ETV Bharat / state

চাকরিপ্রার্থীদের পাশে আরজি করের নির্যাতিতার বাবা-মা, সামিল হবেন নবান্ন অভিযানে - RG KAR VICTIM PARENTS

আগামী 21 এপ্রিল চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ৷ তাদের পাশে থেকে এই কর্মসূচিতে সামিল হবেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা-মা ।

RG kar victim Parents
চাকরিহারাদের পাশে আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা-মা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 15, 2025 at 12:46 PM IST

3 Min Read

পানিহাটি, 15 এপ্রিল: বঞ্চিত চাকরিপ্রার্থীদের পাশে এবার আরজি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা-মা । আগামী 21 এপ্রিল বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারাদের ঐক্যমঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে । সেই কর্মসূচিতে থাকবেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মাও ।

সোমবার উত্তর 24 পরগনার পানিহাটিতে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা'র সঙ্গে দেখা করেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি । সেখানে তাঁদের কর্মসূচি নিয়ে কথা বলেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা-মা'র সঙ্গে । আগামী 21 এপ্রিল নবান্ন অভিযানে পাশে থাকার জন্য দু'জনকেই বিশেষভাবে অনুরোধ জানান তাঁরা ।

চাকরিপ্রার্থীদের পাশে আরজি করের নির্যাতিতার বাবা-মা (ইটিভি ভারত)

নির্যাতিতার বাবা-মার সঙ্গে সাক্ষাতের পর চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা বলেন, "আগামী 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছি আমরা । সেই অভিযানে থাকার জন্য আরজি করের নির্যাতিতার বাবা-মাকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম । এই রাজ্যে দুর্নীতির কারণে মেধাকে হত্যা করা হচ্ছে । শুধু তিলোত্তমাকে নয় । বাংলার প্রতিটি কোণায় মেধাকে হত্যা করা হচ্ছে । রাজ্য সরকারের দুর্নীতির কারণে সবাইকে পথে বসতে হয়েছে । একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েই নির্যাতিতা ছাত্রীর বাবা-মার কাছে এসেছি আমরা । তাঁরা আমাদের মিছিলে থাকবেন বলে জানিয়েছেন ।"

এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন, "বঞ্চিত চাকরিপ্রার্থীরা ওঁদের মনের ব‍্যথা জানাতে এসেছিল । আমি প্রথম দিন থেকে বলে আসছি, ওঁরা যে অন্যায়ের শিকার হয়েছেন তার বিচার হওয়া প্রয়োজন । সেই বিচার চেয়েই আগামী 21 এপ্রিল ওঁরা নবান্ন অভিযানে নামছে । আমরা সেই মিছিলে থাকব । প্রতিবাদই হল একমাত্র রাস্তা । আমরাও মেয়ের ন‍্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছি । ওঁদের প্রতিবাদেও আমরা রাস্তায় নামব । শুধু ওঁদের বিষয়েই নয় । যে কোনও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে থাকব আমরা । এই সরকারের চালাকি সবাই ধরে ফেলেছে । তাই, শুভবুদ্ধিসম্পন্ন সকলকেই আহ্বান করছি, ওঁদের কর্মসূচিতে সামিল হন ।"

এদিকে, তাঁর মেয়েও দুর্নীতির শিকার বলে দাবি করেছেন নির্যাতিতা ছাত্রীর মা । তিনি বলেন, "আমার মেয়ে দুর্নীতির শিকার । মেধা থাকা সত্ত্বেও যাঁরা রাস্তায় রয়েছেন, তাঁরাও দুর্নীতির শিকার হয়েছেন । আমার মেয়ে আর ফিরে আসবে না । কিন্তু, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় রাস্তায় থাকব ।"

প্রসঙ্গত, গত বছরের 9 অগস্ট আরজি করের সেমিনার হল থেকে পানিহাটির ওই চিকিৎসক তরুণীর নিথর দেহ উদ্ধার হয়েছিল । কর্মস্থলে তাঁর নৃশংস পরিণতির প্রতিবাদে গর্জে ওঠেন রাজ‍্যের আপামর সাধারণ মানুষ । পথে নামেন সর্বস্তরের মানুষ । আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।

গত আট মাসে বারবার সেই ছবিই ধরা পড়েছে । আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন সাজা হয়েছে ঠিকই তবে সেই রায়ে খুশি হতে পারেননি নির্যাতিতা ছাত্রীর পরিবার । ন‍্যায় বিচারের দাবিতে এখনও তাঁরা লড়ে যাচ্ছেন আদালতে । তারই মধ্যে এবার চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে নবান্ন অভিযানে সামিল হচ্ছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ।

পানিহাটি, 15 এপ্রিল: বঞ্চিত চাকরিপ্রার্থীদের পাশে এবার আরজি করের নির্যাতিতা চিকিৎসক তরুণীর বাবা-মা । আগামী 21 এপ্রিল বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারাদের ঐক্যমঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে । সেই কর্মসূচিতে থাকবেন নির্যাতিতা ছাত্রীর বাবা-মাও ।

সোমবার উত্তর 24 পরগনার পানিহাটিতে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর বাবা-মা'র সঙ্গে দেখা করেন বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী এবং চাকরিহারা ঐক্যমঞ্চের তিন প্রতিনিধি । সেখানে তাঁদের কর্মসূচি নিয়ে কথা বলেন আরজি করের নির্যাতিতা ছাত্রীর বাবা-মা'র সঙ্গে । আগামী 21 এপ্রিল নবান্ন অভিযানে পাশে থাকার জন্য দু'জনকেই বিশেষভাবে অনুরোধ জানান তাঁরা ।

চাকরিপ্রার্থীদের পাশে আরজি করের নির্যাতিতার বাবা-মা (ইটিভি ভারত)

নির্যাতিতার বাবা-মার সঙ্গে সাক্ষাতের পর চাকরিহারা ঐক্যমঞ্চের প্রতিনিধিরা বলেন, "আগামী 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দিয়েছি আমরা । সেই অভিযানে থাকার জন্য আরজি করের নির্যাতিতার বাবা-মাকে আমন্ত্রণ জানাতে এসেছিলাম । এই রাজ্যে দুর্নীতির কারণে মেধাকে হত্যা করা হচ্ছে । শুধু তিলোত্তমাকে নয় । বাংলার প্রতিটি কোণায় মেধাকে হত্যা করা হচ্ছে । রাজ্য সরকারের দুর্নীতির কারণে সবাইকে পথে বসতে হয়েছে । একজোট হয়ে লড়াইয়ের আহ্বান জানিয়েই নির্যাতিতা ছাত্রীর বাবা-মার কাছে এসেছি আমরা । তাঁরা আমাদের মিছিলে থাকবেন বলে জানিয়েছেন ।"

এই বিষয়ে নির্যাতিতার বাবা বলেন, "বঞ্চিত চাকরিপ্রার্থীরা ওঁদের মনের ব‍্যথা জানাতে এসেছিল । আমি প্রথম দিন থেকে বলে আসছি, ওঁরা যে অন্যায়ের শিকার হয়েছেন তার বিচার হওয়া প্রয়োজন । সেই বিচার চেয়েই আগামী 21 এপ্রিল ওঁরা নবান্ন অভিযানে নামছে । আমরা সেই মিছিলে থাকব । প্রতিবাদই হল একমাত্র রাস্তা । আমরাও মেয়ের ন‍্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছি । ওঁদের প্রতিবাদেও আমরা রাস্তায় নামব । শুধু ওঁদের বিষয়েই নয় । যে কোনও ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে থাকব আমরা । এই সরকারের চালাকি সবাই ধরে ফেলেছে । তাই, শুভবুদ্ধিসম্পন্ন সকলকেই আহ্বান করছি, ওঁদের কর্মসূচিতে সামিল হন ।"

এদিকে, তাঁর মেয়েও দুর্নীতির শিকার বলে দাবি করেছেন নির্যাতিতা ছাত্রীর মা । তিনি বলেন, "আমার মেয়ে দুর্নীতির শিকার । মেধা থাকা সত্ত্বেও যাঁরা রাস্তায় রয়েছেন, তাঁরাও দুর্নীতির শিকার হয়েছেন । আমার মেয়ে আর ফিরে আসবে না । কিন্তু, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় রাস্তায় থাকব ।"

প্রসঙ্গত, গত বছরের 9 অগস্ট আরজি করের সেমিনার হল থেকে পানিহাটির ওই চিকিৎসক তরুণীর নিথর দেহ উদ্ধার হয়েছিল । কর্মস্থলে তাঁর নৃশংস পরিণতির প্রতিবাদে গর্জে ওঠেন রাজ‍্যের আপামর সাধারণ মানুষ । পথে নামেন সর্বস্তরের মানুষ । আন্দোলন ছড়িয়ে পড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ।

গত আট মাসে বারবার সেই ছবিই ধরা পড়েছে । আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু যাবজ্জীবন সাজা হয়েছে ঠিকই তবে সেই রায়ে খুশি হতে পারেননি নির্যাতিতা ছাত্রীর পরিবার । ন‍্যায় বিচারের দাবিতে এখনও তাঁরা লড়ে যাচ্ছেন আদালতে । তারই মধ্যে এবার চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়াতে নবান্ন অভিযানে সামিল হচ্ছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.