আসানসোল, 15 জুন: শুক্রবার সন্ধ্যায় হঠাৎ সিদ্ধান্ত এবং তারপরেই সরানো হল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দীর্ঘদিনের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়কে ৷ যিনি রানিগঞ্জের বিধায়ক ৷ কেন রাজ্যের এমন সিদ্ধান্ত তা নিয়ে গোটা শিল্পাঞ্চলজুড়েই চঞ্চলতা ৷ তবে কি লোকসভা ভোটে তাপস বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় খুশি নন হাইকমান্ড ? যদিও এই পদ থেকে সরে যাওয়ায় গুঞ্জন উঠছে পরে আসানসোলের মেয়র হতে পারেন তিনি ৷
সম্পর্কে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার শ্যালক তাপস বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা রানিগঞ্জ থেকে লিড দিয়েছিলেন। তারপরেও তাঁকে সরতে হল। তার বদলে চেয়ারম্যান করা হল দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্তকে ৷ আসানসোল থেকে এডিডিএ-র ব্যাটন চলে গেল দুর্গাপুরে। আসানসোল লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়লাভ করলেও স্বস্তি ছিল না তৃণমূল শিবিরে ৷ উপনির্বাচনে যেখানে 3 লক্ষ ভোটের ব্যবধানে জয় ছিল, সেখানে এবারের ফলাফলে ব্যবধান মাত্র 60 হাজার ভোট।
অন্যদিকে, আসানসোল পৌরনিগমের 106টি ওয়ার্ডের মধ্যে 76টিতে পিছিয়ে তৃণমূল। কুলটি ও আসানসোল দক্ষিণ বিধানসভায় ভরাডুবি হয়েছে তৃণমূলের ৷ মান বাঁচিয়েছে পাণ্ডবেশ্বর ও বারাবনি। অন্যদিকে, মানুষের নজর ছিল রানিগঞ্জ বিধানসভার দিকে ৷ কারণ সেখানকার বিধায়ক খোদ বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার শ্যালক তাপস বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু বারাবনি বা পাণ্ডবেশ্বর যেভাবে লিড দিয়েছে রানিগঞ্জ সেই তুলনায় কিছুই নয় ৷ মাত্র 4 হাজার 400 ভোটে তৃণমূলকে লিড দিয়েছে রানিগঞ্জ ৷
তাও আবার পৌরনিগম এলাকায় ধরাশায়ী তৃণমূল ৷ 11টি ওয়ার্ডের মধ্যে 9টিতেই পিছিয়ে ছিল তৃণমূল। অণ্ডাল ব্লক কোনওমতে মান বাঁচিয়েছে রানিগঞ্জ বিধানসভার। দীর্ঘদিনের বিধায়ক, পোড় খাওয়া রাজনীতিবিদ তাপস বন্দ্যোপাধ্যায়ের কাছে আরও বেশি কিছু কি আশা করেছিলেন দলের হাইকমান্ড, তাই তাঁর উপর এই রোষ ? এমনই জল্পনা আসানসোলে ৷
অন্যদিকে, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়ের কটাক্ষ, "সৎ লোকের জায়গা নয় তৃণমূল ৷ তাপসবাবুকে সৎ নেতা হিসেবেই জানি ৷ তাই তাঁকে সরানো হল ৷" কিন্তু তাপস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে সরিয়ে রাজনীতিতে আনকোরা এক ব্যবসায়ীকে কেনই বা করা হল এডিডিএ-এর মতো সংস্থার চেয়ারম্যান ৷ অনেকেই বলছেন, ব্যবসায়ী কবি দত্ত মুখ্যমন্ত্রীর 'গুড বুক'-এ আছেন ৷ আর যেহেতু আগামীতে দুর্গাপুর পৌরনিগমের নির্বাচন ৷ তাই দুর্গাপুরের ব্যবসায়ী কবি দত্তকেই সঁপে দেওয়া হল দায়িত্ব ৷ তা বলে তাপসকে সরিয়ে ? মানতে পারছেন না আসানসোলবাসী।"