ETV Bharat / state

সত্যজিৎ রায়ের জন্মদিনে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আজও জনসমাগম - Satyajit Ray Birth Anniversary

Satyajit Ray Birth Anniversary: সত্যজিৎ রায়ের 103তম জন্মদিনে বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আজও হাজির হলেন বহু মানুষ ৷ ঠিক আগের মতোই ৷ বাবার প্রয়াণের এত বছর পরও এই ছবি দেখে আপ্লুত সন্দীপ রায় ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 8:05 PM IST

ETV BHARAT
ETV BHARAT
বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আজও জনসমাগম

কলকাতা, 2 মে: আজ সত্যজিৎ রায়ের 103তম জন্মদিন । সেই উপলক্ষে সকাল থেকেই তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতে জন সমাগম । এ দিন নানা বয়সের মানুষের আগমন ঘটেছে । এই ছবি অবশ্য বরাবরের । চিত্রনির্মাতা বেঁচে থাকাকালীন তাঁকে বাড়িতে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যেতেন বহু মানুষ ৷ চেনা-অচেনা সব অতিথিকে পেটপুরে খাওয়াতেন সত্যজিৎ রায় ৷ আজও তার অন্যথা হল না ৷

প্রতিবারের মতো বৃহস্পতিবার সকালেও রায় বাড়িতে ছিল সবার অবারিত দ্বার । এ দিন সব অতিথির জন্য বড় বড় কাঁসার থালায় কচুরি, জিলিপি, সিঙাড়া-সহ রকমারি মুখরোচক খাবার সাজিয়ে রাখতেন মাণিকবাবু । সবাই তাঁকে এসে প্রণাম করতেন, শুভেচ্ছা জানাতেন । সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ক্যামেরাম্যান সুব্রত মিত্র-সহ সেই সময়কার তাবড় তাবড় তারকাদের সমাবেশ ঘটত রায় বাড়িতে । আজ তিনি নেই । বাড়ি আগলে বসে আছেন সন্দীপ রায়, ললিতা রায় । সত্যজিৎ রায়ের বসার ঘরে রয়েছে তাঁর রকমারি ছবি । আর তাতে নানা আকারের মালা । সন্দীপ রায়ের পাশে এ দিন ছায়ার মতো সর্বদা ছিলেন তাঁর স্ত্রী ললিতা রায় ।

বাবার জন্মদিন প্রসঙ্গে সন্দীপ রায় ইটিভি ভারতকে বললেন, "বাবা চলে যাওয়ার 32 বছর পরেও কত মানুষ এ দিন আসেন আমাদের বাড়িতে । এঁদের মধ্যে 95 শতাংশ মানুষকে আমরা চিনি না । বাবা এই দিনটায় কারওকে ডাকতেন না । যাঁরা আসতেন, তাঁরা স্বেচ্ছাতেই আসতেন বাবাকে শুভেচ্ছা জানাতে ।"

আরও পড়ুন:

  1. আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে সিনেম্যাটিক বানিয়েছিলেন সত্যজিৎ রায়; স্মৃতিতে ভাসলেন ‘তোপসে’
  2. জন্মদিনে বাবাকে যাঁরা মালা দিতে আসেন তাঁদের 95 শতাংশকেই আমরা চিনি না: সন্দীপ রায়
  3. সত্যজিৎ রায় জয়সলমীরের মানুষের কাছে ভাস্কো দা গামা: কুশল চক্রবর্তী

বিশপ লেফ্রয় রোডের বাড়িতে আজও জনসমাগম

কলকাতা, 2 মে: আজ সত্যজিৎ রায়ের 103তম জন্মদিন । সেই উপলক্ষে সকাল থেকেই তাঁর বিশপ লেফ্রয় রোডের বাড়িতে জন সমাগম । এ দিন নানা বয়সের মানুষের আগমন ঘটেছে । এই ছবি অবশ্য বরাবরের । চিত্রনির্মাতা বেঁচে থাকাকালীন তাঁকে বাড়িতে এসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যেতেন বহু মানুষ ৷ চেনা-অচেনা সব অতিথিকে পেটপুরে খাওয়াতেন সত্যজিৎ রায় ৷ আজও তার অন্যথা হল না ৷

প্রতিবারের মতো বৃহস্পতিবার সকালেও রায় বাড়িতে ছিল সবার অবারিত দ্বার । এ দিন সব অতিথির জন্য বড় বড় কাঁসার থালায় কচুরি, জিলিপি, সিঙাড়া-সহ রকমারি মুখরোচক খাবার সাজিয়ে রাখতেন মাণিকবাবু । সবাই তাঁকে এসে প্রণাম করতেন, শুভেচ্ছা জানাতেন । সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে ক্যামেরাম্যান সুব্রত মিত্র-সহ সেই সময়কার তাবড় তাবড় তারকাদের সমাবেশ ঘটত রায় বাড়িতে । আজ তিনি নেই । বাড়ি আগলে বসে আছেন সন্দীপ রায়, ললিতা রায় । সত্যজিৎ রায়ের বসার ঘরে রয়েছে তাঁর রকমারি ছবি । আর তাতে নানা আকারের মালা । সন্দীপ রায়ের পাশে এ দিন ছায়ার মতো সর্বদা ছিলেন তাঁর স্ত্রী ললিতা রায় ।

বাবার জন্মদিন প্রসঙ্গে সন্দীপ রায় ইটিভি ভারতকে বললেন, "বাবা চলে যাওয়ার 32 বছর পরেও কত মানুষ এ দিন আসেন আমাদের বাড়িতে । এঁদের মধ্যে 95 শতাংশ মানুষকে আমরা চিনি না । বাবা এই দিনটায় কারওকে ডাকতেন না । যাঁরা আসতেন, তাঁরা স্বেচ্ছাতেই আসতেন বাবাকে শুভেচ্ছা জানাতে ।"

আরও পড়ুন:

  1. আমার মতো নন-সিনেম্যাটিক মানুষকে সিনেম্যাটিক বানিয়েছিলেন সত্যজিৎ রায়; স্মৃতিতে ভাসলেন ‘তোপসে’
  2. জন্মদিনে বাবাকে যাঁরা মালা দিতে আসেন তাঁদের 95 শতাংশকেই আমরা চিনি না: সন্দীপ রায়
  3. সত্যজিৎ রায় জয়সলমীরের মানুষের কাছে ভাস্কো দা গামা: কুশল চক্রবর্তী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.