Casting in Second Phase
ভোট দিলেন গৌতম দেব, রায়গঞ্জের বাম-কংগ্রেস প্রার্থী ষ তিরুঅনন্তপুরমে ভোট দিলেন রাজ্যপাল বোস

ভোট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস...

  • ভোট দিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল । কালিয়াগঞ্জ শেঠ কলোনির জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়ের 69 নম্বর বুথে ভোট দেন তিনি ৷
  • শিলিগুড়ি পৌরনিগমের 17 নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি গার্লস স্কুলের 168 নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । ভোট দিয়ে বেরিয়েই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে একহাত নিয়ে গৌতম দেব বলেন, "বিজেপিতে গিয়ে মানসিক অবক্ষয় হয়েছে শঙ্কর ঘোষের । ডাবগ্রাম ফুলবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা যদি হয় তবে আমাদের কর্মীরা রয়েছে । প্রতিরোধ হবে ।"
  • তিরুঅনন্তপুরমে নিজের কেন্দ্রে ভোট দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
  • ভোট দিলেন রায়গঞ্জের বাম-কংগ্রেস জোট প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর) ৷ চাকুলিয়া বিধানসভা এলাকার 12নং বুথে ভোটদান করলেন তিনি ।

08:53 April 26

Sukanta Majumdar
স্ত্রীর সঙ্গে ভোটের লাইনে সুকান্ত মজুমদার

স্ত্রীর সঙ্গে ভোট দিতে এলেন সুকান্ত মজুমদার

  • স্ত্রীকে নিয়ে ভোটের লাইনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ ভোট দিতে এসে জানালেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছোটখাটো দু-একটি বুথে সমস্যার কথা এসেছে ৷ ভোট দিয়ে তিনি বিভিন্ন এলাকা পরিদর্শনে যাবেন ৷

08:38 April 26

স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ৷

Siliguri Vote
ভোট দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ

সস্ত্রীক ভোট দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক শঙ্কর ঘোষ । শিলিগুড়ি পৌরনিগমের 24 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পাঠশালা প্রাথমিক বিদ্যালয়ের 237 নম্বর বুথে ভোট দেন তিনি । এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী রাজু বিস্তা পাঁচ লক্ষেরও বেশি ভোটে জয়ী হবে ৷ পাশাপাশি উত্তরবঙ্গের আটটি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদী তিনি ।

08:15 April 26

মেশিন খারাপ হওয়ায় ভোট বন্ধ ৷ কেন্দ্রীয়বাহিনীর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ৷

Third Gender vote casting
ভোট দিলেন তৃতীয় লিঙ্গের ভোটাররা
  • শিলিগুড়ি গার্লস স্কুলের 174 নম্বর ও মাটিগাড়া 164 নম্বর বুথে ভিভিপ্যাট খারাপের জেরে বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷
  • হরিরামপুর ও গোয়ালপোখর বিধানসভা এলাকায় মহিলা ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ৷
  • বালুরঘাটে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 79 জন । বালুরঘাট সিপিডব্লিউডি অফিসের ভোটকেন্দ্রে তৃতীয় লিঙ্গের ভোটাররা ভোট দিলেন । এর আগে তাঁদের ভোটার কার্ড ছিল না । বিগত 10 বছর হল কার্ড হয়েছে । ভোট দিতে পেরে তাঁরা খুশি ।
  • সিনিয়র বিটি কলেজের 173 নং বুথে ভোট দিলেন সুভাষ ঘিসিংয়ের ছেলে তথা জিএনএলএফ সভাপতি মন ঘিসিং ৷
  • ভোট শুরুর দেড় ঘণ্টার মধ্যে কমিশনে জমা পড়ল 60টি অভিযোগ ৷ তার মধ্যে বেশিরভাগই রায়গঞ্জ ও বালুরঘাটের ৷ ভিভিপ্যাট ও ইভিএম খারাপের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলা ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল ৷

07:52 April 26

Darjeeling Constituency
ভোট দিলেন বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক তথা নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা
  • ভোট দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তথা নির্দল প্রার্থী বিষ্ণুপ্রসাদ শর্মা । অমিয় পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয়ের 25/211 নম্বর বুথে ভোট দিলেন তিনি । ভূমিপুত্র ইস্যুতে বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে তিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন । তবে পৃথক রাজ্যের দাবিতে নিজের লড়াই চালিয়ে যেতে পারায় খুশি তিনি ।

07:26 April 26

TMC Candidate Voting
ভোট দিলেন দুই তৃণমূল প্রার্থী
  1. রায়গঞ্জ করোনেশন স্কুলের 141 নম্বর বুথে ভোট দিলেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ৷
  2. চেয়েছিলেন প্রথম ভোট দিতে ৷ কিন্তু সে ইচ্ছে পূরণ হল না দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামার ৷ এক বৃদ্ধা লাইনে থাকায় তাঁকে আগে সুযোগ দেন প্রার্থী ৷ আজ দার্জিলিং নয়, তিনি সমতলের বিভিন্ন বুথে ঘুরবেন বলে জানিয়েছেন গোপাল লামা ৷

07:04 April 26

Gopal Lama
ভোট দিতে ঢুকলেন দার্জিলিংয়ের তৃণমূল প্রার্থী গোপাল লামা
  • ভোট দিতে ঢুকলেন দার্জিলিং লোকসভার তৃণমূল প্রার্থী গোপাল লামা ৷ মার্গারেট সিস্টার নিবেদিতা স্কুলের 32 নম্বর বুথে ভোট দিতে গেলেন তিনি ।
  • নিজেদের লোকসভা কেন্দ্রে ভোট হলেও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ও কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং ৷ কারণ রাজু বিস্তা দিল্লির এক স্বনামধন্য ব্যবসায়ী ৷ শিলিগুড়ির খাপরাইলে তাঁর শ্বশুরবাড়ি ৷ সাংসদ হওয়ার পর থেকে তিনি দার্জিলিংয়ে সময় বেশি দেন ৷ অন্যদিকে, মুনিশ তামাংও কালিম্পংয়ের বাসিন্দা হলেও তাঁর যাবতীয় নথি দিল্লির ৷ সেখানেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি ৷ তাই তিনিও আজকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না ৷

06:16 April 26

Vote Pic in Second Phase
সকাল সকাল ভোটের লাইনে জনতা
  • সকাল সকাল ভোটের লাইনে জনতা ৷
  • 6.45 থেকে পাহাড়ের বিভিন্ন বুথে শুরু হয়েছে মক পোলিং ৷
Last Updated : Apr 26, 2024, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.