কলকাতা, 10 এপ্রিল: বিচারভবনের ভরা এজলাস ৷ চলছে সাক্ষ্যগ্রহণ ৷ কিন্তু সাক্ষ্য দিতে গিয়ে বারবার হাতের দিকে তাকাচ্ছেন সাক্ষী ৷ বেশ কিছুক্ষণ এমন চলার পর বিষয়টি নিয়ে সন্দেহ হয় এজলাসে উপস্থিত আইনজীবীদের ৷ তাঁরা বিচারককে জানান ৷ তার পরই বিচারক ওই সাক্ষীকে হাত ধুয়ে আসতে নির্দেশ দেন ৷ সেই নির্দেশ শুনে সাক্ষী সাক্ষ্য দেওয়া ছেড়ে শৌচালয়ে ছোটেন হাত ধোয়ার জন্য ৷
আদালতের শুনানি বা বিচার প্রক্রিয়ার সঙ্গে যাঁরা নিয়মিত জড়িত থাকেন, তাঁরা জানাচ্ছেন যে এই ঘটনা একেবারে বিরল ৷ কারণ, শুনানি বা বিচার প্রক্রিয়া চলাকালীন এমন কোনও ঘটনার কথা তাঁরা মনে করতে পারছেন না ৷ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে যে কী এমন ঘটনা ঘটেছিল যে বিচারককে সাক্ষীকে হাত ধুয়ে আসতে বলতে হল ?
আদালতের একটি সূত্র থেকে জানা গিয়েছে, বৃহস্পতিবার এজলাসে ওই সাক্ষী যখন সওয়াল-জবাবের মুখোমুখি হন, তখন তিনি বারবার হাতের দিকে তাকাচ্ছিলেন ৷ এটা দেখে সন্দেহ হয় এজলাসে উপস্থিত আইনজীবীদের ৷ তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন ৷ তখন বিচারক বিষয়টি খতিয়ে দেখেন ৷ সেই সময় দেখা যায় যে ওই সাক্ষী নিজের হাতের তালুতে কিছু লিখে রেখেছেন ৷ সেগুলি দেখেই সাক্ষ্য দিচ্ছেন তিনি ৷
কী লিখে রেখেছিলেন তিনি ? জানা গিয়েছে যে তিনি দু’হাতের তালুতে কিছু নাম লিখে এনেছিলেন ৷ সওয়াল-জবাবের সময় ওই নামগুলি দেখে বলছিলেন তিনি ৷ সেটা বুঝতেই পেরেই বিচারক ওই সাক্ষীকে সাবান দিয়ে হাত ধুয়ে লেখাগুলি পরিষ্কার করে আসতে বলেন ৷ সেই নির্দেশ মেনে শৌচালয়ে যান ওই সাক্ষী ৷ হাত ধুয়ে ফিরে আসার পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ ৷ কিন্তু কাদের নাম ওই সাক্ষী লিখে নিয়ে এসেছিলেন, সেটা অবশ্য জানা যায়নি ৷
কিন্তু বিষয়টি নিয়ে হইচই শুরু হয় ৷ কারণ, এটা কোনও সাধারণ মামলার শুনানি হচ্ছিল না ৷ শুনানি হচ্ছিল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার ৷ যে মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছেন ৷ যে মামলার তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাটে লক্ষ-লক্ষ টাকা নগদে উদ্ধার করে ইডি ৷ এছাড়া মেলে অনেক গয়না, সম্পত্তির নথি ও আরও অনেক কিছু ৷
ফলে এমন একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে একজন সাক্ষী কীভাবে এই কাজ করল, সেই প্রশ্ন উঠছে ৷ ওই সাক্ষীকে আবার ইডির তরফে পেশ করা হয়েছিল ৷ ফলে এই নিয়ে ইডিকেও বিচারকের প্রশ্নের মুখে পড়তে হয় ৷ বিচারক ইডির আইনজীবীকে সাক্ষ্য়গ্রহণের বিষয়ে আরও সতর্ক হতে বলেন ৷ এই ধরনের ঘটনা যাতে আর কখনও না ঘটে, সেই বিষয়েও সতর্ক থাকতে নির্দেশ দেন বিচারক ৷