ETV Bharat / state

ডিজিটাল অ্যারেস্টের শিকার অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক, খোয়ালেন 1 কোটি - DIGITAL ARREST

কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ছ’জন ৷ উদ্ধার প্রায় 30 লক্ষ টাকা ৷

Digital Arrest
ডিজিটাল অ্যারেস্টের শিকার অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : June 5, 2025 at 8:57 PM IST

2 Min Read

কলকাতা, 5 জুন: ডিজিটাল অ‍্যারেস্টের শিকার কলকাতা মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক উৎপলকুমার বিট৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে । এর মধ্যে তিনজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ বৃহস্পতিবার আরও তিনজনকে লেকটাউন থেকে গ্রেফতার করা হয় ৷

অভিযোগ, সাইবার দস্যুদের খপ্পরে পড়ে ওই চিকিৎসক খুইয়েছিলেন প্রায় 1 কোটি টাকা । এর মধ্যে নগদ প্রায় 28 লক্ষ 37 হাজার টাকা এদিন সকালে লেকটাউন থেকে উদ্ধার করেছে পুলিশ । সেই টাকা ওই চিকিৎসককে ফেরতও দেওয়া হয়েছে ৷

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ঘটনার নেপথ্যে আরও বেশ কয়েকজন রয়েছে বলে আমাদের ধারণা । তবে এক কোটি টাকার মধ্যে 30 লক্ষ টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়াতে পেরেছি । বাকি টাকা উদ্ধারের কাজ চালানো হচ্ছে ৷"

চিকিৎসক উৎপলকুমার বিট 2023 সালে অবসর গ্রহণ করেন । 2024 সালে তিনি সাইবার প্রতারণার শিকার হন ৷ এই চিকিৎসকের অভিযোগ, তাঁর কাছে একটি ফোন আসে । ফোনের অপরপ্রান্ত থেকে নিজেকে মুম্বই পুলিশের বড়কর্তা বলে পরিচয় দিয়ে একজন কথা বলা শুরু করে ৷ তাঁকে জানানো হয় যে তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে । সারা দেশে বহু নকল ব্যাংক অ্য়াকাউন্টের হদিস পাওয়া গিয়েছে । সেই মামলাতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট বলে জানানো হয় ৷

স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান ড. উৎপলকুমার বিট৷ বিষয়টি ঠিক কী তা বুঝে ওঠার আগেই তাঁকে জানানো হয় এই মামলা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে কারও সঙ্গে এই নিয়ে যাতে তিনি কথা না-বলেন, সেই বিষয়েও সতর্ক করা হয় ৷

এর ফলে তিনি ভয় পেয়ে যান ৷ সেই সময় তাঁকে এই মামলা থেকে মুক্ত হওয়ার রাস্তাও বলে দেওয়া হয় ৷ জানানো হয়, একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷ সেই সময় তিনি তাঁর সারাজীবনের সঞ্চয় প্রায় 1 কোটি টাকা দিয়ে দেন ওই ব্যাংক অ্যাকাউন্টে ৷ এর পর ওই চিকিৎসক বুঝতে পারেন যে তিনি সাইবার দস্যুদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন ৷

তখন ড. উৎপলকুমার বিট কলকাতার সার্ভে পার্ক থানায় 2024-এর 9 সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেন । প্রথম কয়েকদিন এই ঘটনার তদন্ত সার্ভে পার্ক থানা করলেও পরবর্তী সময়ে এই ঘটনার তদন্ত ভার চলে যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের হাতে । সেই তদন্তে প্রথমে তিনজন এবং এদিন আরও তিনজন ধরা পড়ল ৷ এখন দেখার আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত আছে কি না !

আরও পড়ুন -

  1. ডিজিটাল অ্যারেস্ট মামলায় 1500 কোটির প্রতারণা, চার্জশিটে দাবি ইডির
  2. ডিজিটাল গ্রেফতারির ভয়ে বৃদ্ধ খোয়ালেন কোটি টাকা, লালগড় থেকে পাকড়াও অভিযুক্ত

কলকাতা, 5 জুন: ডিজিটাল অ‍্যারেস্টের শিকার কলকাতা মেডিক্যাল কলেজের অবসরপ্রাপ্ত চিকিৎসক উৎপলকুমার বিট৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্তে নেমে এই ঘটনায় এখনও পর্যন্ত ছ’জনকে গ্রেফতার করেছে । এর মধ্যে তিনজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল ৷ বৃহস্পতিবার আরও তিনজনকে লেকটাউন থেকে গ্রেফতার করা হয় ৷

অভিযোগ, সাইবার দস্যুদের খপ্পরে পড়ে ওই চিকিৎসক খুইয়েছিলেন প্রায় 1 কোটি টাকা । এর মধ্যে নগদ প্রায় 28 লক্ষ 37 হাজার টাকা এদিন সকালে লেকটাউন থেকে উদ্ধার করেছে পুলিশ । সেই টাকা ওই চিকিৎসককে ফেরতও দেওয়া হয়েছে ৷

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, "ঘটনার নেপথ্যে আরও বেশ কয়েকজন রয়েছে বলে আমাদের ধারণা । তবে এক কোটি টাকার মধ্যে 30 লক্ষ টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়াতে পেরেছি । বাকি টাকা উদ্ধারের কাজ চালানো হচ্ছে ৷"

চিকিৎসক উৎপলকুমার বিট 2023 সালে অবসর গ্রহণ করেন । 2024 সালে তিনি সাইবার প্রতারণার শিকার হন ৷ এই চিকিৎসকের অভিযোগ, তাঁর কাছে একটি ফোন আসে । ফোনের অপরপ্রান্ত থেকে নিজেকে মুম্বই পুলিশের বড়কর্তা বলে পরিচয় দিয়ে একজন কথা বলা শুরু করে ৷ তাঁকে জানানো হয় যে তাঁর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে । সারা দেশে বহু নকল ব্যাংক অ্য়াকাউন্টের হদিস পাওয়া গিয়েছে । সেই মামলাতেই এই অ্যারেস্ট ওয়ারেন্ট বলে জানানো হয় ৷

স্বাভাবিকভাবেই ঘাবড়ে যান ড. উৎপলকুমার বিট৷ বিষয়টি ঠিক কী তা বুঝে ওঠার আগেই তাঁকে জানানো হয় এই মামলা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে ৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে কারও সঙ্গে এই নিয়ে যাতে তিনি কথা না-বলেন, সেই বিষয়েও সতর্ক করা হয় ৷

এর ফলে তিনি ভয় পেয়ে যান ৷ সেই সময় তাঁকে এই মামলা থেকে মুক্ত হওয়ার রাস্তাও বলে দেওয়া হয় ৷ জানানো হয়, একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তাঁকে ছেড়ে দেওয়া হবে ৷ সেই সময় তিনি তাঁর সারাজীবনের সঞ্চয় প্রায় 1 কোটি টাকা দিয়ে দেন ওই ব্যাংক অ্যাকাউন্টে ৷ এর পর ওই চিকিৎসক বুঝতে পারেন যে তিনি সাইবার দস্যুদের খপ্পরে পড়ে টাকা খুইয়েছেন ৷

তখন ড. উৎপলকুমার বিট কলকাতার সার্ভে পার্ক থানায় 2024-এর 9 সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দায়ের করেন । প্রথম কয়েকদিন এই ঘটনার তদন্ত সার্ভে পার্ক থানা করলেও পরবর্তী সময়ে এই ঘটনার তদন্ত ভার চলে যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সেলের হাতে । সেই তদন্তে প্রথমে তিনজন এবং এদিন আরও তিনজন ধরা পড়ল ৷ এখন দেখার আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত আছে কি না !

আরও পড়ুন -

  1. ডিজিটাল অ্যারেস্ট মামলায় 1500 কোটির প্রতারণা, চার্জশিটে দাবি ইডির
  2. ডিজিটাল গ্রেফতারির ভয়ে বৃদ্ধ খোয়ালেন কোটি টাকা, লালগড় থেকে পাকড়াও অভিযুক্ত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.